কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। গতকাল সেই অভিযান চালাকালীনই খবর মেলে সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh Arrested)। কী বলছেন তারকা দম্পতি কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)?


আন্দোলনরত চিকিৎসক ও সাধারণ মানুষের পাশে তারকারা


রাজ্য পুলিশ নয়, সিবিআই-এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। চূর্ণীর কথা, 'এটাই তো লজ্জাজনক। অনেক আগে আমাদের প্রশাসনের করার দরকার ছিল। আজ সেই অস্বস্তিটা এড়িয়ে যেতে পারত প্রশাসন। আজ তারা কেমন ব্যাকফুটে চলে গেল। যে অভিযোগগুলি আনা হয়েছিল, সেগুলি শুনে সময় মতো সাড়া দিলে তো এই অবস্থা হত না। এত দুর্নীতি হত না। একটা মেয়েকে প্রাণ দিতে হল এর জন্য।' আজ মানব বন্ধনের ডাক দিয়েছেন বেসরকারি স্বাস্থ্য সংগঠন, হাসপাতালগুলির চিকিৎসকেরা। সেই রুট ম্যাপ নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সাধারণ মানুষকে যোগ দিতে আহ্বান জানালেন চূর্ণী। কমেন্টে তাঁর পাশে থাকার বার্তা সাধারণ নাগরিকের।


 



কৌশিক গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে প্রত্যয়। তিনি বলেন, 'এই গ্রেফতার হওয়াই উচিত ছিল। গ্রেফতারিতে অবাক নই, এতদিন কেন হয়নি তাতে অবাক হচ্ছি। এটা তো সাইকেল স্ট্যান্ডের সবে একটা সাইকেল পড়েছে, এবার তার ধাক্কায় কতগুলো সাইকেল আরও পড়ে সেটাই দেখার। সারা পৃথিবীজুড়ে মানুষ রাস্তায় এরকম একটা ছোট সন্দীপ ঘোষের জন্য নেই। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এমন সন্দীপ ঘোষ আছে। আমরা শিক্ষায় সন্দীপ ঘোষ পেয়েছি, স্বাস্থ্যে পেলাম। অন্য সমস্ত ক্ষেত্র থেকে সন্দীপ ঘোষ বেরোবে।'


অন্যদিকে আন্দোলনরত চিকিৎসকদের লালবাজার অভিযানে বাধা পেয়ে বি বি গাঙ্গুলি স্ট্রিটে চলছে ম্য়ারাথন অবস্থান বিক্ষোভ। তারকা তকমা দূরে সরিয়ে রেখে নাগরিক হিসেবে জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলনে সামিল হলেন সেলিব্রিটিরাও। প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বাড়ি-সহ একযোগে ১৫ জায়গায় তল্লাশিতে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে CBI, এরপরই গত মঙ্গলবার আলিপুর কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় এজেন্সি। নথি জালিয়াতির অভিযোগে যুক্ত করা হয় জামিন অযোগ্য ধারা। এরপর সোমবার সন্ধেয় আরজি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল CBI। 


আরও পড়ুন: RG Kar News: 'জরুরি পদক্ষেপ, সবদিক থেকে চাপ এলেই ন্যায় বিচার হবে', সন্দীপ ঘোষ গ্রেফতারিতে প্রতিক্রিয়া সৃজিতের


আর জি কর-কাণ্ডে জোরাল প্রতিবাদের মধ্যেই বদলার হুমকি লাভলি মৈত্রর। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের আইনজীবী ও বাম ছাত্র নেতা সায়ন বন্দ্যোপাধ্য়ায়ের। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।