কলকাতা : একের পর এক আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যাতে বরাবর সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। এবার আরও এক আহ্বান আন্দোলনকারীদের তরফে। এবার একাদশীর দিন একবেলা বাড়িতে বাড়িতে অরন্ধনের আবেদন জানালেন জুনিয়র চিকিৎসকরা।


তাঁদের তরফে এক জুনিয়র চিকিৎসক বলেন, "আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যখন অনাহারে, অনশনে থাকতেন...তাঁদের সমর্থনে সাধারণ মানুষরা অরন্ধন পালন করতেন। দেশজুড়ে অরন্ধন পালন করতেন। আমাদের তরফ থেকে আপনাদের একটি ছোট আবেদন করতে চাই, আগামী পরশু একাদশীর দিন আমাদের অনশনকারীদের তখন সাতদিন অনশন পূর্ণ হয়ে গেছে। তাঁদের সংহতিতে, তাঁদের পাশে দাঁড়াতে ...আপনারা যদি একাদশীর দিন একবেলা বাড়িতে বাড়িতে অরন্ধন পালন করেন...আমাদের তরফ থেকে আপনাদের জন্য আবেদন রইল।"


দশ দফা দাবি পূরণে শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে টানা অনশন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনিকেত মাহাতো। বাকি ৬ জনের অবস্থারও অবনতি হয়েছে। তবে রাজ্য সরকারের তরফে কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলেই জুনিয়র ডাক্তারদের দাবি। ধর্মতলার ধর্নামঞ্চে প্রায় দেড়শো ঘণ্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন ৭জন জুনিয়র ডাক্তার। প্রত্যেকের অবস্থাই উদ্বেগজনক। নমুনা পরীক্ষায় কিটোন বডি পজিটিভ এসেছে। প্রভাব পড়তে শুরু করেছে কিডনিতে। শুক্রবারও জুনিয়র ডাক্তারদের সমর্থনে প্রতীকী অনশনে বসেন সিনিয়র চিকিৎসক ও সাধারণ মানুষ। এই আবহে এবার জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহারের আবেদন জানালেন মুখ্যসচিব। নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে ইমেল করেছেন তিনি। রাজ্য সরকারের কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছিলেন আন্দোলনকারীরা। তার প্রেক্ষিতে স্টেটাস রিপোর্ট অ্যাটাচ করে পাল্টা ইমেল করলেন মুখ্যসচিব। 


এদিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে ও জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে একদিকে যেমন একের পর এক সরকারি হাসপাতালের চিকিৎসকরা গণইস্তফা দিচ্ছেন, তেমনই আংশিক কর্মবিরতিতে যাওয়ার কথা ঘোষণা করে দিয়েছে একাধির বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে শুরু করেছেন আরও সিনিয়র চিকিৎসকরা। কোথাও গণইস্তফা, তো কোথাও আংশিক কর্মবিরতি। আর জি কর মেডিক্যাল  কলেজ হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল , জলপাইগুড়ি মেডিক্যাল, কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পর  বৃহস্পতিবার SSKM মেডিক্যাল  কলেজ হাসপাতালেরও একাধিক চিকিৎসক গণইস্তফা দেন। তবে এবার আর আন্দোলনের ঢেউ সরকারি চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে আটকে রইল না, এবার চিকিৎসা পরিষেবা আংশিক বন্ধ রাখার ঘোষণা করলেন বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে শুরু করেছেন বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও।  


অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের পথে হেঁটে এবার আংশিক কর্মবিরতির ডাক দিলেন মনিপাল হাসপাতালের চিকিৎসকরা।  অন্যদিকে বৃহস্পতিবার থেকেই আংশিক কর্মবিরতি শুরু করলেন আর এন টেগোর হাসপাতালের চিকিৎসকদের একাংশ। জরুরি বিভাগ বাদে অন্যান্য বিভাগে কর্মবিরতি শুরু করেছেন তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে চিকিৎসকরা জানিয়েছেন,  আপাতত সোমবার পর্যন্ত আংশিক কর্মবিরতি করবেন।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।