কলকাতা : 'আমরা ঘড়ি বেঁধে দিচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে আমরা আমাদের নিজেদের জীবন বাজি রাখব।' কর্মবিরতি প্রত্যাহার করার পর তাঁদের দাবি মানার জন্য এবার ডেডলাইন বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা। জানিয়ে দিলেন, তাঁদের দাবি না মানা হলে আমরণ অনশন চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। এদিন ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কর্মবিরতি প্রত্যাহার করার সময় সেই মঞ্চে একটি ঘড়ি তুলে ধরা হয়। সেই ঘড়ির কী তাৎপর্য তা ব্যাখ্যা করেন জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার। RG Kar News


তিনি বলেন, "আজ আমরা একটা ঘড়ি নিয়ে এসেছি। এর তাৎপর্য কী ? আমরা বলেছি, প্রতিটা মিনিট, প্রতিটা ঘণ্টার হিসাব হবে। সেইজন্য এই ঘড়িটা আমরা অবস্থান মঞ্চে রাখব। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয়, এই যে অভয়া-পক্ষ অর্থাৎ ডাক্তার, রোগী, নার্স, সাধারণ মানুষ ...সবারই পক্ষ থেকে আমরা নিজেদের জীবন বাজি রাখব। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে এই অবস্থান মঞ্চ থেকে আমরা আমরণ অনশনের দিকে এগোব। আমরা নিজেদের জীবন বাজি রেখে প্রমাণ করব। এই যে বলা হচ্ছে, রাজনৈতিক কালিমালিপ্ত। আমাদের আর কী করার ছিল ? আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গিয়েছিলাম। আমরা সবার কথা ভেবে, রোগীর পরিজনের কথা ভেবে...আমাদের নিজেদের এথিকস..আমরা যে যন্ত্রণাক্লিষ্ট ...রাজ্য সরকার এটার সুযোগ নিচ্ছে। আমরা যে চিকিৎসা করতে পারছি না...ওরা চাইছে বারবার এরকম প্ররোচনা দেওয়া হোক...আমরা যাতে না ফিরতে পারি। আমরা আজ প্রমাণ করব...আমরা ঘড়ি বেঁধে দিচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে আমরা আমাদের নিজেদের জীবন বাজি রাখব। এই ক'টা সামান্য দাবি মানতে আমাদের জীবন কেন বাজি রাখতে হল সেটা সাধারণ জনগণ বুঝে নেবেন।"


একাংশ সিনিয়র চিকিৎসক আবেদন জানিয়েছিলেন। পুনরায় কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে বলেছিলেন। এমনকী এও পরমর্শ দিয়েছিলেন যে, আন্দোলনের কৌশল বদলাতে। তারপর থেকেই একটা জল্পনা ছিল। হয়ত কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন জুনিয়র চিকিৎসকরা। সেইমতো এবার আন্দোেলন প্রত্যাহার করে নিলেন জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে একথা ঘোষণা করলেন চিকিৎসক দেবাশিস হালদার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।