RG Kar News: সুপ্রিম-শুনানির আগের দিন আজ আর জি কর-মামলার জোড়া শুনানি
West Bengal News Today: আগামী শনিবার আর জি কর কাণ্ডের তিন মাস। তার আগে আজ ফের পথে চিকিৎসকরা। অভয়া মঞ্চের তরফে সন্ধেয় জ্বালাও আলো দ্রোহের আলো। ৯ তারিখ জনতার চার্জশিট কর্মসূচি।
আর জি কর মেডিক্যালে খুন-ধর্ষণ মামলায় চার্জ গঠন। ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু। ১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন চলবে শুনানি। অন্যদিকে আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি শেষ। ফের গভীর ষড়যন্ত্রের তত্ত্ব সিবিআইয়ের। 'শুধু আর জি কর নয়, একাধিক হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেছে মা তারা ট্রেডার্স। সিবিআই ধর্ষণ-খুনের মামলায় আর কাউকে গ্রেফতার করতে পারছে না। সেই কারণেই দুর্নীতির মামলায় ফাঁসানোর চেষ্টা করছে', দাবি মা তারা ট্রেডার্সের কর্ণধার, ধৃত বিপ্লব সিংহর আইনজীবীর
বাঘাযতীনে ক্লাবে তাণ্ডব, ক্লাব সদস্যদের মারধরের ঘটনায় গ্রেফতার ৩। মূল অভিযুক্ত প্রণব মিস্ত্রি ওরফে রিন্টু এখনও অধরা পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বার্তা কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের । খোঁজ নেই বাঘাযতীনে তাণ্ডবে মূল অভিযুক্ত, প্রোমোটার প্রণব মিস্ত্রি ওরফে রিন্টু। আজ তাঁর বাড়িতে গিয়েও দেখা গেল ঝুলছে তালা।
৮৭ দিন পার, এখনও মেলেনি বিচার। দ্রুত তদন্ত শেষের দাবিতে ফের সিজিও কমপ্লেক্স অভিযান। 'সিটিজেন্স ফর জাস্টিস' ব্যানারে সিবিআই দফতর অভিযানে মহিলারা। সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ ফের পথে অভয়া মঞ্চ। কলকাতা থেকে জেলা, অভয়া মঞ্চের 'জ্বালাও আলো, দ্রোহের আলো' কর্মসূচি। আজ অভয়া মঞ্চের 'দ্রোহের আলো', নাগরিক সমাজকেও যোগ দেওয়ার আহ্বান। ৯ নভেম্বর আর জি কর কাণ্ডের তিন মাস, আজ ফের পথে বিভিন্ন চিকিৎসক সংগঠন। দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবিতে আজ ফের পথে নামছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি অভয়া মঞ্চের
সুপ্রিম-শুনানির আগের দিন আজ আর জি কর-মামলার জোড়া শুনানি রয়েছে। একদিকে, আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি হবে। আদালতে পেশ করা হবে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সন্দীপ-ঘনিষ্ঠ চিকিৎসক ও TMCP নেতা আশিস পাণ্ডে, দুই মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসর আলিকে। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে উঠে এসেছে
হাসপাতালের অ্যানাস্থেসিওলজির অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষ ও ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের নাম। এদিন সেই সম্পর্কে CBI নতুন কোনও তথ্য পেশ করে কি না, সেটাই দেখার।
বাঘাযতীনে ক্লাবে তাণ্ডব, ক্লাব সদস্যদের মারধরের ঘটনায় গ্রেফতার ৩। মূল অভিযুক্ত প্রণব মিস্ত্রি ওরফে রিন্টু এখনও অধরা। পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বার্তা কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের
সুপ্রিম-শুনানির আগের দিন আজ আর জি কর-মামলার জোড়া শুনানি রয়েছে। একদিকে, আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি হবে। আদালতে পেশ করা হবে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সন্দীপ-ঘনিষ্ঠ চিকিৎসক ও TMCP নেতা আশিস পাণ্ডে, দুই মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসর আলিকে। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে উঠে এসেছে হাসপাতালের অ্যানাস্থেসিওলজির অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষ ও ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের নাম। এদিন সেই সম্পর্কে CBI নতুন কোনও তথ্য পেশ করে কি না, সেটাই দেখার। অন্যদিকে, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় আজ শিয়ালদা কোর্টে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের
বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। বিচারক জানিয়েছেন, এই মামলার শুনানি হবে রুদ্ধদ্বার এজলাসে। বিচার প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায় তার জন্য সপ্তাহে ৩-৪ দিন শুনানি হবে।
কাজল শেখের সঙ্গে চায়ে-পে-চর্চা, তার জেরে তৃণমূলের বুথ সভাপতির পদ খোয়ানোর অভিযোগ। ৩১ অক্টোবর, সিউড়ির কচুজোড়ে কালী পুজোর উদ্বোধনে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এরপর চা-চক্রের আয়োজন করেন। অভিযোগ, কাজল শেখের চা-চক্রে যোগ দেওয়ায় পরের দিনই পদ খোয়াতে হয়েছে সদাইপুরের লালমোহনপুর গ্রামের তৃণমূলের বুথ সভাপতি শেখ খয়রাতকে। তাঁকে সরিয়ে নতুন বুথ সভাপতি করা হয়েছে শেখ গিয়াসউদ্দিনকে। প্রাক্তন বুথ সভাপতির অভিযোগ, তাঁকে কাজল-ঘনিষ্ঠতার মাশুল দিতে হয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। ষড়যন্ত্রে সদাইপুর থানার OC-ও জড়িত বলে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির অভিযোগ। বিধায়কের পাল্টা দাবি, অভিযোগকারী তৃণমূল নেতার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। বাধ্য হয়ে অপসারণ। সদাইপুর থানার OC-র প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এবার লেকটাউনে আক্রান্ত প্রতিবাদী। মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করায় স্বামীকে মারধরের অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে।
ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক। গতকাল লেকটাউনের বিসর্জন ঘাটের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। অভিযোগ, সেইসময় কয়েকজন যুবক মহিলাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে। মহিলার স্বামী প্রতিবাদ করায়, তাঁকে মারধর করা হয়। মহিলা বাঁচাতে গেলে তাঁর শ্লীলতাহানি করে মত্ত যুবকরা। মহিলার চিৎকারে ঘটনাস্থলে আসে লেকটাউন থানার পুলিশ। ২ জনকে হাতেনাতে ধরে ফেলে।
হালতুর নবীন সঙ্ঘ ক্লাবে তাণ্ডব ও পুজো মণ্ডপ ভাঙচুর, প্রতিবাদী দম্পতিকে মারধর, চোখে গুরুতর আঘাতের ঘটনায় ১৮-২০ জন হামলা চালায় বলে অভিযোগ। ওই ঘটনায় মাত্র ২ জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃত অভিজিৎ চৌধুরী ওরফে ভিকি এবং জাহাঙ্গির মল্লিক কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামী বলে আক্রান্ত দম্পতির দাবি। এই নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূল কাউন্সিলর।
শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় প্রতিবাদীকে মারধর করার অভিযোগ উঠল আজাদগড়ে। এলাকার বাসিন্দা সঞ্জয় ভট্টাচার্যর দাবি, তাঁর অশীতিপর কাকা অসুস্থ। Oxygen দেওয়া হচ্ছে বাড়িতে। বৃদ্ধের ছেলে ক্যানসার আক্রান্ত। কালীপুজো উপলক্ষে রবিবার রাত ১০টা নাগাদ বাড়ির নীচেই শব্দবাজি ফাটানো হচ্ছিল। জোরে গান বাজানো হচ্ছিল। প্রতিবাদ করলে সঞ্জয়কে মারধর করা হয় বলে অভিযোগ। থানার পাশাপাশি ডিসি ssd-কে mail করে অভিযোগ করেছেন আক্রান্ত প্রতিবাদী।
খাস কলকাতায় একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্য। বাঘাযতীন, হালতু, আজাদগড় থেকে এন্টালি প্রতিবাদ করলেই জুটছে মার! বাঘাযতীনে ক্লাবে ঢুকে তাণ্ডব, ক্লাব সদস্যদের মারধর
হালতুতে মণ্ডপে ভাঙচুরের প্রতিবাদ করায় দম্পতিকে বেধড়ক মার। আজাদগড়ে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় বাড়ির সামনেই আক্রান্ত প্রতিবাদী। বাড়িতে অসুস্থ রোগীর কথা বলেও মেলেনি ছাড়! এন্টালিতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় প্রতিবাদীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের পাশে থেকে জাস্টিসের পক্ষে লড়ব। আজ আর জি কর হাসপাতালের নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করে এই প্রতিশ্রুতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ ফের পথে অভয়া মঞ্চ। কলকাতা থেকে জেলা, অভয়া মঞ্চের 'জ্বালাও আলো, দ্রোহের আলো' কর্মসূচি। আজ অভয়া মঞ্চের 'দ্রোহের আলো', নাগরিক সমাজকেও যোগ দেওয়ার আহ্বান। ৯ নভেম্বর আর জি কর কাণ্ডের তিন মাস, আজ ফের পথে বিভিন্ন চিকিৎসক সংগঠন। দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবিতে আজ ফের পথে নামছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি অভয়া মঞ্চের
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ ফের পথে অভয়া মঞ্চ। কলকাতা থেকে জেলা, অভয়া মঞ্চের 'জ্বালাও আলো, দ্রোহের আলো' কর্মসূচি। আজ অভয়া মঞ্চের 'দ্রোহের আলো', নাগরিক সমাজকেও যোগ দেওয়ার আহ্বান। ৯ নভেম্বর আর জি কর কাণ্ডের তিন মাস, আজ ফের পথে বিভিন্ন চিকিৎসক সংগঠন। দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবিতে আজ ফের পথে নামছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি অভয়া মঞ্চের
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ ফের পথে অভয়া মঞ্চ। কলকাতা থেকে জেলা, অভয়া মঞ্চের 'জ্বালাও আলো, দ্রোহের আলো' কর্মসূচি। আজ অভয়া মঞ্চের 'দ্রোহের আলো', নাগরিক সমাজকেও যোগ দেওয়ার আহ্বান। ৯ নভেম্বর আর জি কর কাণ্ডের তিন মাস, আজ ফের পথে বিভিন্ন চিকিৎসক সংগঠন। দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবিতে আজ ফের পথে নামছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি অভয়া মঞ্চের
অশান্তি যেন পিছু ছাড়ছে না শালিমারের। এলাকা দখলের লড়াইয়ে যুযুধান দুই গোষ্ঠীর বিবাদ ঘিরে সংঘর্ষ। তার জেরে ফের রণক্ষেত্রের চেহারা নিল শালিমার স্টেশন চত্বর। চলল ভাঙচুর, ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। ধৃত দু'জনের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এলাকায় রয়েছে পুলিশ পিকেট।
অশান্তি যেন পিছু ছাড়ছে না শালিমারের। এলাকা দখলের লড়াইয়ে যুযুধান দুই গোষ্ঠীর বিবাদ ঘিরে সংঘর্ষ। তার জেরে ফের রণক্ষেত্রের চেহারা নিল শালিমার স্টেশন চত্বর। চলল ভাঙচুর, ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। ধৃত দু'জনের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এলাকায় রয়েছে পুলিশ পিকেট।
মত্তদের উৎপাত কমাতে পাঁশকুড়ার এক গ্রামে এবার ফ্লেক্স টাঙানো হল রাস্তার ধারে। ফ্লেক্স টাঙালেন গ্রামবাসীদের একাংশ। রাস্তার ধারে মদ খেতে গিয়ে ধরা পড়লে জরিমানা ,এমনকী প্রমাণ সহ ধরিয়ে দিতে পারলে পুরস্কারেরও ঘোষণা করা হল ফ্লেক্সের মাধ্য়মে। আর এদিকে এই ঘটনাতেই তরজা শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্য়ে।
গাইঘাটায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ। অপমানে আত্মহত্যার চেষ্টা, দাবি পরিবারের। ধৃত অভিযুক্তর পিসি তৃণমূল নেত্রী, টাকার টোপ দিয়েছেন, অভিযোগ নির্যাতিতার মায়ের। অভিযোগ অস্বীকার।
প্রেক্ষাপট
কলকাতা: কলকাতার দুটি জায়গায় প্রতিবাদীদের মারধরের অভিযোগ উঠল। এলাকায় মদের আসর বসানোর প্রতিবাদ করায়, বাঘাযতীনে দুষ্কৃতী-তাণ্ডব। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, কসবার হালতুতে ক্লাব ও মণ্ডপে ভাঙচুর, বাধা দেওয়ায় প্রতিবাদী দম্পতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও ফেরার মূল অভিযুক্ত।
অন্যদিকে, মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূল নেতার বাড়িতে মিলল ওয়ান শটার, ৪ রাউন্ড গুলি, ৪টি তাজা বোমা। পলাতক তৃণমূল নেতা, গ্রেফতার করা হয়েছে তাঁর ৩ অনুগামীকে। এই নিয়ে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলার অভিযোগ উঠল আজিমগঞ্জে।
অন্যদিকে, এবার উলুবেড়িয়ায় মজুত বাজি থেকে বাড়িতে বিস্ফোরণ। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বাড়িও। বাড়িতে মিলেছে বাজির খোল। বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু প্রত্যেকবার বিস্ফোরণের পর তৎপরতা কেন? উঠছে সেই প্রশ্নও।
অন্যদিকে, কখনও এগরা, কখনও বজবজ কিংবা মহেশতলা, কখনও আবার দত্তপুকুর। গত কয়েক বছরে রাজ্য়ের নানা প্রান্তে বেআইনিভাবে বাজি মজুত করায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার সেই তালিকায় যোগ হল হাওড়ার উলুবেড়িয়া।
অন্যদিকে, ভাই ফোঁটাতেও পড়ল আর জি কর-কাণ্ডের ছায়া। রাজভবনে রাজ্যপালের মুখে শোনা গেল, বাংলায় মহিলাদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান। নারী নিরাপত্তার ইস্যুকে কেন্দ্র করে বিরোধী বিজেপি শিবিরে হল বোনফোঁটা। ফোঁটা নেওয়ার পর নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার হওয়ার কথা বললেন পুরমন্ত্রী। বিচার না মেলা পর্যন্ত ফোঁটা নেব না, ঘোষণা কিঞ্জলের।
অন্যদিকে, শান্তিনিকেতনে খুন হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। মৃত সমীর থান্ডার তৃণমূল পরিচালিত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের সদস্য ও বোলপুর পুরসভার কর্মী ছিলেন। পারুলডাঙা গ্রামের বাসিন্দা বছর ৪৬-এর ওই ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার কর হয়েছে ৫জনকে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাড়ি ফেরার পথে উত্তরনারায়ণপুর এলাকায় তাঁর ওপরে হামলা হয়। তাঁকে বেধড়ক মারধর করে বেশ কয়েকজন। গুরুত্বর আহত অবস্থায় সমীরকে স্থানীয় বাসিন্দারা বোলপুরে মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতির অবনতি হলে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, অনেক দিন ধরে খুনের চক্রান্ত করা হচ্ছিল। সরষের মধ্যেই ভূত রয়েছে।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার গাইঘাটায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি, অপমানে আত্মহত্যার চেষ্টা করে স্কুলছাত্রী। গাইঘাটা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের পিসি তৃণমূলের নেত্রী, থানায় গিয়ে টাকার টোপ দেন বলে নির্যাতিতার মায়ের অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের নেত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -