RG Kar News: সুপ্রিম-শুনানির আগের দিন আজ আর জি কর-মামলার জোড়া শুনানি

West Bengal News Today: আগামী শনিবার আর জি কর কাণ্ডের তিন মাস। তার আগে আজ ফের পথে চিকিৎসকরা। অভয়া মঞ্চের তরফে সন্ধেয় জ্বালাও আলো দ্রোহের আলো। ৯ তারিখ জনতার চার্জশিট কর্মসূচি।

ABP Ananda Last Updated: 04 Nov 2024 03:04 PM

প্রেক্ষাপট

কলকাতা: কলকাতার দুটি জায়গায় প্রতিবাদীদের মারধরের অভিযোগ উঠল। এলাকায় মদের আসর বসানোর প্রতিবাদ করায়, বাঘাযতীনে দুষ্কৃতী-তাণ্ডব। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, কসবার হালতুতে ক্লাব ও মণ্ডপে ভাঙচুর, বাধা দেওয়ায়...More

RG Kar News: আরজি কর ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু

আর জি কর মেডিক্যালে খুন-ধর্ষণ মামলায় চার্জ গঠন। ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু। ১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন চলবে শুনানি। অন্যদিকে আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি শেষ। ফের গভীর ষড়যন্ত্রের তত্ত্ব সিবিআইয়ের। 'শুধু আর জি কর নয়, একাধিক হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেছে মা তারা ট্রেডার্স। সিবিআই ধর্ষণ-খুনের মামলায় আর কাউকে গ্রেফতার করতে পারছে না। সেই কারণেই দুর্নীতির মামলায় ফাঁসানোর চেষ্টা করছে', দাবি মা তারা ট্রেডার্সের কর্ণধার, ধৃত বিপ্লব সিংহর আইনজীবীর