কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন পুরুলিয়া সৈনিক স্কুলের প্রাক্তনী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, কর্নেল, ব্রিগেডিয়ার, ক্যাপ্টেনরা।                                                               


কর্মজীবনে দেশের জন্য লড়েছেন। আর এবার আর জি কর-কাণ্ডের প্রতিবাদেও রাস্তায় নামলেন তাঁরা। একটা সময় দেশের নিরাপত্তার জন্য যাঁদের হাতে থাকত অস্ত্র। এখন তাঁদের হাতেই উঠল প্ল্যাকার্ড, গলায় স্লোগান। দাবি চিকিৎসককে ধর্ষণ-খুনের সুবিচার। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এদিন মিছিল করলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে We want justice লেখা প্ল্যাকার্ড।              


ভারতীয় নৌসেনার ক্যাপ্টেন তাপসকুমার সান্যাল (অবসরপ্রাপ্ত) বলেন, 'আমরা ভেবেছি, এই নাগরিক সমাজে আমাদেরও একটা দায়িত্ব আছে। এই যে মর্মান্তিক ঘটনার, য়ার প্রেক্ষিতে একটা প্রতিভাময়ী প্রাণ চলে গেল, আর এই যে সমাজ ব্যবস্থার অবণতি অবক্ষয় দেখলাম, তারপর আর চুপ করে থাকতে পারি না। সেইজন্য আমরা এই সিদ্ধান্তে এসেছি, আমরা এই মার্চ করে আর জি কর-এর আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়াব। উই ওয়ান্ট জাস্টিস।  দোষীদের সাজা হোক। এই বার্তাটাই সবাইকে দিতে চাই।


আরও পড়ুন, 'ফোনে কথা, কয়েক ঘণ্টার মধ্যে বহু গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট,' ষড়যন্ত্রে যুক্ত সন্দীপ ঘোষ-টালা থানার ওসি?


রাস্তায় নেমেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তার স্ত্রী। স্বামী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার। দুই ছেলেও রয়েছেন ডিফেন্সে। ৭৬ বছর বয়সি সেই মহিলাও এদিন লাঠি হাতে সামিল হয়েছিলেন প্রতিবাদ মিছিলে। তিনি বলেন, 'আমরা বাইরে থাকতে থাকতে ভেবেছিলাম বাঙালিদের শিরদাঁড়া চলে গেছে। এটা কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখে আমার বিশ্বাস এল, বাঙালির শিরদাঁড়া শক্ত আছে। তাই পুরোপুরি সমর্থন। এদের দেখে আমাদেরও মাথা খারাপ হয়ে যাচ্ছে যে, এতো স্ট্রং কী করে।' 


যাদবপুর থেকে গোলপার্ক, গড়িয়াহাট হয়ে দেশপ্রিয় পার্ক পর্যন্ত হয় এই প্রতিবাদ মিছিল।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে