RG Kar News Live Update: আরজি কাণ্ডে কলকাতার পুলিশ সুপারের গ্রেফতারি চান তৃণমূল সাংসদ

IMA Strike : আজ থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিল দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশন।

ABP Ananda Last Updated: 18 Aug 2024 01:10 AM
RG Kar News Live: আরজি কাণ্ডে কলকাতার পুলিশ সুপারের গ্রেফতারি চান তৃণমূল সাংসদ

আরজি কাণ্ডে কলকাতার পুলিশ সুপার বিনীত গোয়েলের গ্রেফতারি চান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। এই দাবিতে সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক পোস্ট তাঁর।

RG Kar News Live Update: নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল WBOA

নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। আর জি কর কাণ্ডে তাঁর অবস্থান কী? চিঠি পাঠিয়ে ৩০ দিনের মধ্যে জানতে চাইল WBOA।

RG Kar News Live: RG কর নিয়ে নয়া নির্দেশ কেন্দ্রের

আরজি কর হাসাপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে দেশের কোনও রাজ্য বা কেন্দ্রীয়শাসিত অঞ্চলে প্রতিবাদ বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার মতো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে তা জানানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।

RG Kar News Live Update: ১৩ ঘণ্টা পরে সিবিআইযের জেরা শেষ, বেরোলেন RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

১৩ ঘণ্টা পরে শেষ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইযের জেরা। বাইরে বেরোলেন RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

RG Kar News Live: এখনও জিজ্ঞাসাবাদ চলছে RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে

জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এখন জিজ্ঞাসাবাদ চলছে RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। 

RG Kar News Live: আরজি করে চিকিৎসক মৃত্যুর প্রতিবাদ, রাজপথে নাট্য ব্যক্তিত্বরা

আরজি করে চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে শনিবার সন্ধ্যায় কলকাতার রাজপথে মিছিল করলেন নাট্য ব্যক্তিত্বরা।

RG Kar News Live Update: আরজি করে চিকিৎসক মৃত্যুর জের, সিভিক ভলান্টিয়ারদের ওপর নজরদারির নির্দেশ লালবাজারের

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসক খুনের জেরে এবার সিভিক ভলান্টিয়ারদের ওপর নজরদারির নির্দেশ লালবাজারের। দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার।

RG Kar News Live: আরজি কর কাণ্ডে এবার ডায়েরি রহস্য

আরজি কর কাণ্ডে এবার ডায়েরি নিয়ে তৈরি হয়েছে রহস্য। মৃত চিকিৎসকের পাশ থেকে উদ্ধার হওয়া ছেঁড়া পাতা সহ ডায়েরি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ। যা নিয়ে কেন্দ্রীয় সংস্থার সন্দেহ প্রকাশ করেছে বলে সূত্রের খবর।

RG Kar News Live Update: "দায়িত্ব নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে", আরজি কর কাণ্ডে মুখ খুললেন মৃত চিকিৎসকের মা

এই ঘটনার দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শনিবার একথাই বললেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে খুন হওয়া চিকিৎসকের মা।

RG Kar News Live: জলপাইগুড়িতে আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের হেনস্থার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে

জলপাইগুড়িতে আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের হেনস্থার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। আটজনকে ডেকে নিয়ে গিয়ে পৌনে ২ ঘণ্টা বাদে থানা থেকে ছাড়া হয়।

RG Kar News Live Update: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থগিত ৪৩ জন চিকিৎসকের বদলি

দিনভর বিতর্কের পর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থগিত হয়ে গেল আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া ৪৩ জন চিকিৎসকের বদলির আদেশ। 

RG Kar News Live Update : হাসপাতালের নাইট শিফটে মহিলা চিকিৎসক ও নার্সদের নিরাপত্তায় জোর রাজ্য প্রশাসনের

আর জি কর কাণ্ডের জের, নাইট শিফটে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের। হাসপাতালে নাইট শিফটে কর্মরত মহিলাদের জন্য আলাদা রেস্ট রুম থাকবে। রাতের সাথী নামে অ্যাপ চালু করা হবে। নাইট শিফটে মহিলা চিকিৎসক, নার্সদের নিরাপত্তায় জোর।মেডিক্যাল কলেজ, হাসপাতালগুলিতে সিসি ক্যামেরার নজরদারি।

RG Kar News Live : ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের মাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

শনিবার বিকেলে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে গিয়ে আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের মাকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা

RG Kar News Live Update : ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের মাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের মাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।

RG Kar News Live Update : "একজন মহিলা মুখ্যমন্ত্রীই আরেকজন মহিলার যন্ত্রণার কথা উপলব্ধি করেন", RG কর কাণ্ডে মমতার পাশে অখিলেশ

 "RG কর হাসপাতালের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীই আরেকজন মহিলার যন্ত্রণার কথা উপলব্ধি করেন।" মন্তব্য অখিলেশ যাদবের।

RG Kar News Live: চিকিৎসক খুনে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বাড়িতে সিবিআই

কলকাতা শনিবার বিকেলে চিকিৎসক খুনে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়িতে গেলেন সিবিআইয়ের তদন্তকারীরা।

RG Kar News Live Update : RG কর কাণ্ডের প্রতিবাদে কলেজ স্কোয়ারে নাগরিক সমাজের মিছিলে উত্তেজনা, পুলিশের সঙ্গে তর্কাতর্কি

শনিবার বিকেলে RG কর কাণ্ডের প্রতিবাদে কলেজ স্কোয়ারে নাগরিক সমাজের মিছিলে উত্তেজনা ছড়াল। পুলিশের সঙ্গে তর্কাতর্কি মিছিলের যোগদানকারীদের।

RG Kar News Live Update : RG কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার আরও ৫

RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় শনিবার গ্রেফতার হল আরও ৫ জন। এর ফলে গ্রেফতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০-এ। নতুন গ্রেফতার হওয়া একজন পরিচয় লুকোতে চুল ছাঁটিয়ে ছিল বলে পুলিশ সূত্রে খবর।

RG Kar News Update : বাম-রামের বাংলা বিরোধী রাজনীতি রুখতে মমতার সঙ্গে অভিষেককেও চাই, পোস্ট কুণালের

আর জি কর কাণ্ডে বাম-রামের বাংলা বিরোধী রাজনীতি রুখতে মমতার সঙ্গে অভিষেককেও চাই। জল্পনা উস্কে পোস্ট কুণালের। ভুল শুধরে নেওয়ার বার্তা। কোনও দ্বন্দ্ব নেই, দাবি ফিরহাদের।

RG Kar News Live : মীনাক্ষী সহ SFI ও DYFI-এর ৭ নেতা-নেত্রীকে হাজিরার নির্দেশ লালবাজারের

আর জি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডে DYFI-এর রাজ্য সম্পাদককে তলব। মীনাক্ষী সহ SFI ও DYFI-এর ৭ নেতা-নেত্রীকে হাজিরার নির্দেশ লালবাজারের। গ্রেফতারির সংখ্যা বেড়ে ৩০।

RG Kar News Live : 'কিম জং উনের থেকেও এগিয়ে মমতা', সমালোচনা বিজেপির

'আন্দোলন সমর্থন করায় ৪৩ জন ডাক্তারকে বদলি করা হয়েছে... হামলাকারীদের না ধরে প্রতিবাদীদের আইনি চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ' বিস্ফোরক অভিযোগ বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার। আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিজেপির। বললেন, 'উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের থেকেও এগিয়ে মমতা'

RG Kar : হাসপাতালে ভাঙচুরকাণ্ডে DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব

আর জি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডে DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব। SFI ও DYFI-এর মোট ৭ নেতা-নেত্রীকে তলব

RG Kar Strike : এনআরএস মেডিক্যালেও চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি

IMA-র ডাকে এনআরএস মেডিক্যালেও চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে চলছে আন্দোলন। 

R G Kar News : দিল্লির বঙ্গভবনের সামনে এবিভিপি-র বিক্ষোভ

আর জি কর কাণ্ডের জেরে প্রতিবাদ দিল্লিতে, দিল্লির বঙ্গভবনের সামনে এবিভিপি-র বিক্ষোভ

RG Kar News Live : সিবিআইকে সময়সীমা বেঁধে দিয়ে ধর্নার ডাক মমতার

রবিবারের মধ্যে দোষীর ফাঁসি দিতে হবে। সিবিআইকে সময়সীমা বেঁধে দিয়ে ধর্নার ডাক মমতার।

RG Kar News Live : সেমিনার হলের পাশে তড়িঘড়ি কেন সংস্কার? প্রশ্নের মুখে সন্দীপ ঘোষ

কার থেকে প্রথমে ঘটনার কথা জানেন? কী পদক্ষেপ নিয়েছিলেন? সেমিনার হলের পাশে তড়িঘড়ি কেন সংস্কার? কেউ নির্দেশ দিয়েছিলেন? পরপর প্রশ্নের মুখে সন্দীপ ঘোষ, খবর সূত্রের।

RG Kar News Live : রাতের পর ফের সকালে সিজি-তে ডেকে জিজ্ঞাসাবাদ সন্দীপকে

সিবিআইয়ের নজরে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। রাতের পর ফের সকালে সিজি-তে ডেকে জিজ্ঞাসাবাদ।

আজ কেন আবার সিজিও-তে সন্দীপ?

সিজিও-তে পৌঁছলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সকাল ১০টা নাগাদ বেলেঘাটার বাড়ি থেকে বেরোন সন্দীপ ঘোষ। এদিন অ্যাপ ক্যাবে চড়ে পিছনের গেট দিয়ে CGO কমপ্লেক্সে ঢোকেন তিনি। গতকাল তদন্তকারীরা সহযোগিতা করেছেন, বিষয়টি বিচারাধীন, তাই বেশি কিছু বলব না। জানিয়েছেন RG কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। 

RG Kar News Live : শনিবার সিজিও-তে পৌঁছলেন সন্দীপ ঘোষ

সিজিও-তে পৌঁছলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

RG Kar News Live : শনিবার সিজিও-তে পৌঁছলেন সন্দীপ ঘোষ

সিজিও-তে পৌঁছলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

RG Kar News : মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় CBI-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ

RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় CBI-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গতকাল সন্দীপকে নাটকীয়ভাবে মাঝরাস্তা থেকে CGO কমপ্লেক্সে নিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। চলে দীর্ঘ জিজ্ঞাসাবাদ।

RG Kar Issue : CBI-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় CBI-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গতকাল সন্দীপকে নাটকীয়ভাবে মাঝরাস্তা থেকে CGO কমপ্লেক্সে নিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

RG Kar News Update : মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক IMA র

RG কর মেডিক্য়ালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন, ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশন। এর পাশাপাশি, কর্মস্থলে মহিলা চিকিৎসক ও স্বাস্থ্য়কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সুরক্ষা আইনের দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে দিল্লি AIIMS-র ফ্য়াকাল্টি

প্রেক্ষাপট

কলকাতা : আরজি কাণ্ডে কলকাতার পুলিশ সুপার বিনীত গোয়েলের গ্রেফতারি চান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। এই দাবিতে সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক পোস্ট তাঁর।


নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। আর জি কর কাণ্ডে তাঁর অবস্থান কী? চিঠি পাঠিয়ে ৩০ দিনের মধ্যে জানতে চাইল WBOA।


আরজি কর হাসাপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে দেশের কোনও রাজ্য বা কেন্দ্রীয়শাসিত অঞ্চলে প্রতিবাদ বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার মতো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে তা জানানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।


১৩ ঘণ্টা পরে সিবিআইযের জেরা শেষ। বেরোলেন RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।


জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এখন জিজ্ঞাসাবাদ চলছে RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। 


আরজি করে চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে শনিবার সন্ধ্যায় কলকাতার রাজপথে মিছিল করলেন নাট্য ব্যক্তিত্বরা।


আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসক খুনের জেরে এবার সিভিক ভলান্টিয়ারদের ওপর নজরদারির নির্দেশ লালবাজারের। দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার।


আরজি কর কাণ্ডে এবার ডায়েরি নিয়ে তৈরি হয়েছে রহস্য। মৃত চিকিৎসকের পাশ থেকে উদ্ধার হওয়া ছেঁড়া পাতা সহ ডায়েরি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ। যা নিয়ে কেন্দ্রীয় সংস্থার সন্দেহ প্রকাশ করেছে বলে সূত্রের খবর।


এই ঘটনার দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শনিবার একথাই বললেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে খুন হওয়া চিকিৎসকের মা।


জলপাইগুড়িতে আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের হেনস্থার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। আটজনকে ডেকে নিয়ে গিয়ে পৌনে ২ ঘণ্টা বাদে থানা থেকে ছাড়া হয়।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থগিত হয়ে গেল ৪৩ জন চিকিৎসকের বদলি। 


হাসপাতালের নাইট শিফটে কতর্ব্যরত মহিলা চিকিৎসক ও নার্সদের নিরাপত্তায় জোর রাজ্য প্রশাসনের।


আরজি হাসপাতালে হামলার পিছনে কারা? সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলে পোস্ট শুভেন্দু অধিকারীর।


কলকাতা শনিবার বিকেলে চিকিৎসক খুনে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়িতে গেলেন সিবিআইয়ের তদন্তকারীরা।


RG কর কাণ্ডের প্রতিবাদে কলেজ স্কোয়ারে নাগরিক সমাজের মিছিলে উত্তেজনা ছড়াল। পুলিশের সঙ্গে তর্কাতর্কি মিছিলের যোগদানকারীদের।


 RG কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় শনিবার গ্রেফতার হল আরও ৫ জন। এর ফলে গ্রেফতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০-এ। নতুন গ্রেফতার হওয়া একজন পরিচয় লুকোতে চুল ছাঁটিয়ে ছিল বলে পুলিশ সূত্রে খবর।


আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের এক সপ্তাহ। এই অভিশপ্ত দিন যেন কারও না আসে। এবিপি আনন্দে বললেন নিহত চিকিৎসকের মা। পুলিশ ব্যাগ থেকে মেয়ের রিপোর্ট বের করে দেখিয়ে বলে আপনার মেয়ে অসুস্থ, ওষুধ খায়, এবিপি আনন্দে দাবি সদ্য মেয়ে হারানো মায়ের। মুখ্যমন্ত্রীকে বলেছি সঞ্জয় আসল দোষী নয়, ভিতরের কেউ নিশ্চয়ই এর মধ্যে আছে, এবিপি আনন্দ-কে বললেন নিহত চিকিৎসকের মা।    



  • আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অমিত শাহকে চিঠি সুখেন্দুশেখরের। নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবি তৃণমূল সাংসদের। নারী নির্যাতনের অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে আইনি সংস্থানের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সশস্ত্র নারী সুরক্ষা বাহিনীও গড়ার দাবি সুখেন্দুশেখর রায়ের । 

  • হাসপাতাল বন্ধ করে দেওয়াই ভালো। আরজি কর মামলার শুনানিতে মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। ১০০ জনের জমায়েত জানতে পারে, ৭ হাজার জনের কথা কেন জানতে পারল না পুলিশ? পুলিশই যদি মার খায়, তাহলে আইন-শৃঙ্খলার কী হবে? প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। সরকারের হলফনামা চাইল আদালত। 

  • DYFI-এর ফ্ল্য়াগ নিয়ে, R G কর মেডিক্য়ালে হামলা চালিয়েছে সিপিএম, আর জাতীয় পতাকা নিয়ে হামলা চালিয়েছে বিজেপি।
    গতকাল এমনই অভিযোগ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যদিও, পুলিশ কমিশনার আজকের সাংবাদিক বৈঠকে, ধৃতদের কোনও রাজনৈতিক পরিচয় জানাননি। এদিকে, তাণ্ডবের ঘটনায় যুক্ত থাকার কথা পুরোপুরি অস্বীকার করেছে বামেরা। পাল্টা, তৃণমূলের দিকেই হামলার দায় ঠেলেছে বিজেপি।  



 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.