RG Kar News Live Update: RG Kar কাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের হুমকি তৃণমূল সাংসদের

RG Kar Case Investigation: আরজি করের ঘটনা নিয়ে রাখা বক্তব্যের জন্য ২ চিকিৎসককে তলব করেছে কলকাতা পুলিশ। তার প্রতিবাদে রাস্তায় নামার সিদ্ধান্ত ডাক্তারদের মঞ্চের

ABP Ananda Last Updated: 19 Aug 2024 11:38 PM
RG Kar News Live Update: দিল্লিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস

দিল্লির বঙ্গ ভবনে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।রাজভবন সূত্রে খবর, আরজিকর কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আলোচনা করার জন্য দিল্লির গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ। 

RG Kar Doctor's Death Protest Live Update: RG Kar কাণ্ডের প্রতিবাদ মিছিলে হাঁটার পরদিনই ডাক্তার পেটালেন তৃণমূল নেতা

আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হাঁটার পরদিনই ডাক্তার পেটালেন তৃণমূল নেতা! মন্ত্রীর সঙ্গে মিছিলে হাঁটার পরদিনই হরিশ্চন্দ্রপুর হাসপাতালে হামলা শাসক নেতার। 'রোগীর সম্পর্কে খোঁজ নিতে গিয়ে নার্সকে গালিগালাজ', প্রতিবাদ করলে ডাক্তারকেও মারধরের অভিযোগ তৃণমূল নেতা অবিনাশ দাসের বিরুদ্ধে। নিরাপত্তাহীনতায় ভুগছেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

RG Kar News Live Update: আর জি কর-কাণ্ডে এবার লালবাজারে সিবিআই

আর জি কর-কাণ্ডে এবার লালবাজারে সিবিআই। তদন্ত শুরুর পরে প্রথমবার লালবাজারে সিবিআই। পুলিশের তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলবে সিবিআই: সূত্র । 
 

RG Kar Doctor's Death Protest Live Update: 'বেসরকারি হাসপাতালকে লাভবান করতেই কি চিকিৎসকদের কর্মবিরতি?'

সরকারি হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন, চক্রান্ত দেখছেন জয়প্রকাশ। আন্দোলনের নেপথ্যে বেসরকারি হাসপাতালের সঙ্গে আঁতাঁতের সন্দেহ। 'বেসরকারি হাসপাতালকে লাভবান করতেই কি চিকিৎসকদের কর্মবিরতি?', তাহলে কি এর মধ্যে কিছু ষড়যন্ত্র আছে? প্রশ্ন জয়প্রকাশ মজুমদারের। 

RG Kar News Live Update: আর কর কাণ্ডের প্রতিবাদ, মদনের মনে সিপিএমের 'শেষ সময়'

আর কর কাণ্ডের প্রতিবাদ, মদনের মনে সিপিএমের 'শেষ সময়', 'এই আন্দোলন দেখে সিঙ্গুর-নন্দীগ্রামের কথা মনে পড়ছে', সরকার বদলের প্রয়োজন হলে ছাব্বিশের নির্বাচন আছে: মদন মিত্র । 

RG Kar Doctor's Death Protest Live Update: RG Kar কাণ্ডে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য আদালতে আবেদন সিবিআইয়ের

RG Kar কাণ্ডে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য আদালতে আবেদন সিবিআইয়ের। তথ্য গোপন করছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, সন্দেহ সিবিআইয়ের। ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদা কোর্টে আবেদন। 

RG Kar News Live Update: প্রায় ৯ ঘণ্টা, এখনও সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ

প্রায় ৯ ঘণ্টা, এখনও সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ। টানা ৪দিন, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সকাল সাড়ে ১০টা থেকে সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। আর জি কর মেডিক্যালের ট্রমা সেন্টারে গেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

RG Kar Doctor's Death Protest Live Update: সরকারি হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন, চক্রান্ত দেখছেন জয়প্রকাশ

সরকারি হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন, চক্রান্ত দেখছেন জয়প্রকাশ। আন্দোলনের নেপথ্যে বেসরকারি হাসপাতালের সঙ্গে আঁতাঁতের সন্দেহ। 'বেসরকারি হাসপাতালকে লাভবান করতেই কি চিকিৎসকদের কর্মবিরতি?', তাহলে কি এর মধ্যে কিছু ষড়যন্ত্র আছে? প্রশ্ন জয়প্রকাশ মজুমদারের। 

RG Kar News Live Update: মন্ত্রী উদয়নের পর এবার সাংসদ অরূপ, আন্দোলনকারীদের হুমকি!

মন্ত্রী উদয়নের পর এবার সাংসদ অরূপ, আন্দোলনকারীদের হুমকি! আর জি কর-কাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের এবার তৃণমূল সাংসদের হুমকি! 'অবরোধের নামে কেউ পুরুষ-বন্ধু নিয়ে ঘুরতে তৈরি হবে জনরোষ। অবরোধের নামে হাসপাতাল ঘিরবে গ্রামবাসীরা, তৃণমূল তখন বাঁচাতে যাবে না'
,আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর

RG Kar Doctor's Death Protest Live Update: প্রায় ৯ ঘণ্টা, এখনও সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ

প্রায় ৯ ঘণ্টা, এখনও সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ। টানা ৪দিন, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সকাল সাড়ে ১০টা থেকে সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ।  আর জি কর মেডিক্যালের ট্রমা সেন্টারে গেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

RG Kar News Live Update: আর জি কর-কাণ্ডে এবার লালবাজারে CBI


আর জি কর-কাণ্ডে এবার লালবাজারে সিবিআই, তদন্ত শুরুর পরে প্রথমবার লালবাজারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

RG Kar Doctor's Death Protest Live Update: 'রাখিবন্ধন হোক চিরস্থায়ী, তিলোত্তমার বিচার চাই'

আরজি করের প্রতিবাদে এবং নারী সুরক্ষা ও নিরাপত্তাকে সুদৃঢ় করতে অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদের লড়াই ও সুসম্পর্কগুলিকে আরও বেঁধে রাখতে সোমবার রাখিবন্ধন কর্মসূচী পালন করলেন বর্ধমান মেডিকেলের জুনিয়র চিকিৎসকেরা। 'রাখিবন্ধন হোক চিরস্থায়ী, তিলোত্তমার বিচার চাই', রোগীর আত্মীয় ও পরিজনদের হাতে কালো ফিতের রাখি পরিয়ে একসাথে চলার ও পাশে থাকার জন্য বার্তা দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।

RG Kar News Live Update:পরপর ৪ দিন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

পরপর ৪ দিন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। আর জি করকাণ্ডে সকাল সাড়ে দশটা থেকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

RG Kar Doctor's Death Protest Live Update: আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হাঁটার পরদিনই ডাক্তার পেটালেন তৃণমূল নেতা

আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হাঁটার পরদিনই ডাক্তার পেটালেন তৃণমূল নেতা! মন্ত্রীর সঙ্গে মিছিলে হাঁটার পরদিনই হরিশ্চন্দ্রপুর হাসপাতালে হামলা শাসক নেতার। 'রোগীর সম্পর্কে খোঁজ নিতে গিয়ে নার্সকে গালিগালাজ', প্রতিবাদ করলে ডাক্তারকেও মারধরের অভিযোগ তৃণমূল নেতা অবিনাশ দাসের বিরুদ্ধে। নিরাপত্তাহীনতায় ভুগছেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘৃণ্য ঘটনা, পুলিশ ব্যবস্থা নেবে, অস্বস্তি ঢাকতে প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। 

RG Kar Case Live Update: RG Kar কাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের হুমকি তৃণমূল সাংসদের

আর জি কর মেডিক্যালকাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের হুমকি তৃণমূল সাংসদের! 'অবরোধের নামে কেউ পুরুষ-বন্ধু নিয়ে ঘুরতে গেলে এবার জনরোষ তৈরি হবে। অবরোধের নামে হাসপাতাল ঘিরবে গ্রামবাসীরা, তৃণমূল তখন বাঁচাতে যাবে না', হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। 

RG Kar Doctor's Death Protest Live Update: লালবাজার থেকে বেরোলেন চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী


২ চিকিৎসককে সমন পাঠিয়েও চাপের মুখে ঢোঁক গিলল পুলিশ। এক ঘণ্টার মধ্যেই লালবাজার থেকে বেরোলেন চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী। সমন খারিজ করেছে পুলিশ, দাবি চিকিৎসক সুবর্ণ গোস্বামীর। চিকিৎসকদের হেনস্থা মানব না, কড়া বার্তা চিকিৎসক সুবর্ণ গোস্বামীর। 

RG Kar Case Live Update: দিল্লির পথে রাজ্যপাল

রাজভবন সূত্রে খবর, আরজিকর কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আলোচনা করার জন্য দিল্লির পথে রওনা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ। 

RG Kar Doctor's Death Protest Live Update: চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীকে তলব লালবাজারের

চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীকে তলব লালবাজারের। খবর পেয়েছি চিকিৎসক রাজা ধরকে তলব করা হয়েছে, জানালেন চিকিৎসক মানস গুমটা। ৩ চিকিৎসককে নিয়ে মিছিল করে লালবাজার যাচ্ছেন চিকিৎসকরা। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে যাবেন চিকিৎসকরা। এই চিকিৎসকদের বিরুদ্ধে নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগ । 

RG Kar Case Live Update: চিকিৎসকদের মিছিল আটকাল পুলিশ

চিকিৎসকদের মিছিল আটকাল পুলিশ।

RG Kar Case Live Update: চিকিৎসকদের মিছিল আটকাল পুলিশ

চিকিৎসকদের মিছিল আটকাল পুলিশ।

RG Kar Case Live Update: চিকিৎসকদের মিছিল আটকাল পুলিশ

চিকিৎসকদের মিছিল আটকাল পুলিশ।

RG Kar Live News Update: আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে হাইকোর্টে তুমুল বচসা

আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে হাইকোর্টে তুমুল বচসা। তুমুল বচসা দুই আইনজীবীর মধ্যে। বচসায় জড়িয়ে পড়লেন আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম নেতা ও আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। 

RG Kar Case Live Update: চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীকে তলব লালবাজারের

চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীকে তলব লালবাজারের। ২ চিকিৎসককে নিয়ে মিছিল করে লালবাজার যাচ্ছেন চিকিৎসকরা। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে যাবেন চিকিৎসকরা। এই চিকিৎসকদের বিরুদ্ধে নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগ।

RG Kar Live News Update: শনিবার প্রতিবাদ মিছিলে হাঁটা তৃণমূল নেতাই পরের দিন হাসপাতালে গিয়ে পেটালেন চিকিৎসককে

আর জি কর মেডিক্যালকাণ্ডের প্রতিবাদে শনিবার মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে মিছিলে হাঁটা তৃণমূল নেতাই পরের দিন হাসপাতালে গিয়ে পেটালেন চিকিৎসককে। নার্সদের গালিগালাজ ও খুনের হুমকিও দেন বলে অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ঘটনা।

RG Kar Case Live Update: চিকিৎসক কুণাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে নিয়ে মিছিল ডাক্তারদের

আরজি করে নির্যাতিত চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগে চিকিৎসক কুণাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে তলব লালবাজারে। তাঁদের নিয়ে লালবাজারে মিছিল করে যাচ্ছেন চিকিৎসকরা। 

RG Kar Live News Update: আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে পথে নামলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা

আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে পথে নামলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। পথে নেমে প্রতিবাদ করেছেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও 

RG Kar Case Live Update: ঘটনার দিন আরজি কর হাসপাতালে তিনবার এসেছিল ধৃত সঞ্জয় রায়

ঘটনার দিন আরজি কর হাসপাতালে তিনবার এসেছিল সঞ্জয় রায়। তার সঙ্গে ছিল আরও এক সিভিক ভলান্টিয়ার।

RG Kar Live News Update: আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে এবার মহিলাদের কেশসজ্জা নিয়ে কটাক্ষ তৃণমূলের মন্ত্রীর

আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে এবার মহিলাদের কেশসজ্জা নিয়ে কটাক্ষ তৃণমূলের মন্ত্রীর। 'যাঁদের বয় কাট চুল বা যাঁরা চুল স্ট্রেট করেন, তাঁরা মদের বিরুদ্ধে প্রতিবাদ করেন না। তাঁরা মদ খান না, তাঁরা ড্রিঙ্ক করেন', মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। মহিলাদের জিন্স পরা নিয়েও কটাক্ষ উদয়নের। বাংলাদেশ প্রসঙ্গ টেনেও আন্দোলনকারীদের হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। 'হাসিনাকে দেখে যাঁদের মুখে হাসি ফুটেছে, তা কী করে বন্ধ করতে হয়, তৃণমূল জানে, এই কথা মাথায় রেখে সাবধানে আন্দোলন এগিয়ে নিয়েও যাও, কিন্তু নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে, তা প্রতিহত করার রাস্তা জানা আছে', হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।

RG Kar Case Live Update: আরজি কর কাণ্ডে আন্দোলনের মঞ্চে প্রবীণ চিকিৎসকরা

আরজি কর কাণ্ডে আন্দোলনের মঞ্চে প্রবীণ চিকিৎসকরা

RG Kar Live News Update: ফুটবল সমর্থকদের বিক্ষোভে পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি

গতকালের ডার্বি ম্যাচে পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিলেন প্রধান বিচারপতি।
গতকাল মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ বাতিলের জেরে সমর্থকদের বিক্ষোভ ঘিরে তুলকালাম। তিন দলের সমর্থকদের প্রতিবাদ ঠেকাতে লাঠি চালায় পুলিশ। পুলিশ নেই বলে ম্যাচ বাতিল, সমর্থকদের ঠেকাতে এত পুলিশ কোথা থেকে, গতকালই ওঠে এই প্রশ্ন।

RG Kar Case Live Update: সিবিআই দফতরে কুণাল ঘোষ

সিবিআই দফতরে কুণাল ঘোষ

RG Kar Live News Update: গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়

গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। আরজি কাণ্ড নিয়ে করা তাঁর পোস্টের পরেই তাঁকে তলব করে লালবাজার। 

RG Kar Case Live Update: ঘটনার দিন ডেটা কল সন্দীপের ফোনে?

বারবার বয়ান বদল সন্দীপ ঘোষের? ঘটনার দিন ডেটা কল সন্দীপের ফোনে? সেই ডেটা মুছেও ফেলেছেন তিনি?

RG Kar Live News Update: আজ ফের CBI দফতরে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

আজ ফের CBI দফতরে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

RG Kar Case Live Update: কলকাতার পুলিশ কমিশনারকেও সিবিআই তদন্তের আওতায় আনার দাবি আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের

কলকাতার পুলিশ কমিশনারকেও সিবিআই তদন্তের আওতায় আনার দাবি আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের

RG Kar Live News Update: আরজি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে তোলপাড় গোটা দেশ

আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে তোলপাড় গোটা দেশ। বিচারের দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে নেমেছে দেশের চিকিৎসক সংগঠনগুলিও। বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্য়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এরই মধ্যে এবার দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করেছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে দাবি, আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ্য়ে আনা ও গুজব ছড়ানোর অভিযোগে তাঁদের তলব করা হয়েছে। আর জি করকাণ্ড নিয়ে সোশাল মিডিয়ায় ধারাবাহিকভাবে সরব চিকিৎসক কুণাল সরকার।

RG Kar Case Live Update: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বীরভূমের রামপুরহাটে মিছিল স্টুডেন্ট ইউনিয়নের

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বীরভূমের রামপুরহাটে মিছিল স্টুডেন্ট ইউনিয়নের। বিচারের দাবিতে একজোট হল ছাত্রছাত্রীরা।

RG Kar Live News Update: মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলেই সত্য সামনে আসবে: দিলীপ ঘোষ

'মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলেই সত্য সামনে আসবে, সেই দিনটা আসতে চলেছে', বলছেন দিলীপ ঘোষ। কলকাতা পুলিশ কমিশনারকেও সিবিআইয়ের তলব করা উচিত বলে দাবি তাঁর।

RG Kar Case Live Update: মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানোর চেষ্টা হলে হাত মুচড়ে দেওয়ার নিদান সাংসদের

মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানোর চেষ্টা হলে হাত মুচড়ে দেওয়ার নিদান সাংসদের, আন্দোলনকারী চিকিৎসকদের জনরোষের মুখে পড়ার সম্ভাবনার কথা সাংসদের মুখে, বিরোধীদের মদত দেওয়ার অভিযোগ তুলে হুঁশিয়ারি পুলিশদের একাংশকেও

RG Kar Live News Update: যেখানে পুলিশ নেই বলে ম্য়াচ বাতিল, সেখানে প্রতিবাদ ঠেকাতে এত পুলিশ কীভাবে? গতকালের ঘটনার পর উঠছে প্রশ্ন

আর জি কর মেডিক্য়াল-কাণ্ডে বিচার চেয়ে বাইপাশে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডান সমর্থকদের জমায়েত। ছত্রভঙ্গ করতে লাঠি চালাল পুলিশ। আর জি কর মেডিক্য়ালে হামলার রাতে পুলিশের এই তৎপরতা কোথায় ছিল? গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনের মতো, ১৪ অগাস্ট রাতে কেন সুরক্ষিত রাখা হয়নি আর জি কর হাসপাতালকে? যেখানে পুলিশ নেই বলে ম্য়াচ বাতিল করা হল, সেখানে সমর্থকদের প্রতিবাদ ঠেকাতে এত পুলিশ এল কোথা থেকে? উঠছে এমনই একাধিক প্রশ্ন।

RG Kar Case Live Update: রবিবার ১৪ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সন্দীপ ঘোষ

পরপর তিন দিন। আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে সিবিআইয়ের ম্যারাথন  জিজ্ঞাসাবাদ। রবিবার ১৪ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সন্দীপ ঘোষ।

RG Kar Live News Update: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে সময় চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

আর জি কর কাণ্ডে তোলপাড়ের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে সময় চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কেন বাংলার রাজ্যপালের? ভারী রহস্যময় বলে পোস্ট কুণালের।

RG Kar Case Live Update: আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে মঙ্গলবার শুনানি।

RG Kar Live News Update: আর জি কর-কাণ্ডের বিচার চাইতে এবার পথে হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চিকিৎসক রাধাগোবিন্দ করের পরিবারের সদস্যরা

আর জি কর-কাণ্ডের বিচার চাইতে এবার পথে নামলেন আর জি কর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চিকিৎসক রাধাগোবিন্দ করের পরিবারের সদস্যরা। সুবিচার না মেলা পর্যন্ত প্রতিবাদ চলবে বলে দাবি কর-পরিবারের সদস্যদের।

RG Kar Live Update: রবিবার বৃষ্টি মাথায় নিয়েই বাইপাস দখল ময়দানের তিন প্রধানের সমর্থকদের

ডার্বি না হলেও, চলল প্রতিবাদ। বৃষ্টি মাথায় নিয়েই বাইপাস দখল করল ময়দানের তিন প্রধানের সমর্থকরা। মুহুর্মুহু উঠল স্লোগান। যাদবপুরে রাস্তায় ফুটবল খেলে প্রতীকী প্রতিবাদ।

প্রেক্ষাপট

RG কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে (RG Kar Hospital Doctor Death Case) উত্তাল হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। দেশ ছাড়িয়ে প্রতিবাদের ঝড় উঠেছে বিদেশেও। রবিবারও বিক্ষোভ হয়েছে কলকাতা শহর সহ গোটা রাজ্যে। সাধারণ মানুষ থেকে তারকারা পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসকরা


রবিবাসরীয় বিকাল সাক্ষী থেকেছে এক বিরাট প্রতিবাদের। যেখানে একসঙ্গে, একজোট বেঁধে আর জি করের নির্যাতিতার হয়ে ন্যায়বিচার (RG Kar Protest) হয়ে গর্জে উঠেছিলেন কলকাতার তিন প্রধানের সমর্থকরা। সেই প্রতিবাদ থামাতে বিকেলে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। প্রতিবাদ জানিয়ে কয়েকজনকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে নেওয়া সম্ভব হলেও, জনা ছয়েক সমর্থক আটক ছিলেন। সেই সমর্থকদের ছাড়াতে রাতেই লালবাজারে উপস্থিত হয়েছিলেন কল্যাণ চৌবে 


আরজি কর কাণ্ডে CBI-এর নজরে ফোন রেকর্ড। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সিবিআইয়ের স্ক্যানারে আরজি কর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ফোন রেকর্ড। সূত্রের খবর, সন্দীপ ঘোষের ফোন রেকর্ড খতিয়ে দেখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও সূত্রের খবর, RG কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগের ভিত্তিতেও চলবে জিজ্ঞাসাবাদ।


আর জি কর কাণ্ডে পুলিশ কমিশনারের গ্রেফতারি দাবি সুখেন্দুশেখর রায়ের। তীব্র আপত্তি জানিয়ে পাল্টা পোস্ট কুণাল ঘোষের। তারপরেই তৃণমল সাংসদকে তলব করল কলকাতা পুলিশ। রবিবার বিকেলেই লালবাজারে হাজিরার নির্দেশ। আরজি কর কাণ্ডে সিপি-র গ্রেফতারি দাবি করেছিলেন সুখেন্দুশেখর রায়। লিখেছিলেন, 'সন্দীপ ঘোষ ও সিপি-কে গ্রেফতার করে জেরা করুক সিবিআই'। গতকাল গভীর রাতে সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন তৃণমূল সাংসদ।


স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা যাঁরা দিয়ে থাকেন, তাঁদের উপর হামলার প্রতিরোধের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করল চিকিৎসকের সংগঠন IMA. তাঁদের দাবি, এই ধরনের ঘটনা রোখার জন্য কেন্দ্রীয় আইন আনা হোক। এর সঙ্গেই হাসপাতাগুলিকে সেফ জ়োন বলে ঘোষণা করে প্রয়োজনীয় নিরাপত্তা বলয় তৈরি করার দাবি করেছেন সম্প্রতি আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় হয়েছে দেশ। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে এই ঘটনায়। এর পরপরই ওই হাসপাতালেই রাতে ব্য়াপক ভাঙচুর-তাণ্ডবের ঘটনা ঘটেছে। তা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। এই ২ ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের এই সংগঠনের তরফে এমন দাবি করা হয়েছে ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.