RG Kar News Live:দাবি মানা না হলে আলোচনা নয়, ফের বুঝিয়ে দিলেন আন্দোলনকারীরা

RG Kar News Live : লালবাজারের পর স্বাস্থ্য ভবনের সামনে রাতভর ধর্না জুনিয়র চিকিৎসকদের। সামিল নিহত চিকিৎসকের পরিবার।

ABP Ananda Last Updated: 11 Sep 2024 11:31 PM
RG Kar News: সঞ্জয় রায়কে ফের প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করল সিবিআই

চিকিৎসককে ধর্ষণ-খুনে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ফের প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করল সিবিআই। 

RG Kar Update: আর জি কর-কাণ্ডে তলবে সিবিআইয়ের কাছে ডিসি ডিডি স্পেশাল

সিবিআই তলব, সিজিও কমপ্লেক্সে ডিসি ডিডি স্পেশাল। আর জি কর-কাণ্ডে তলবে সিবিআইয়ের কাছে ডিসি ডিডি স্পেশাল। সিজিও কমপ্লেক্সে গেলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ-ও। বেরোলেন প্রায় ১ ঘণ্টা পর। 

RG Kar News: স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা, সমর্থন জানিয়ে তাঁদের জন্য জল-খাবার নিয়ে গেলেন বহু সাধারণ মানুষ

দেড় দিন পার, স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা। সমর্থন জানিয়ে তাঁদের জন্য জল-খাবার নিয়ে গেলেন বহু সাধারণ মানুষ। 

RG Kar News: স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার ৩১ ঘণ্টা পার, অনড় জুনিয়র ডাক্তাররা

স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার ৩১ ঘণ্টা পার, অনড় জুনিয়র ডাক্তাররা। দাবি মানা না হলে আলোচনা নয়, ফের বুঝিয়ে দিলেন আন্দোলনকারীরা। বিচারের দাবিতে টানা আন্দোলন, সরকার-আন্দোলনকারী স্নায়ুর লড়াই। 

West Bengal News Live Updates: দাবি মানা না হলে আলোচনা নয়, ফের বুঝিয়ে দিলেন আন্দোলনকারীরা

দাবি মানা না হলে আলোচনা নয়, ফের বুঝিয়ে দিলেন আন্দোলনকারীরা

RG Kar Update: এবার জুনিয়র চিকিৎসকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে

এবার জুনিয়র চিকিৎসকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। অভিযোগের আঙুল উঠেছে মৃত রোগিণীর পরিবারের দিকে। ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন সরকারি হাসপাতালে। প্রশ্নে পুলিশের ভূমিকা। 

West Bengal News Live Updates: রেলের লোকো-পাইলটদের তৎপরতায় হাতির দলের সাথে সংঘর্ষ এড়ালো প্যাসেঞ্জার ট্রেন

রেলের লোকো-পাইলটদের তৎপরতায় হাতির দলের সাথে সংঘর্ষ এড়ালো প্যাসেঞ্জার ট্রেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত রেলের হাসিমারা--মাদারিহাট স্টেশনের মাঝের ঘটনা। জানা গিয়েছে, রেলের কিমি ১৩০/৩ স্থানে জলদাপাড়া জাতীয় উদ্যান ভেদ করে যাওয়া ডাউন ধুবড়ি-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের সামনেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। 

RG Kar Update: এবার কাজে ফিরুক জুনিয়র ডাক্তাররা, আশা করব ইতিবাচক সাড়া মিলবে: মুখ্যসচিব

জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছিলাম। আমরা কী কী কাজ করছি, তা বলা উদ্দেশ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও ইতিবাচক সাড়া মেলেনি। আলোচনার জন্য আমরা অপেক্ষা করছিলাম, জানিয়েছেন মুখ্যসচিব। এর পাশাপাশি তিনি আরও বলেছেন, কোনও শর্ত দিয়ে আলোচনা করা যায় না। সেরকম কোনও সাড়া না মেলায় আজ বৈঠক হল না। এবার কাজে ফিরুক জুনিয়র ডাক্তাররা, আশা করব ইতিবাচক সাড়া মিলবে। আশা করব সুপ্রিম কোর্টের নির্দেশ ওরা মানবে, বলেছেন মুখ্যসচিব। 

RG Kar Incident: জেগে উঠেছে বাংলা, বিচার পেতেই হবে, মন্তব্য মিঠুন চক্রবর্তীর

জেগে উঠেছে বাংলা, বিচার পেতেই হবে। সিমলা স্ট্রিটে বিবেক জাগরণ যাত্রায় অংশ নিয়ে মন্তব্য মিঠুন চক্রবর্তীর।

RG Kar Update: একদিন পার, স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা

একদিন পার, স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা। একজন জুনিয়র চিকিৎসককেও সাসপেন্ড করা হলে ওপিডি তুলে নেবে সিনিয়ররা। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যা করার করতেই হবে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Updates: থ্রেট কালচারের অভিযোগে বহিষ্কারের পরে হঠাৎ কমল শাস্তি

থ্রেট কালচারের অভিযোগে বহিষ্কারের পরে হঠাৎ কমল শাস্তি। পুরোপুরি বহিষ্কার নয়, একটি সিমেস্টার থেকে বহিষ্কারের সিদ্ধান্ত। একটি সিমেস্টার থেকে বহিষ্কার, থাকা যাবে না হস্টেলেও। উত্তরবঙ্গ মেডিক্যালের কাউন্সিল বৈঠকে শাস্তি কমল ৫ ছাত্র-ছাত্রীর। 

RG Kar Update: বৈঠকে যেতে রাজ্য সরকারকে ৪ শর্ত জুনিয়র ডাক্তারদের

বিচারের দাবিতে টানা আন্দোলন, সরকার-আন্দোলনকারী স্নায়ুর লড়াই। আলোচনা চেয়ে সরকারের বার্তা, পাল্টা শর্ত জুনিয়র ডাক্তারদের। মুখ্যসচিবের চিঠির পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের। বৈঠকে যেতে রাজ্য সরকারকে ৪ শর্ত জুনিয়র ডাক্তারদের। 


শর্ত ১: নবান্নের বৈঠকে অন্তত ৩০জন প্রতিনিধিকে যেতে দিতে হবে 
শর্ত ২: পুরো বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে 
শর্ত ৩: শুধু ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে
শর্ত ৪: পুরো বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে

RG Kar News: স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা, পাশে সিনিয়ররা

স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা, পাশে সিনিয়ররা। রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবনের দিকে মিছিল সিনিয়র চিকিৎসকদের। 

West Bengal News Live Updates: নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরা! চিঠির পেয়েই নড়ে বসল পুলিশ

নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরা! চিঠির পেয়েই নড়ে বসল পুলিশ। বিচারক আবাসনে চড়াও, ডায়মন্ড হারবার থেকে ১ অভিযুক্ত আটক। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শোকজ করা হয়েছে অভিযুক্ত পুলিশ অফিসারকে। নিরাপত্তা বাড়ানো হয়েছে বিচারকদের আবাসনের, জানানো হয়েছে ডায়মন্ড হারবার পুলিশের তরফে। 

RG Kar News: আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দেশদ্রোহী বললেন তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্য়ায়

আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দেশদ্রোহী বললেন তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্য়ায়। বসিরহাটে একটি পথসভায় এই মন্তব্য করেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তাঁর দাবি জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি, তাই তাঁরা দেশদ্রোহী। 

RG Kar Update: আলোচনা চেয়ে সরকারের বার্তা, পাল্টা শর্ত জুনিয়র ডাক্তারদের

আলোচনা চেয়ে সরকারের বার্তা, পাল্টা শর্ত জুনিয়র ডাক্তারদের। মুখ্যসচিবের চিঠির পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের। বৈঠকে যেতে রাজ্য সরকারকে ৪ শর্ত জুনিয়র ডাক্তারদের। 


শর্ত ১: নবান্নের বৈঠকে অন্তত ৩০জন প্রতিনিধিকে যেতে দিতে হবে 
শর্ত ২: পুরো বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে 
শর্ত ৩: শুধু ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে
শর্ত ৪: পুরো বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে 

RG Kar Protest: শেষমুহূর্তে পিছিয়ে গেল নবান্নে স্বাস্থ্য বৈঠক

শেষমুহূর্তে পিছিয়ে গেল নবান্নে স্বাস্থ্য বৈঠক। স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কালকের বৈঠক স্থগিত। মেডিক্যাল কলেজ, সিএমওএইচদের সঙ্গে বৈঠক স্থগিত। বৈঠকে থাকার কথা ছিল জেলা শাসক, পুলিশ সুপারদেরও। 

WB News Live Update: আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

এবার আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। ডাক্তাররা শুধু নিজেদের স্বার্থ দেখলে, আমরাও মানুষের স্বার্থ রক্ষায় এবার রাস্তায় নামব। ডাক্তাররা সরকারি ভাতা-বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব। সেই জায়গায় আমরা হাত দিলে তখন কী হবে? একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অপরাধীর শাস্তি আমরাও চাই। কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে। পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে। হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। 

RG Kar Protest: স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা, পাশে সিনিয়ররা

স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা, পাশে সিনিয়ররা। রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবনের দিকে মিছিল সিনিয়র চিকিৎসকদের। 

RG Kar Protest : স্বাস্থ্যভবনের সামনে অবস্থানের ২৪ ঘণ্টা পার, এবার চিঠি মুখ্যসচিবের

স্বাস্থ্যভবনের সামনে অবস্থানের ২৪ ঘণ্টা পার, এবার চিঠি মুখ্যসচিবের 

RG Kar Case : সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করে এবার ডাক্তারদের চিঠি দিলেন মুখ্যসচিব

এবার জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্যসচিব
আজ ফের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাক
সন্ধে ৬টায় নবান্নে বৈঠকের জন্য জুনিয়র ডাক্তারদের চিঠি
'প্রতিনিধি দলে থাকতে পারবেন ১২ থেকে ১৫ জন'
ডাক্তারদের কাজে ফিরতে সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করে চিঠি

RG Kar Protest : সরকারের বৈঠকের বার্তার পাল্টা ইমেল জুনিয়র চিকিৎসকদের

স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্যসচিব সহ স্বাস্থ্যকর্তাদের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 
সরকারের বৈঠকের বার্তার পাল্টা ইমেল জুনিয়র চিকিৎসকদের। যেভাবে ডাকা হয়েছে, তা আন্দোলনকেই অসম্মান, অভিযোগ আন্দোলনকারীদের । স্বাস্থ্যসচিব সহ একাধিক আধিকারিকের ইস্তফা চেয়ে পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের

RG Kar : ডাক্তারদের দেশদ্রোহী বললেন তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্য়ায়

আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দেশদ্রোহী বললেন তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্য়ায়। বসিরহাটে একটি পথসভায় এই মন্তব্য করেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তাঁর দাবি জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি, তাই তাঁরা দেশদ্রোহী

RG Kar Protest : প্রতীকী শিরদাঁড়া নিয়ে কলকাতা পুরসভায় মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ

এবার হাতে প্রতীকী শিরদাঁড়া নিয়ে কলকাতা পুরসভায় মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ। বিক্ষোভে সামিল পুরসভার ইঞ্জিনিয়রদের একাংশ।
সোশাল মিডিয়ায় ইঞ্জিনিয়রদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ। 

RG Kar Protest : সরকারের বৈঠক-বার্তায় সাড়া দিলেন না জুনিয়র ডাক্তাররা, পাল্টা চিঠিতে লিখলেন ...

সরকারের বৈঠকের বার্তায় সাড়া দিলেন না জুনিয়র ডাক্তাররা। ইমেল করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের। যেভাবে ডাকা হয়েছে, তা আন্দোলনকেই অসম্মান, অভিযোগ আন্দোলনকারীদের। স্বাস্থ্যসচিব সহ একাধিক আধিকারিকের ইস্তফা চেয়ে পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের। 

RG Kar Death : বিতর্কিত বিরূপাক্ষ বিশ্বাসের আরও 'কীর্তি'র পর্দাফাঁস

কলকাতার বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেবেন বলে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নামে। মুর্শিদাবাদের জলঙ্গির ঘটনা। ছাত্রের বাবার অভিযোগ, ২০২১ সালে টাকা নিয়েও ওই পড়ুয়াকে ভর্তি করতে পারেননি বর্ধমান মেডিক্যাল কলেজের তৎকালীন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। টাকাও ফেরত দিতে চাননি। 

RG Kar News : নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরাই! বিচারকদের আবাসনে দুষ্কৃতীদের দাপাদাপি

নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরাই! বিচারকদের আবাসনে দুষ্কৃতীদের দাপাদাপি! এক পুলিশ অফিসারের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ! নিরাপত্তার দায়িত্বে থাকা ডায়মন্ড হারবার পুলিশের উপর ভরসা নেই বিচারকদের!

RG Kar Case : 'দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে'

গতকাল নবান্ন থেকে মেল করে আলোচনায় বসার প্রস্তাব এসেছিল। মেলের ভাষা ‘অপমানজনক’ বলে দাবি করে, তা প্রস্তাব ফিরিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁরা আগেই জানিয়েছেন, দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে।

WB News Live : ‘থ্রেট কালচার’-এ অভিযুক্ত ৫ মেডিক্যাল পড়ুয়ার সাসপেনশন স্থগিত

‘থ্রেট কালচার’-এ অভিযুক্ত ৫ মেডিক্যাল পড়ুয়ার সাসপেনশন স্থগিত রাখল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। ওই পড়ুয়াদের বিরুদ্ধে অন্যান্য পড়ুয়াদের হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ ওঠে। তদন্ত কমিটির সুপারিশে সোমবার মোট ১২ জনকে সাসপেন্ড করে উত্তরবঙ্গ মে়ডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 

RG Kar Protest : 'তৃণমূল নেতার সামনেই প্রতিবাদীদের উপর হামলা'

রাত দখলের সময় তৃণমূল নেতার সামনেই প্রতিবাদীদের উপর হামলা। মাথাভাঙায় মিছিল করে হুমকি শুভেন্দুর। 

RG Kar Case : প্রেসিডেন্সি জেলে সারদা-কর্তা সুদীপ্ত সেনের প্রতিবেশী সন্দীপ ঘোষ

প্রেসিডেন্সি জেলে সন্দীপ ঘোষের জন্য আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টা তালাবন্ধ সেলে রাখা হচ্ছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে। প্রেসিডেন্সি জেলের প্রভাবশালীদের ওয়ার্ড পয়লা বাইশে নয়, সন্দীপ ঘোষের জায়গা হয়েছে দশ সেলের ৪৬ নম্বর লক আপে। প্রেসিডেন্সি জেলে সারদা-কর্তা সুদীপ্ত সেনের প্রতিবেশী আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। 

RG Kar Update : জুনিয়র চিকিৎসকদের খুনের হুমকি জলপাইগুড়িতে

এবার জুনিয়র চিকিৎসকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। হাসপাতাল সূত্রে খবর, ক্যান্সার আক্রান্ত রোগিণীকে মৃত ঘোষণার পর, জুনিয়র চিকিৎসকরা দেহের ময়নাতদন্তের কথা বলায় বেঁকে বসে মৃতের পরিবার। অভিযোগ, ময়নাতদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার দাবি জানায় তারা। রাজি না হওয়ায় জুনিয়র চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

WB News : স্বাস্থ্য ভবনের বাইরে রাতভর অবস্থানে জুনিয়র ডাক্তাররা, সকালে বাড়ল প্রতিবাদের ঝাঁঝ

দুপুর থেকে রাত পেরিয়ে সকাল। লালবাজারের ধাঁচেই স্বাস্থ্য ভবনের বাইরে রাতভর অবস্থানে জুনিয়র ডাক্তাররা। 

RG Kar News : নিহত চিকিৎসক কি কারও চক্ষুশূল হয়ে উঠেছিলেন? বিস্ফোরক দাবি ইন্টার্নের

আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসক কি কারও চক্ষুশূল হয়ে উঠেছিলেন? এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এনিয়ে বিস্ফোরক দাবি করলেন আর জি কর হাসপাতালেরই ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। তাঁর দাবি, ওই তরুণী চিকিৎসক বেশি কাজ করতে পছন্দ করতেন, যা নিয়ে অনেকেই অভিযোগ করেছিল। এর আগে এক ব্য়ক্তি মত্ত অবস্থায় সেমিনার হলে ঢুকেছিলেন বলেও দাবি করেছেন তিনি। কিনতু, তার প্রেক্ষিতে কী ব্য়বস্থা নেওয়া হয়েছিল? জানেন না কেউ।

RG Kar News Live : আলিপুর কোর্টে সন্দীপের দিকে ধেয়ে এল চটি!

 সন্দীপ ঘোষকে আলিপুর কোর্টে পেশের সময় চোর চোর স্লোগান, বেরোতেই প্রিজন ভ্যান লক্ষ্য করে ধেয়ে এল চটি! এজলাসেই আটকে মহিলা আইনজীবীদের বিক্ষোভ। 

প্রেক্ষাপট

কলকাতা : রাতভর স্বাস্থ্যভবনের কাছে অবস্থান চালিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদের রাত কেটে প্রতিবাদের ভোর।  আন্দোলনকারীদের খাবারের ব্যবস্থা করতে এগিয়ে এলেন একাধিক মানুষ। জুনিয়র ডক্টরস ফোরামের পাশাপাশি চিকিৎসকদের জন্য খাবারের ব্যবস্থা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।


বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে খিঁচুড়ি, তরকারি রান্না করা হয়। সেই খাবার পৌঁছে দেওয়া হয় আন্দোলনকারীদের কাছে। চাঁদা তুলে জুনিয়র চিকিৎসকদের জন্য শুকনো খাবার ও জলের ব্যবস্থা করেন ফুড ডেলিভারি সংস্থার কর্মীরাও। ডিউটি শেষের পর চাঁদা তুলে খাবার কিনে নিয়ে যান তাঁরা। বহু বয়স্ক মানুষ আন্দোলনকারীদের জন্য খাবার নিয়ে আসেন। 


অন্যদিকে, আন্দোলনকারীদের সমর্থন জানাতে মধ্য়রাতে সেখানে পৌঁছে যান নিহত চিকিৎসকের মা-বাবা। প্রশাসনের উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি মুখ্য়মন্ত্রীর মন্তব্য় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.