RG Kar News Live: আরজি কর মেডিক্যালে দুর্নীতি মামলার তদন্তে ইডির ম্যারাথন তল্লাশি
RG Kar Protest : সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চই শুনবে মামলা। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই-নির্দেশ চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে সন্দীপ ঘোষ। আজ শুনানি।
আরজি কর মেডিক্যালে দুর্নীতি মামলার তদন্তে ইডির ম্যারাথন তল্লাশি। সল্টলেকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী স্বপন সাহার বাড়ি থেকে উদ্ধার গুরুত্বপূর্ণ নথি, সিল করা ট্রলি ব্যাগ। স্বপন সাহার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হদিশ মিলেছে, ইডি সূত্রে খবর।
'অপরাজিতা' বিল বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল। রাজ্যপালের অসন্তোষের পর ধর্ষণ-বিরোধী বিল নিয়ে টেকনিক্যাল রিপোর্ট বিধানসভার। স্পিকার ও আইনমন্ত্রীর বৈঠকের পর রাজভবনে পাঠানো হয় টেকনিক্যাল রিপোর্ট। টেকনিক্যাল রিপোর্ট পেয়ে রাষ্ট্রপতির কাছে 'অপরাজিতা' বিল পাঠালেন রাজ্যপাল। 'বিল কার্যকর হওয়া পর্যন্ত বিচারের জন্য মানুষকে অপেক্ষা করানো যাবে না, আর জি কর-কাণ্ডে দ্রুত বিচার পাইয়ে দিতে সক্রিয় ভূমিকা নিক সরকার, রাজ্যপাল এই বিলের ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে সরকারকে হোমওয়ার্কের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু, রাজ্যপাল সম্মতি না দিলে রাজভবনের বাইরে ধর্নার হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী', এক্স হ্যান্ডলে পোস্ট রাজভবনের মিডিয়া সেলের।
ফের বউবাজারে দুর্গা পিতুরি লেনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে বিপত্তি। গতকাল রাত থেকে নির্মীয়মাণ টানেলের একাংশের দেওয়াল ফেটে জল ঢুকতে শুরু করে। তড়িঘড়ি সরানো হয় দুর্গা পিতুরি লেনের ৭টি বাড়ির ১১টি পরিবারের ৫২ জন সদস্যকে। রাত দেড়টা নিয়ে যাওয়া হয় চারটি হোটেলে।
এয়ারপোর্টের কাছে মিলন পল্লির একটি আবাসনে সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাটে ইডি-র তল্লাশি। সন্দীপের শ্যালিকা অর্পিতা বেরা মানিকতলা ESI হাসপাতালের চিকিৎসক।
তাঁর স্বামী প্রীতিন বেরা SSKM-র চিকিৎসক। স্থানীয়দের দাবি, এই আবাসনের আরেকটি ফ্ল্যাটে এসে উঠেছেন সন্দীপের শ্বশুরবাড়ির সদস্যরা। ২ দিন আগে কিছু জিনিসপত্র এখান থেকে সরানো হয়েছে বলে আবাসিকদের দাবি।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে বিরোধীদের প্রতিবাদ কর্মসূচি। রাজ্য় জুড়ে পথ অবরোধ কর্মসূচি করল বিজেপি। হাওড়ায় বামেদের স্বাস্থ্য় দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রাজাবাজার থেকে ডিসি নর্থের অফিস পর্যন্ত মিছিলের ডাক দেয় কংগ্রেস। কলেজস্ট্রিটে পথে নামে রাজ্য় কোঅর্ডিনেশন কমিটি।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে SFI-DYFI ও সিপিএমের মহিলা সংগঠনের ধর্নামঞ্চের পাশেই চলছে স্বাস্থ্য শিবির। প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এই চিকিৎসা পরিষেবা মিলবে বলে জানিয়েছেন চিকিৎসক ফুয়াদ হালিম। আর জি কর মেডিক্য়ালে চিকিৎসকের ধর্ষণ, খুনের বিচার চেয়ে মঙ্গলবার রাজাবাজার থেকে আর জি কর হাসপাতাল পর্যন্ত মিছিলের আয়োজন করে বামেরা। শ্যামবাজারে মিছিল আটকায় পুলিশ। মঙ্গলবার রাত থেকে শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে ধর্না-অবস্থানে বসেন মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ বাম নেতৃত্ব।
আরজি কর-কাণ্ড ও প্রশাসনের ভূমিকার প্রতিবাদ জানিয়ে এবার পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সদস্যপদ ছাড়লেন নাট্যব্যক্তিত্ব সুপ্রতিম রায়। পাশাপাশি রাজ্য সরকারের সমস্ত উৎসব বয়কটের ঘোষণা।
রাত দখলের পর এবার ভোর দখলের ডাক। ৯ সেপ্টেম্বর, সোমবার, আর জি করকাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানির দিন ভোর দখলের ডাক। ভোর দখলের ডাক অর্জুন পুরষ্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার। ৯ সেপ্টেম্বর ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬ পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক। শিলিগুড়ির হাসমিচকে ভোর দখলের ডাক মান্তু ঘোষদের। বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি।
আর জি কর মেডিক্যালে 'দুর্নীতি'র তদন্তে সন্দীপ ঘোষের বাংলোর হদিশ পেল ইডি। শিক্ষা দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের মতোই এবার সন্দীপ ঘোষের বাংলোর হদিশ।ক্যানিংয়ের মধ্য নারায়ণপুর গ্রামে সন্দীপ ঘোষের বাংলোয় ইডির ম্যারাথন তল্লাশি। সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে ক্যানিং নিয়ে গিয়ে তল্লাশি। সুইমিং পুল থেকে বাগান, উঁচু পাঁচিলের ঘেরাটোপে প্রায় ২ বিঘা জমির ওপর সন্দীপের বাংলো।
'স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ-রেশন কেলেঙ্কারির থেকেও বড়, স্বাস্থ্য দফতরের বড় অংশ রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই দুর্নীতির সঙ্গে জড়িত। শুধু আর জি কর মেডিক্যাল নয়, স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যজুড়ে বড়সড় দুর্নীতি হয়েছে', চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
সুপ্রিম কোর্টে ধাক্কা আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। ধৃত সন্দীপ ঘোষের আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট। 'এই মুহূর্তে হস্তক্ষেপের প্রয়োজন নেই, এই মামলায় আপনি (সন্দীপ ঘোষ) হস্তক্ষেপের জায়গায় নেই', এই মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ প্রাথমিক পর্যায়ে আছে, মন্তব্য সুপ্রিম কোর্টের।
আর জি করকাণ্ডের প্রতিবাদে কলেজস্কোয়ার থেকে আর জি কর পর্যন্ত মিছিল কো-অর্ডিনেশন কমিটির।
এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের মামলায় দোষীদের ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ। দোষী সাব্যস্ত ৩ জনের ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ কোচবিহার জেলা আদালতের। নির্দেশ জেলা অতিরিক্ত সেশন জাজ ফাস্ট কোর্টের বিচারকের।
আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, ফের সঞ্জয় রায়ের জেল হেফাজত। খারিজ জামিনের আর্জি, ২০ সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় রায়ের জেল হেফাজত। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ফের জেল হেফাজত।
আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ শিয়ালদা কোর্ট। সিবিআইয়ের তদন্তকারী অফিসার না আসায় ক্ষুব্ধ বিচারক। 'বিকেল সাড়ে ৪টেয় শুনানি চলছে, এখনও সিবিআইয়ের আইও উপস্থিত নেই', কোথায় আপনার পিপি? সিবিআইকে প্রশ্ন বিচারকের। পিপি রাস্তায় আছে, আসছেন, বিচারককে জানায় সিবিআই। 'সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেব? মামলার গুরুত্ব বোঝা উচিত', এটা খুব দুর্ভাগ্যজনক, মন্তব্য বিচারকের।
৯ সেপ্টেম্বর, সোমবার আর জি করকাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি। আগের দিন, ৮ সেপ্টেম্বর, রবিবার ফের রাত দখলের ডাক। 'শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর', ৮ সেপ্টেম্বর রাত দখলের ডাক দিলেন ১৪ অগাস্টের কর্মসূচির আহ্বায়করা। বাংলার সব গানের ব্যান্ড, ব্যক্তিশিল্পীরা নিজ নিজ এলাকায় সারা রাত গান গাইবেন, আবেদন আহ্বায়কদের।
সুভাষগ্রামে ইডি-র হাতে আটক সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। প্রসূনকে নিয়ে ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বাংলোয় ইডি। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় আটক সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। চিকিৎসককে ধর্ষণ-খুনের পর, সেমিনার হলের ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছিল প্রসূনকে। নিজেকে সন্দীপ ঘোষের PA বলে পরিচয় দিতেন প্রসূন চট্টোপাধ্যায়।
আরজি কর কাণ্ডের প্রতিবাদ, কংগ্রেসের মিছিলে উত্তেজনা। রাজাবাজারে ব্যারিকেড ভাঙল কংগ্রেস। ডিসি নর্থের অফিস ঘেরাও অভিযান।
পুলিশ আটকালে রাস্তায় বসে বিক্ষোভ ।
এয়ারপোর্টের কাছে মিলন পল্লির একটি আবাসনে সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাটে ইডি-র তল্লাশি । সন্দীপের শ্যালিকা অর্পিতা বেরা মানিকতলা ESI হাসপাতালের চিকিৎসক। তাঁর স্বামী প্রীতিন বেরা SSKM-র চিকিৎসক। স্থানীয়দের দাবি, এই আবাসনের আরেকটি ফ্ল্যাটে এসে উঠেছেন সন্দীপের শ্বশুরবাড়ির সদস্যরা। ২ দিন আগে কিছু জিনিসপত্র এখান থেকে সরানো হয়েছে বলে আবাসিকদের দাবি
ক্যানিংয়ে সন্দীপ ঘোষের সাম্রাজ্যের হদিশ! ক্যানিংয়ের মধ্য নারায়ণপুর গ্রামে সন্দীপ ঘোষের বাংলোর খোঁজ। বাড়ির নাম 'সঙ্গীতা-সন্দীপ ভিলা'। প্রায় ২ বিঘা জমির ওপর সন্দীপ ঘোষের বাংলো। মাঝে মাঝেই সপরিবারে আসতেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ, দাবি বাংলোর কেয়ার টেকারের।
আর জি করের ঘটনার আবহে ৬ অগাস্টের স্বাস্থ্য ভবনের অর্ডার ঘিরে বিতর্ক। আরজি কর কাণ্ডে এবার রাজভবন অভিযানের ডাক। '৬ অগাস্টের স্বাস্থ্য দফতরের অর্ডার কপির মধ্যে লুকিয়ে আর জি কর কাণ্ডের রহস্য'। কাল রাজভবন অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডক্টর্স ফোরামের। অর্ডারের কপি নিয়ে সিবিআই তদন্তের দাবি সার্ভিস ডক্টরস ফোরামের রাজ্য সাধারণ সম্পাদক সজল বিশ্বাসের।
সুভাষগ্রামে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করল ইডি। সকাল পৌনে ৭টা নাগাদ প্রসূনের বাড়িতে পৌঁছেছিলেন তদন্তকারীরা।চিকিৎসককে ধর্ষণ-খুনের পর, সেমিনার হলের ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়কে। আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ হওয়ার পর, সন্দীপের সঙ্গেই দেখা যেত প্রসূনকে। নিজেকে সন্দীপ ঘোষের PA বলে পরিচয় দিতেন প্রসূন চট্টোপাধ্যায়।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মধ্য নারায়ণনপুর গ্রামে মিলল সন্দীপ ঘোষের আলিশান বাংলোর হদিশ। বাড়ির নাম সঙ্গীতা-সন্দীপ ভিলা। স্থানীয় সূত্রে খবর, দুই ব্যবসায়ী সঞ্জীব চক্রবর্তী ও শঙ্কর চক্রবর্তী যামিনী প্রজেক্টের নামে ১০০ বিঘা জমি কিনে এই প্রকল্প তৈরি করেছেন। এখানেই প্রায় ২ বিঘা জমির ওপর তৈরি হয়েছে সন্দীপ ঘোষের বাংলো। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ মাঝেমাঝেই সপরিবারে এখানে আসতেন বলে স্থানীয়দের দাবি।
আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ক্যামাক স্ট্রিটেও তল্লাশি। ক্যামাক স্ট্রিটে এক ব্যবসায়ীর অফিসেও ইডি-র তল্লাশি। স্ক্যানারে ক্রিসেন্ট ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড নামে ওষুধ সরবরাহকারী সংস্থা।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি। সল্টলেকের করুণাময়ীতে বিজেপির চাক্কা জ্যাম। পশ্চিম বর্ধমানের নুনি মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। দাসপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ বিজেপির কর্মী-সমর্থকদের। সিউড়িতে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপি জেলা নেতৃত্বের।
সন্দীপ ঘোষের আর্জি খারিজ হতেই ভেসে উঠল তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের পোস্ট। 'অভিযুক্তর কোনও জনস্বার্থ মামলায় হস্তক্ষেপের জায়গা নেই'। 'সুপ্রিম কোর্ট সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের আর্জি খারিজ করল'। পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের।
হাইকোর্টের পর্যবেক্ষণ প্রাথমিক পর্যায়ে। হস্তক্ষেপের প্রয়োজন নেই। আপনি হস্তক্ষেপের জায়গায় নেই। সন্দীপ ঘোষকে জানাল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টে ধাক্কা আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত।
সন্দীপ ঘোষের মামলা ফেরাল সুপ্রিম কোর্ট। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্চ করে সুপ্রিম ।
হুগলির চন্দননগরে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতেও হানা দেয় ইডি। তবে বাড়ি তালাবন্ধ থাকায়, ফিরে যেতে হয় তদন্তকারীদের।
সন্দীপের শ্বশুরবাড়িতে ইডি হানা
বৈদ্যবাটির নার্সারি পাড়াতেও চলছে ইডি-র তল্লাশি। কুণাল রায় নামে এক ব্যক্তির বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। স্থানীয়দের দাবি, কুণাল বেসরকারি সংস্থার কর্মী।
মাদুরদহের আবাসনে লন্ড্রি ব্য়বসায়ী অঙ্কুর রায়ের ফ্ল্যাটেও ইডি-র তল্লাশি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় এই ব্যবসায়ীর নাম উঠে আসে। আর্থিক লেনদেনের নথিও মেলে, সেই সূত্রেই তল্লাশি-অভিযান। স্থানীয়রা জানিয়েছেন, বছরখানেক আগে মাদুরদহের এই ফ্ল্যাটে আসেন ব্যবসায়ী অঙ্কুর রায়।
ফের বউবাজারে দুর্গা পিতুরি লেনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল। পরিস্থিতি খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা। গতকাল রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল ঢোকে । তড়িঘড়ি সরানো হয়েছে এলাকার ১১টি বাড়ির ৫২ জনকে
'ধর্ষণ-বিরোধী বিলের টেকনিক্যাল রিপোর্ট পাঠানোই হয়নি'। বিধানসভায় পাস হওয়া অপরাজিতা বিল নিয়ে রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী।
ধর্ষণ-বিরোধী বিল পাসের পর রাজ্যপালের সম্মতি প্রয়োজন। গতকাল রাজ্যপাল জানান, বিল তাঁর কাছে এলেও, বিল সংক্রান্ত টেকনিক্যাল রিপোর্ট পাননি। তাই বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, জানিয়েছেন সি ভি আনন্দ বোস। রাজভবনের অভিযোগ, আগেও বিভিন্ন বিলের ক্ষেত্রে টেকনিক্যাল রিপোর্ট পাঠায়নি রাজ্য সরকার। 'পরে রাজভবনের ঘাড়ে বিল আটকে রাখার দায় চাপানো হয়েছে'। নিজেদের গাফিলতি ঢাকতে সরকার সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, অভিযোগ রাজভবনের। 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ধর্নার হুমকি দিচ্ছেন'। রাজনৈতিক চমক ছাড়া এ আর কিছুই নয়, মনে করছেন রাজ্যপাল।
সিবিআইয়ের পর ইডি। আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সক্রিয় আরেক কেন্দ্রীয় এজেন্সি। সকাল থেকে শহর-জেলা মিলিয়ে চার জায়গায় একযোগে অভিযান।
বেলেঘাটায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে ইডি-র হানা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকাল ৬টা ৪০-এ র সন্দীপের বাড়িতে পৌঁছেছে চার সদস্যের টিম। হাওড়ার সাঁকরাইলে ভেন্ডর বিপ্লব সিংহর বাড়িতে ইডি-র তল্লাশি অভিযান। বিপ্লব সিংহর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও হানা ইডি-র। সুভাষগ্রামে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইডি।
সুভাষগ্রামে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইডি। সকাল পৌনে ৭টা নাগাদ প্রসূনের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। চিকিৎসককে ধর্ষণ-খুনের পর, সেমিনার হলের ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়কে। আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ হওয়ার পর, সন্দীপের সঙ্গেই দেখা যেত প্রসূনকে। নিজেকে সন্দীপ ঘোষের PA বলে পরিচয় দিতেন প্রসূন চট্টোপাধ্যায়।
আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডি অভিযান। সকাল থেকে সন্দীপ ঘোষের তালাবন্ধ বাড়ির সামনে অপেক্ষায় ইডি আধিকারিকরা। হাওড়ার সাঁকরাইলে ভেন্ডর বিপ্লব সিংহর বাড়িতেও ইডি-র তল্লাশি অভিযান। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ও বিপ্লব সিংহকে আগেই পাকড়াও করেছে সিবিআই।
আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডি অভিযান। হাওড়ার সাঁকরাইলে ভেন্ডর বিপ্লব সিংহর বাড়িতেও ইডি-র তল্লাশি অভিযান। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ও বিপ্লব সিংহকে আগেই পাকড়াও করেছে সিবিআই।
সন্দীপ ঘোষের বাড়ি থেকেই মিলেছে, তাঁর বিরুদ্ধে পুলিশে দায়ের হওয়া অভিযোগের আসল নথিপত্র। আদালতে CBI এমনই চাঞ্চল্যকর দাবি করেছে বলে সূত্রের খবর। পাশাপাশি নিরাপত্তারক্ষী আফসার আলির স্ত্রীর সংস্থাকে, সন্দীপ আর জি কর মেডিক্যালে ক্যাফেটেরিয়া তৈরির বরাত পাইয়ে দিয়েছিলেন বলেও দাবি CBI-এর।
প্রেক্ষাপট
কলকাতা : সোমবার আরজি কর মামলার শুনানি হবে সুপ্রিমকোর্টে। ওই দিন চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্য়দিকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের দিনও পথে নেমে প্রতিবাদে সামিল হলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষক-পড়ুয়ারা। মিছিল করলেন মানিকতলা ESI-এর চিকিৎসক-স্বাস্থ্য়কর্মীরা।
বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সুপ্রিম কোর্টে তা হয়নি। প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। এই পরিস্থিতিতে মামলার শুনানির নতুন দিন জানাল সর্বোচ্চ আদালত। ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ মামলা শুনবে। ওই দিন চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। আর জি কর মেডিক্য়ালে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট পেশ করতে হবে কলকাতা পুলিশকে।
এদিকে আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। পথে নেমে সেই প্রতিবাদে সামিল হচ্ছে সমস্ত স্তরের মানুষ। শিক্ষক দিবসের দিনও শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হলেন শিক্ষক থেকে পড়ুয়ারা। বৃহস্পতিবার, ফের পথে নামে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষক-পড়ুয়া থেকে প্রাক্তনীরা। এদিন বিশ্ববিদ্য়ালয় থেকে মিছিল শুরু করেন তাঁরা। বিশ্ববিদ্য়ালয় এসে মিছিল শেষ হলে, সেখানে নাচ-গানের মাধ্য়মে প্রতিবাদ জানান পড়ুয়ারা।
বৃহস্পতিবার, সুবিচারের দাবিতে পথে নামে ESI হাসপাতালের চিকিৎসক এবং কর্মীরা। মানিকতলা ESI হাসপাতাল থেকে মিছিল শুরু হয়। এরপর সেই মিছিল কাঁকুড়গাছি মোড় হয়ে, উল্টোডাঙা মোড়ে যাওয়ার পর মানববন্ধন করেন প্রতিবাদী চিকিৎসক এবং স্বাস্থ্য়কর্মীরা ।
শিক্ষক দিবসের দিন কলেজ স্কোয়ারের সামনে অবস্থান বিক্ষোভ করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। আর জি কর মেডিক্য়ালে জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বয়কট করে অবস্থান বিক্ষোভে সামিল হন শিক্ষকরা।
অন্য়দিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে, বাগবাজারের নিবেদিতা হাউস থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত বাইক মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দারস্থ হয়েছিল একটি সংগঠন। বৃহস্পতিবার আদালতে সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
এদিন রাজ্য় সরকারের তরফে অ্য়াডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, সাধারণ মিছিলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু বাইক মিছিলে আমাদের সম্মতি নেই। এই বক্তব্য়ে সায় দিয়েই, আবেদনকারী ওই সংগঠনকে পায়ে হেঁটে মিছিল করার অনুমতি দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -