RG Kar News Live: RG কর কাণ্ডের বিচারের দাবিতে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল
RG Kar Protest : জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, বিচারের দাবিতে তাঁদের আন্দোলন জারি থাকবে। সেই সঙ্গে রাজ্য় সরকারকেও কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছে তারা।
চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের পথে নেমে প্রতিবাদ। শ্যামবাজারের দিকে একাধিক মিছিল।
মশাল মিছিল পৌঁছল ভিক্টোরিয়া। শ্যামবাজারে হবে মিছিল শেষ।
উত্তরবঙ্গ, বর্ধমান, মেদিনীপুরের পর এবার কল্যাণী। মেডিক্যাল কলেজে ফের হুমকির সংস্কৃতি! ৪০ ছাত্রকে ৬ মাসের জন্য বহিষ্কার।
সন্দীপের বাড়িতে ২৮৮ পাতার আরটিআই-এর কপি, অভিযোগপত্র। মিলল ৭৩০ পাতার টেন্ডার-নথি, ৫১০ পাতার রিপোর্ট। সিবিআই-এর সিজার লিস্টে চাঞ্চল্যকর তথ্য।
১১দিনের ধর্না তুলে এবার স্বাস্থ্য ভবন থেকে জুনিয়র ডাক্তারদের সিবিআই অফিস অভিযান। বর্ধমানেও মিছিল।
বেলেঘাটা পেরচ্ছে মশাল মিছিল। ৪২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছবে শ্যামবাজারে।
চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের জনজোয়ার। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার-দীর্ঘ ৪২ কিমি রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল। কোথাও হুইলচেয়ারে, কোথাও ওয়াকার নিয়েই মিছিলে সামিল প্রবীণরাও।
চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের জনজোয়ার। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার-দীর্ঘ ৪২ কিমি রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল।
আজ একদিকে সিজিও কমপ্লেক্স অভিযান করলেন জুনিয়র ডাক্তারা, অন্যদিকে মশাল হাতে বিরাট মিছিলে সামিল হল নাগরিক সমাজ।
জীবনানন্দ লিখেছিলেন, "নগরীর রাজপথে, মোড়ে মোড়ে চিহ্ন পড়ে আছে।" আর এখন আমাদের মহানগরীর রাজপথের মোড়ে-মোড়েও, প্রতিদিন আমরা দেখছি চিহ্ন। বেনজির নাগরিক প্রতিবাদের স্পর্ধিত চিহ্ন।
'নিরাপত্তা নিয়ে রাজ্যের নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত চলবে আংশিক কর্মবিরতি'। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন থামবে না, হুঙ্কার আন্দোলনকারীদের।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাট থেকে রাসবিহারী নাগরিক মিছিল।
আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানে জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অভিনন্দন জানাতে গোলাপ ফুল হাতে অপেক্ষায় ৮০ বছরের মহিলা।
আর জি কর-কাণ্ডে পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডাক্তাররা। 'আমরা যা করার করব, কিন্তু রাজ্য সরকারের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। কীভাবে বাংলায় হাসপাতাল চলছে, কী ঘটছে, সবাই দেখছে', রাজ্য সরকারের দায়িত্ব মনে করিয়ে বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর।
পুজোর আগে বড় স্বস্তি কেষ্টর, ইডির মামলাতেও জামিন। গ্রেফতারির ২ বছরের মাথায় জেলমুক্ত হচ্ছেন অনুব্রত মণ্ডল।
২৫ সেপ্টেম্বর পর্যন্ত টালা থানার ওসি-ও সিবিআই হেফাজতে।
চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় সন্দীপকে হেফাজতে পেল সিবিআই। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত টালা থানার ওসি-ও সিবিআই হেফাজতে।
আর জি কর-কাণ্ডে পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডাক্তাররা।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের পথে নাগরিক সমাজ। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল। বিচারের দাবিতে মিছিলে পা মেলালেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
ধর্না উঠলেও রাজপথে, সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। স্বাস্থ্যসচিবের অপসারণের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা।
কাল থেকে জরুরি বিভাগে যোগ দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আজ সিজিও কমপ্লেক্স অভিযানে জুনিয়র ডাক্তাররা।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বাংলা ঝাড়খণ্ড সীমানায় একাধিক চেকপোস্ট বন্ধ। হাজার হাজার লরি দাঁড়িয়ে। এমন চললে রাজ্যে যে পেঁয়াজ আসবে না, মন্তব্য শুভেন্দু অধিকারীর।
আর জি করকাণ্ডের প্রতিবাদে সিজিও অভিযানের পর ধর্না প্রত্যাহার আন্দোলনকারী চিকিৎসকদের। কর্মবিরতি আংশিক প্রত্যাহারের ঘোষণা। কাল থেকে জরুরি বিভাগে যোগ।
তৃণমূলের কার্যালয়ে বসে অপহরণের ছক। বারাসাতের অভিজাত আবাসনে লুকিয়ে রাখার অভিযোগ। দল থেকে বহিষ্কার করা হয়েছে, জানিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসতের তৃণমূল কাউন্সিলর। ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কাউন্সিলর-সহ গ্রেফতার ৮ । ব্যবসায়ীকে অপহরণ করে ২ কোটি ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। 'বারাসাতে ২ নং ওয়ার্ডে তৃণমূল কার্যালয় থেকেই অপহরণের ছক। ব্যবসায়ীকে অপহরণের মূল চক্রান্তকারী তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। কাউন্সিলরের নির্দেশেই ২ কোটি ২৫ লাখ টাকা মুক্তিপণ চায় তাঁর শাগরেদ', কাউন্সিলরের ফোন থেকে উদ্ধার প্রচুর তথ্য, সিআইডি সূত্রে খবর
জল ছাড়া নিয়ে সংঘাত, ডিভিসি-কে নিশানা করে ঝাড়খণ্ড সীমানা সিলের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ঝাড়খণ্ড সীমানা সিল নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। 'অমিত শাহ, জেপি নাড্ডা ও রাজ্যপালকে চিঠি দেব। ঝাড়খণ্ড সীমানায় হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ঝাড়খণ্ডের গাড়ি আটকালে পেঁয়াজ সরবরাহ বন্ধ হয়ে যাবে। মমতা নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবছেন', আক্রমণ শুভেন্দুর
পূর্ব যাদবপুর থানার কাছে মুকুন্দপুর অটো স্ট্যান্ডে পুলিশের লাঠিচার্জ'। প্যান্ডেলের সামনে গভীর রাতে ডিজে বাজিয়ে নাচগান, বাধা দেয় পুলিশ। পুলিশের 'লাঠিচার্জের' প্রতিবাদে পূর্ব যাদবপুর থানার সামনে বিক্ষোভ অটো চালকদের।
কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ। ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার, সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের বৈঠকে
হাসপাতাল, হস্টেল, কলেজ ক্যাম্পাস থেকে ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত। ন্যূনতম ৬ মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের। শুধুমাত্র পরীক্ষা দিতে ও তদন্ত কমিটির মুখোমুখি হতে ক্যাম্পাসে প্রবেশে ছাড়
জলের তোড়ে ভেসে গেল আস্ত পাকা বাড়ি।
বাড়ি ভেঙে ভেসে যাওয়ার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে খানাকুলের কিশোরপুর এলাকার ছবি।
বন্যা পরিস্থিতিতে একাধিক বাড়ির পাশ দিয়ে বইছে জলের স্রোত।
এবার অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। বারাসাতে বাড়ি থেকে গ্রেফতার করল সিআইডি। ২ সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর বাড়ির পার্কিং লট থেকে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ। ২ কোটি ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ
আরজি করের টিএমসিপি নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর অভিযোগ।দেহ উদ্ধারের দিন সেমিনার রুমেও ছিলেন, দাবি আন্দোলনকারীদের।
সিবিআই নজরে সল্টলেকের হোটেল। ৯ অগাস্ট রাতে হোটেলে ওঠেন আর জি করের টিএমসিপি নেতা।
হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিবের। অন ডিউটি রুম থেকে CCTV, প্যানিক অ্যালার্ম, হেল্পলাইন চালুর নির্দেশ।
নিরাপত্তা নিয়ে রাজ্যের নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত চলবে আংশিক কর্মবিরতি। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন থামবে না, হুঙ্কার জুনিয়র ডাক্তারদের।
আজ স্বাস্থ্যভবন চত্বর থেকে উঠছে ধর্না। সিবিআইয়ের কাছে বিচারের দাবিতে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। বন্যা দুর্গত এলাকায় পৌঁছনোর চেষ্টা করা হবে, জানালেন জুনিয়র ডাক্তাররা।
আর জি করকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ৪২ দিন পর কর্মবিরতি আংশিক প্রত্যাহারের ঘোষণা। শনিবার থেকে জরুরি বিভাগে যোগ দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা।
প্রেক্ষাপট
কলকাতা : মনে থেকে ধর্না তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তবে রাজ্য সরকারের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যসচিবকে চিঠি দেন মুখ্যসচিব। যেখানে অন ডিউটি রুম থেকে CCTV, প্যানিক অ্যালার্ম, হেল্পলাইন চালুর নির্দেশ দেওয়া হয়। যদিও, এতে পুরোপুরি সন্তুষ্ট নন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তবে সেই সঙ্গে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, বিচারের দাবিতে তাঁদের আন্দোলন জারি থাকবে। সেই সঙ্গে রাজ্য় সরকারকেও কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছে তারা।
অন্যদিকে, আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে থ্রেট কালচার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ ৯ অগাস্ট এই আশিস পাণ্ডেকে দেখা গেছিল সেমিনার রুমেও। সন্দীপ ঘোষের মদতে আর জি কর মেডিক্য়ালে হুমকিরাজ চালাতেন এই আশিস পাণ্ডে, এমনই অভিযোগ জুনিয়র চিকিৎসকদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Coochbehar News: চিন্তার দিন শেষ, পুজোর আগেই নতুন রুটে শুরু হচ্ছে বাস পরিষেবা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -