RG Kar News Live : বন্যা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ, কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে রাজ্য সরকার

RG Kar Protest : জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, বিচারের দাবিতে তাঁদের আন্দোলন জারি থাকবে। সেই সঙ্গে রাজ্য় সরকারকেও কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছে তারা।  

ABP Ananda Last Updated: 20 Sep 2024 12:24 PM
Kolkata News : মুকুন্দপুর অটো স্ট্যান্ডে পুলিশের লাঠিচার্জ',বিক্ষোভ অটো চালকদের

পূর্ব যাদবপুর থানার কাছে মুকুন্দপুর অটো স্ট্যান্ডে পুলিশের লাঠিচার্জ'। প্যান্ডেলের সামনে গভীর রাতে ডিজে বাজিয়ে নাচগান, বাধা দেয় পুলিশ। পুলিশের 'লাঠিচার্জের' প্রতিবাদে পূর্ব যাদবপুর থানার সামনে বিক্ষোভ অটো চালকদের। 

RG Kar Case : কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ, ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার

কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ। ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার, সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের বৈঠকে
হাসপাতাল, হস্টেল, কলেজ ক্যাম্পাস থেকে ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত। ন্যূনতম ৬ মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের। শুধুমাত্র পরীক্ষা দিতে ও তদন্ত কমিটির মুখোমুখি হতে ক্যাম্পাসে প্রবেশে ছাড়

WB Flood News : জলের তোড়ে ভেসে গেল আস্ত পাকা বাড়ি

জলের তোড়ে ভেসে গেল আস্ত পাকা বাড়ি।
বাড়ি ভেঙে ভেসে যাওয়ার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে খানাকুলের কিশোরপুর এলাকার ছবি।
বন্যা পরিস্থিতিতে একাধিক বাড়ির পাশ দিয়ে বইছে জলের স্রোত। 

WB News : অপহরণের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

এবার অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। বারাসাতে বাড়ি থেকে গ্রেফতার করল সিআইডি। ২ সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর বাড়ির পার্কিং লট থেকে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ। ২ কোটি ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ

RG Kar News : দেহ উদ্ধারের দিন সেমিনার রুমে কেন টিএমসিপি নেতা আশিস পাণ্ডে?

আরজি  করের টিএমসিপি নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর অভিযোগ।দেহ উদ্ধারের দিন সেমিনার রুমেও ছিলেন, দাবি আন্দোলনকারীদের।

RG Kar News : সিবিআই নজরে সল্টলেকের হোটেল

সিবিআই নজরে সল্টলেকের হোটেল। ৯ অগাস্ট রাতে হোটেলে ওঠেন আর জি করের টিএমসিপি নেতা।

RG Kar News: হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিবের

হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিবের। অন ডিউটি রুম থেকে CCTV, প্যানিক অ্যালার্ম, হেল্পলাইন চালুর নির্দেশ। 

RG Kar News : নিরাপত্তা নিয়ে রাজ্যের নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত চলবে আংশিক কর্মবিরতি

নিরাপত্তা নিয়ে রাজ্যের নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত চলবে আংশিক কর্মবিরতি। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন থামবে না, হুঙ্কার জুনিয়র ডাক্তারদের।

RG Kar News Live : আজ স্বাস্থ্যভবন চত্বর থেকে উঠছে ধর্না

আজ স্বাস্থ্যভবন চত্বর থেকে উঠছে ধর্না। সিবিআইয়ের কাছে বিচারের দাবিতে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। বন্যা দুর্গত এলাকায় পৌঁছনোর চেষ্টা করা হবে, জানালেন জুনিয়র ডাক্তাররা।

RG Kar News : আর জি করকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ৪২ দিন পর কর্মবিরতি আংশিক প্রত্যাহারের ঘোষণা

আর জি করকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ৪২ দিন পর কর্মবিরতি আংশিক প্রত্যাহারের ঘোষণা। শনিবার থেকে জরুরি বিভাগে যোগ দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা।

প্রেক্ষাপট

কলকাতা : মনে থেকে ধর্না তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তবে রাজ্য সরকারের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যসচিবকে চিঠি দেন মুখ্যসচিব। যেখানে অন ডিউটি রুম থেকে CCTV, প্যানিক অ্যালার্ম, হেল্পলাইন চালুর নির্দেশ দেওয়া হয়। যদিও, এতে পুরোপুরি সন্তুষ্ট নন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তবে সেই সঙ্গে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, বিচারের দাবিতে তাঁদের আন্দোলন জারি থাকবে। সেই সঙ্গে রাজ্য় সরকারকেও কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছে তারা।  


অন্যদিকে, আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে থ্রেট কালচার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ ৯ অগাস্ট এই আশিস পাণ্ডেকে দেখা গেছিল সেমিনার রুমেও। সন্দীপ ঘোষের মদতে আর জি কর মেডিক্য়ালে হুমকিরাজ চালাতেন এই আশিস পাণ্ডে, এমনই অভিযোগ জুনিয়র চিকিৎসকদের।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Coochbehar News: চিন্তার দিন শেষ, পুজোর আগেই নতুন রুটে শুরু হচ্ছে বাস পরিষেবা

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.