রুমা পাল, কলকাতা: আর জি কর-কাণ্ডে তোলপাড় সারা দেশ। দফায় দফায় মিছিল হচ্ছে বিভিন্ন প্রান্তে। কলকাতা শহর থেকে জেলা বাদ যায়নি কোনও জায়গা। গত ১৪ অগস্ট রাত দখল করতে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। এক সপ্তাহ পরেও সেই রেশ রয়েছে শহরের রাজপথে। এর মধ্যেই নতুন নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর জি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞা দিল কলকাতা পুলিশ। আর জি কর সংলগ্ন এলাকায় ৫জনের বেশি বেআইনি জমায়েত করা যাবে না। বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড়- এইসব এলাকায় ৫ জনের বেশি জমায়েত করা যাবে না। ইতিমধ্যেই নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। শান্তি বিঘ্নিত হতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। আগামী ২৪ অগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়েছে এক তরুণী চিকিৎসককে। এই নৃশংস ঘটনায় বিগত কয়েকদিন ধরেই শহরের বিভিন্ন প্রান্তে হচ্ছে মিছিল। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে মুখরিত হচ্ছে রাজপথ। গত ১৪ অগস্ট স্বাধীনতা দিবসের আগের দিন রাত দখলে নেমেছিলেন মহিলারা। শহর থেকে জেলা, জনজোয়ারের সাক্ষী থেকেছিল গোটা দেশ। বেশিরভাগ মিছিলেরই গন্তব্য ছিল আর জি কর হাসপাতাল। এবার সেই আর জি কর সংলগ্ন এলাকায় ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। কোনও ধরনের বিপজ্জনক অস্ত্র সঙ্গে রাখা যাবে না। তার জেরে শান্তি বিঘ্নিত হতে পারে। এমনই বলা হয়েছে কলকাতা পুলিশের বিঘ্নিত। বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড়, নর্দার্ন পেভমেন্ট অফ বেলগাছিয়া থেকে শ্যামবাজার ৫ মাথার মোড়, বেলগাছিয়া রোড ক্রসিং, সাদার্ন পেভমেন্ট অফ বেলগাছিয়া থেকে শ্যামবাজার ৫ মাথার মোড়- এইসব এলাকায় ১৮ অগস্ট থেকে ২৪ অগস্ট পর্যন্ত ৫ জনের বেশি জমায়েতে নিষিদ্ধ।
যদি কোথাও জমায়েত দেখে শান্তি বিঘ্নিত হচ্ছে এমন মনে করে পুলিশ, তাহলে তা করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। মূলত আর জি কর হাসপাতাল সংলগ্ন এলাকার জন্য জারি করা হয়েছে। রবিবার শহরে রয়েছে অনেক মিছিল। আর জি কর হাসপাতাল, শ্যামবাজার ৫ মাথার মোড়ে আসার কথা সেইসব মিছিলের। আদৌ কি সেই সব মিছিল হবে, এটাই বড় প্রশ্ন। তবে আর জি কর হাসপাতাল চত্বরে মিটিং, মিছিল, ধর্নার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।