কলকাতা: দিল্লিতে এক রাতের নারকীয়কাণ্ডে মেয়েকে হারিয়েছেন তিনিও। তারপর শুরু হয় এক লড়াইয়ের। অবশেষে পেয়েছিলেন বিচার। তবে এবার 'আরেক মেয়ের' মৃত্যুতে গর্জে উঠলেন তিনি। আর জি কর কাণ্ডে মুখ খুললেন নির্ভয়ার মা।
এদিন নির্ভয়ার মা বলেন, 'যেভাবে ঘটনার পর কেউ কেউ ঢুকে ভাঙচুর চালাচ্ছে এর থেকেই তো বুঝতে পারা যাচ্ছে যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে ওখানে। যে চিকিৎসকরা ওখানে আছে আন্দোলন করছে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো নিজেও একজন মহিলা। আমি তো শুনছি স্বাস্থ্য দফতরের দায়িত্বেও উনি। তাহলে তো শক্তি প্রদর্শন না করে সত্যকে অনেক আগেই সামনে আনা উচিত ছিল। আর যদি এই ঘটনার মধ্যে কিছু লুকিয়ে না থাকে তাহলে ডাক্তাররা কেন আন্দোলন করছে?'
নির্ভয়ার মায়ের কথায়, 'মুখ্যমন্ত্রীকেই এই দায়িত্ব নিতে হবে। চিকিৎসককে ধর্ষণ-খুনের পর এতদিন পেরিয়ে গেল, কী ব্যবস্থা হয়েছে? কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বলা হচ্ছে আরও কেউ কেউ এর নেপথ্যে আছে, কেন তাঁদের তাড়াতাড়ি খুঁজে বের করা হচ্ছে না? রাজ্য সরকার ব্যবস্থা নিলে চিকিৎসকরা আন্দোলন করতেন না। মুখ্যমন্ত্রী যেহেতু মহিলা এই মুহূর্তে ওই পরিবারের পাশে থাকা উচিত, দ্রুত সত্য প্রকাশ্যে আনা উচিত। মেয়েটি যাতে বিচার পায় তা দেখা হোক'।
আরজি কর-এ চিকিৎসককে ধর্ষণ-খুনে যখন উত্তাল দেশ, সেই সময় মুখ খুলেছেন নির্ভয়ার বাবাও। তিনি বলেছিলেন, 'এই ধরনের অপরাধীরা, কোনও না কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে, তাই এসব বন্ধে কোনও সরকারই আন্তরিক হয় না। কিছুদিন প্রতিবাদ হয়, তারপর সব আগের মতো চলতে থাকে'। আরজি করের ঘটনা নিয়ে তীব্র আক্ষেপ ঝরে পড়েছিল তাঁর গলাতেও।
এদিকে আজ, দিল্লি থেকে কলকাতায় এলেন সাইকোলজিক্যাল বিশেষজ্ঞরা। ৩জন মনস্তাত্বিক বিশেষজ্ঞদের আনল সিবিআই। জেরায় অনেক তথ্য গোপন করছে সঞ্জয়, সন্দেহ সিবিআইয়ের, এমনটাই খবর সূত্রের। সঞ্জয়ের বডি ল্যাঙ্গোয়েজ দেখার জন্য আনা হল মনস্তাত্বিক বিশেষজ্ঞদের। আর জি কর-কাণ্ডে বাকিদের জিজ্ঞাসাবাদের সময়ও নজর মনস্তাত্বিকদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে