সমীরণ পাল ও বিটন চক্রবর্তী, নিউটাউন ও পাঁশকুড়া : উৎসবে আছেন, আবার প্রতিবাদেও। এবার পুজোর সঙ্গে মিশে গেল বিচারের দাবি। নিউটাউনের একটি ক্লাবের সদস্যরা প্রতিমা আনতে গিয়ে স্লোগান দিলেন 'জাস্টিস ফর আর জি কর'। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের একটি ক্লাবের আমন্ত্রণপত্রে লেখা হল ‘উই ডিমান্ড জাস্টিস’। RG Kar News


দুয়ারে দুর্গোৎসব। বাঙালির প্রাণের উৎসব। এই ক’টা দিন শোক-দুঃখ, পাওয়া-না পাওয়ার যন্ত্রণা ভুলে আনন্দে মেতে ওঠার পালা। কিন্তু, এবার সেই উৎসবের আবহে মিশেছে বিষাদের সুর। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস খুনের ঘটনায় গোটা রাজ্য তোলপাড়। শারদোৎসবেও প্রতিবাদের ছোঁয়া।

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুরে মৃৎশিল্পীদের পাড়ায় শোনা গেল 'জাস্টিস ফর আর জি কর' স্লোগান। প্রতিমা আনতে গিয়ে ন্যায়বিচার চেয়ে সরব হলেন নিউটাউনের সর্দারপাড়া চক পাচুরিয়া ক্লাবের সদস্যরা। সর্দারপাড়া চক পাচুরিয়ার সদস্য ভরত কাহার বলেন, 'আর জি করের যে অভয়া নির্যাতিতা হয়ে খুন হয়েছেন, তাঁর বিচারের দাবিতে এবং যারা মূল দোষী তারা খুব শীঘ্র শাস্তি পাক, এই জন্যই আমাদের এই ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।'

এ বছর প্রায় ২০টি প্রতিমা গড়েছেন দেগঙ্গার বিশ্বনাথপুরের মৃৎশিল্পী সুধীন পাল। তিনিও চান, আর জি কর কাণ্ডে বিচারের দাবি যেন হারিয়ে না যায়। প্রতিমা শিল্পী সুধীন পাল বলেন, 'শারদোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই শ্রেষ্ঠ উৎসবে আমাদের মনে খুব কষ্ট। অভয়াকে নৃশংসভাবে হত্যা করেছে। সমস্ত মানুষ চায় এর একটা বিচার হোক।'

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাংলই গ্রামে পুজোর আমন্ত্রণপত্রেও প্রতিবাদের ভাষা। ১৮ তম বর্ষে শারদীয় শক্তি আরাধনা পুজো কমিটির পুজোর থিম, চিত্রে ও কাব্যে অভয়ার পথে। প্রতিমা সাবেকী। একাধিক মডেলের মাধ্যমে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে আর জি কর মেডিক্যালের ঘটনাবলী। পাঁশকুড়ার শারদীয়া শক্তি আরাধনা কমিটির উদ্যোক্তা দেবব্রত কবি বলেন, 'এখানে আমরা মূলত আর জি করের বিষয়গুলো তুলে ধরেছি। যেগুলো আমন্ত্রণপত্রে প্রথমে একটি চিত্রে এবং সেখানে লিখে রেখেছি, ‘উই ডিমান্ড জাস্টিস’। প্রায় দেড় শতাধিক চিত্রের মাধ্যমে সমসাময়িক যে আর জি করের ঘটনা এবং বন্যা পরিস্থিতিও তুলে ধরেছি।'

মানুষের কথা ভেবেই উৎসবে ফেরা, আবার মানুষের জন্যই প্রতিবাদ। বাংলায় এবার অন্যরকম পুজো।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।