কলকাতা: মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি (RG Kar News)। গতকাল মধ্যরাতে আরজি কর হাসপাতালে হয় ভাঙচুর, রীতিমতো তাণ্ডব চলে। ব্যারিকেড ভেঙে হাসপাতালে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। এরপরই আজ আরজি কর হাসপাতালে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। জুনিয়র চিকিৎসকদের ভাঙা আন্দোলন মঞ্চে যান তিনি। তাঁর সামনেই 'বিচার চাই' স্লোগান ওঠে মুহূর্মুহু। বিচারের আশ্বাসের পাশাপাশি আর কী দাবি রাজ্যপালের?


বৃহস্পতিবার আরজি কর হাসপাতালে পৌঁছন রাজ্যপাল, পড়ুয়াদের দিলেন আশ্বাস


এদিন আরজি কর হাসপাতালের আন্দোলনরত পড়ুয়াদের মুখোমুখি হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর সামনেই বারবার বিচার চেয়ে ওঠে স্লোগান। পড়ুয়াদের আশ্বস্ত করে রাজ্যপাল বলেন, 'আপনারা বিচার পাবেন। আমি এখানে ব্যক্তিগতভাবে এসেছি আপনাদের কথা শুনতে। আমি আপনাদের সঙ্গে আছি, একসঙ্গে লড়াই করব। আমরা জিতব। আমরা জয় করব। আমরা এই রাজ্যে আমাদের বোনেদের সঙ্গে এমন ঘৃণ্য কাজ আর হতে দেব না। আমরা প্রত্যেকে আপনাদের সঙ্গে আছি। আমাদের চোখ আর কান খোলা আছে। বিচার পাওয়ার জন্য আমরা সর্বত্র এই লড়াই করব। আপনাদের জন্য নিজেকে নিবেদিত করব, আপনারা যা চান তা দেখব, যাতে এই সমাজে মহিলারা সুখে বাস করতে পারেন। আমরা প্রত্যেকে একসঙ্গে কাজ করব, আমাদের সেরাটা দেব। জয় আমাদের হবে।'


ভাঙচুর হওয়া হাসপাতালের ১৮টি বিভাগ ঘুরে দেখে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। এদিন কলকাতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, পুলিশের একাংশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এবং এই অপরাধের সঙ্গে জড়িত। তিনি বলেন, 'আমি যা দেখেছি, যা শুনেছি, যা বলা হয়েছে আমাকে এবং রিপোর্ট দেওয়া হয়েছে। এখানে যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক, যন্ত্রণাদায়ক এবং শোচনীয়। এটা বাংলা, ভারত ও মানবতার লজ্জা। এটা আমাদের চারপাশে দেখা সবচেয়ে বড় অবক্ষয়।' তিনি আরও বলেন, 'আইনের রক্ষকরা নিজেরাই ষড়যন্ত্রকারী হয়ে উঠেছে। পুলিশের একটি অংশকে রাজনৈতিক ও অপরাধী করে রাখা হয়েছে। এই পচন শেষ করতে হবে... এর দায় সরকারের। প্রথম দায় বর্তায় সরকারের ওপরই। আমাদের নিরাপত্তা প্রয়োজন যাতে যখন রাতে কেউ কর্মক্ষেত্রে যায় সে নিজেকে সুরক্ষিত মনে করে... এটা রক্তস্নান চলছে আর কিছু না।'


 



আরও পড়ুন: Mamata Banerjee:'বাম-রাম একত্রিত হয়ে এটা করেছে,' আরজি করে তাণ্ডব নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর


হাসপাতালে ঢুকে যে দুষ্কৃতীরা তাণ্ডব চালাল, সমস্ত কিছু ভেঙে চুরে তছনছ করল, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? পড়ুয়াদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, 'আমি পুলিশ স্টেশনে যাই, পরিস্থিতির কথা শুনি, আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের মতামত জানব, এবং একমাত্র তারপরই পদক্ষেপ গ্রহণ করব।'


প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে, দোষীদের শাস্তি চেয়ে ১৪ অগাস্ট, রাত ১১.৫৫ নাগাদ রাজ্যজুড়ে, দেশের নানা প্রান্তে এমনকী বিদেশেও মহিলাদের 'রাত দখল' করার ডাক দেওয়া হয়। দিকে দিকে প্রতিবাদ মিছিল বেরোয়। কিন্তু এর খানিক পরেই হঠাৎ রণক্ষেত্র হয়ে ওঠে আরজি কর চত্বর। দুষ্কৃতী তাণ্ডবে ভেঙে গুঁড়িয়ে যায় আন্দোলন মঞ্চ, প্রাণ ভয়ে পালিয়ে, লুকিয়ে বাঁচেন একাধিক চিকিৎসক, সাধারণ মানুষ, আক্রান্ত পুলিশকর্মীরাও। এরপরই আজ ঘটনাস্থলে যান রাজ্যপাল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।