RG Kar News Live : মুখ্যমন্ত্রীকে অনশনমঞ্চে আসার বার্তা অপর্ণা সেনের 

আর ষষ্ঠী। মায়ের বোধন। সেই সঙ্গে কলকাতায় 'অভয়া পরিক্রমা'। বিচারের দাবিতে আজ মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা ।

ABP Ananda Last Updated: 10 Oct 2024 12:54 AM
Ratan Tata Demise: প্রয়াত শিল্পপতি রতন টাটা

প্রয়াত শিল্পপতি রতন টাটা। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রতন টাটা

RG Kar Protest: একদিকে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল, অন্যদিকে দাবি পূরণে অনড় জুনিয়র ডাক্তাররা

একদিকে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল, অন্যদিকে দাবি পূরণে অনড় জুনিয়র ডাক্তাররা। ৪দিন ধরে টানা অনশন, চাপের মুখে আলোচনার ডাক সরকারের

WB News Live : কাল কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা

কাল কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
 

RG Kar Protest: বিচারের দাবিতে স্লোগান দেওয়ার সময় আটক করল পুলিশ

ম্যাডক্স স্কোয়ারের পর ত্রিধারা সম্মিলিনী, বিচারের দাবিতে স্লোগান, ত্রিধারা সম্মিলনী পুজো মণ্ডপের সামনে বিচারের দাবিতে স্লোগান। বিচারের দাবিতে স্লোগান দেওয়ার সময় আটক করল পুলিশ। বিক্ষোভকারীদের আটক করে লালবাজার নিয়ে গেল পুলিশ

RG Kar Issue: অনশনে জুনিয়র ডাক্তার, পাশে দেশের ডাক্তাররা

অনশনে ৭ জুনিয়র ডাক্তার, পাশে দেশের ডাক্তাররা। অনশনকারীদের পাশে দিল্লি, যোধপুর, ভোপাল, কল্যাণী এইমসের ডাক্তাররা। হায়দরাবাদের ওসমানিয়া মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। প্রয়াগরাজের এনএমএমসির রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি।  

RG Kar Issue: অনশনে ৭ জুনিয়র ডাক্তার, পাশে দেশের ডাক্তাররা

অনশনে ৭ জুনিয়র ডাক্তার, পাশে দেশের ডাক্তাররা। অনশনকারীদের পাশে দিল্লি, যোধপুর, ভোপাল, কল্যাণী এইমসের ডাক্তাররা। হায়দরাবাদের ওসমানিয়া মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। প্রয়াগরাজের এনএমএমসির রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি।  

RG Kar Case Update: মুখ্যমন্ত্রীকে অনশনমঞ্চে আসার বার্তা অপর্ণা সেনের 

অনশনে জুনিয়র ডাক্তাররা, মুখ্যমন্ত্রী আসুন, বার্তা অপর্ণা সেনের। মুখ্যমন্ত্রীকে অনশনমঞ্চে আসার বার্তা অপর্ণা সেনের 

RG Kar Issue: চিকিৎসকদের অনশন মঞ্চে অপর্ণা সেন

চিকিৎসকদের অনশন মঞ্চে অপর্ণা সেন

RG Kar Case Update: জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকল সরকার

অনশনের ৪দিনের মাথায় জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকল সরকার। মুখ্যসচিবের আবেদনে সাড়া, স্বাস্থ্য ভবন যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের । আজ রাত পৌনে ৮টায় স্বাস্থ্য ভবনে বৈঠকে আসার আহ্বান। আন্দোলনকারীদের ৮-১০ জন প্রতিনিধিকে বৈঠকে ডাক। ধর্মতলায় অনশনকারীদের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠক। 

RG kar Hunger Strike : ধর্মতলায় অনশন মঞ্চে যাচ্ছেন রাজ্যপাল

ধর্মতলায় অনশন মঞ্চে যাচ্ছেন রাজ্যপাল

RG Kar Issue: ফের 'অভয়া পরিক্রমায়' বাধা

জুনিয়র ডাক্তারদের অনশনের প্রায় ৪দিন, ফের 'অভয়া পরিক্রমায়' বাধা। মিনিডোরে অভয়া পরিক্রমায় বাধা, পুলিশের পা ধরে অনুমতির আবেদন মহিলার। মিনিডোর যেতে বাধা, হেঁটেই অভয়া পরিক্রমার সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের। পুলিশের বাধা, মিনিডোরের চাবি খুলে নিতেই চাঁদনি চকে তুলকালাম। পুলিশ চাবি কেড়ে নিতেই ঠেলে মিনিডোর ঠেলে এগোনোর চেষ্টা। পুলিশকে ঠেলে সরিয়ে মিনিডোর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। ষষ্ঠীর দুপুরে চাঁদনি চকে তুলকালাম, বাধা সরিয়ে 'ধর্মতলা চলো'।

RG Kar Case Update: CBI অফিস অভিযানের ডাক

আর জি কর মেডিক্যালে ধর্ষণ, খুনের ঘটনায়, CBI-এর প্রথম চার্জশিটে একজনের নাম কেন, সেই প্রশ্ন তুলে বুধবার, CBI অফিস অভিযানের ডাক দিয়েছে ডাক্তার-নার্সদের ৩টি সংগঠন --- সার্ভিস ডক্টর্স ফোরাম, মেডিক্যাল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটি। আজ দুপুর ৩টেয় করুণাময়ী মোড় থেকে শুরু হবে মিছিল। শেষ হবে CBI-এর CGO কমপ্লেক্সের অফিসে গিয়ে।

RG Kar Issue : এবার উত্তরবঙ্গ মেডিক্যালেও গণ-ইস্তফা

আর জি কর, কলকাতা মেডিক্যালের পর এবার উত্তরবঙ্গ মেডিক্যালেও গণ-ইস্তফা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে গণ-ইস্তফা। উত্তরবঙ্গ মেডিক্যালে গণ-ইস্তফা ৫০ জন সিনিয়র চিকিৎসকের। উত্তরবঙ্গে সিনিয়র চিকিৎসকদের গণইস্তফা, জুনিয়রদের প্রতীকী অনশন।  

RG Kar Protest : জুনিয়র ডাক্তারদের অনশনের প্রায় ৪দিন, 'অভয়া পরিক্রমা' ঘিরে ধুন্ধুমার

জুনিয়র ডাক্তারদের অনশনের প্রায় ৪দিন, 'অভয়া পরিক্রমা' ঘিরে ধুন্ধুমার। পুলিশের বাধা, ম্যাটাডোরের চাবি খুলে নিতেই চাঁদনি চকে তুলকালাম। পুলিশ চাবি কেড়ে নিতেই ঠেলে ম্যাটাডোর ঠেলে এগোনোর চেষ্টা। পুলিশকে ঠেলে সরিয়ে ম্যাটাডোর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। ষষ্ঠীর দুপুরে চাঁদনি চকে তুলকালাম, বাধা সরিয়ে 'ধর্মতলা চলো'। 

RG Kar Issue : আর জি কর মেডিক্যালের পর এবার কলকাতার ২ মেডিক্যালে শতাধিক গণ-ইস্তফা! 

আর জি কর মেডিক্যালের পর এবার কলকাতার ২ মেডিক্যালে শতাধিক গণ-ইস্তফা!  এবার কলকাতা মেডিক্যালে গণ-ইস্তফা ৭০ জন চিকিৎসকের। সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইনের পর গণ-ইস্তফা। ন্যাশনাল মেডিক্যালেও ৩৫ জন চিকিৎসকের গণ-ইস্তফা 

WB News Live : জঙ্গিপুরে চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে সরকারি হাসপাতালে তুলকালাম

ডোমকলের পর জঙ্গিপুর। ফের চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে সরকারি হাসপাতালে তুলকালাম। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতের পরিজনেরা।জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করায়, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।

WB News Live : পঞ্চমীর রাতে আরামবাগে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার তৃণমূল নেতা

পঞ্চমীর রাতে আরামবাগে যুবককে পিটিয়ে খুন। গ্রেফতার তৃণমূল নেতা। ধৃত হেমন্ত পাল আরামবাগের ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল
সভাপতি। ঘটনাটি ঘটেছে তাঁর ওয়ার্ডের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায়। 

WB News Live : আজ ষষ্ঠী, সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন

আজ ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন। বোধনের পর দেবীর অধিবাস। বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা। গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা। সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে। 

WB News Live : 'জুনিয়র ডাক্তারদের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসে জট কাটাক সরকার' মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন একাধিক চিকিৎসক সংগঠনের 

জুনিয়র ডাক্তারদের অনশন, কর্মবিরতির হুঁশিয়ারি একাধিক চিকিৎসক সংগঠনের
রাত ১২টা থেকে কর্মবিরতির হুঁশিয়ারি একাধিক চিকিৎসক সংগঠনের 
'অনশনরত চিকিৎসকদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ করুক রাজ্য সরকার'
'জুনিয়র ডাক্তারদের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসে জট কাটাক সরকার'
মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন একাধিক চিকিৎসক সংগঠনের 

WB News Live : 'জুনিয়র ডাক্তারদের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসে জট কাটাক সরকার' মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন একাধিক চিকিৎসক সংগঠনের 

জুনিয়র ডাক্তারদের অনশন, কর্মবিরতির হুঁশিয়ারি একাধিক চিকিৎসক সংগঠনের
রাত ১২টা থেকে কর্মবিরতির হুঁশিয়ারি একাধিক চিকিৎসক সংগঠনের 
'অনশনরত চিকিৎসকদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ করুক রাজ্য সরকার'
'জুনিয়র ডাক্তারদের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসে জট কাটাক সরকার'
মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন একাধিক চিকিৎসক সংগঠনের 

WB News Live : গণ ইস্তফার পাশাপাশি জুনিয়রদের আন্দোলনের পাশে সিনিয়ররা ডাক্তাররা

সরকারের ওপর আরও চাপ বাড়ালেন চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের পাশে দাঁড়িয়ে , এবার গণইস্তফার পথে হাঁটতে শুরু করলেন সিনিয়র ডাক্তাররা। রাজ্য় সরকারকে কার্যত ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে, গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন মেডিক্য়াল কলেজ এবং SSKM-এর চিকিৎসকরাও। গণ ইস্তফার পাশাপাশি জুনিয়রদের আন্দোলনের পাশে দাঁড়াতে প্রতীকী অনশনেও বসেছেন সিনিয়ররা ডাক্তাররা। 

RG Kar Case : ষষ্ঠীতে কলকাতায় 'অভয়া পরিক্রমা'

অনশনের ৩দিন পার, এবার ষষ্ঠীতে কলকাতায় 'অভয়া পরিক্রমা'। উত্তর থেকে দক্ষিণ-বিচারের দাবিতে আজ মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা। আর জি কর থেকে জয়নগর-ম্যাটাডোরে প্রতীকী মূর্তি নিয়ে 'অভয়া পরিক্রমা'

RG Kar Case : আজ দুপুর ৩টেয় করুণাময়ী মোড় থেকে শুরু হবে মিছিল

আর জি কর মেডিক্যালে ধর্ষণ, খুনের ঘটনায়, CBI-এর প্রথম চার্জশিটে একজনের নাম কেন, সেই প্রশ্ন তুলে বুধবার, CBI অফিস অভিযানের ডাক দিয়েছে ডাক্তার-নার্সদের ৩টি সংগঠন --- সার্ভিস ডক্টর্স ফোরাম, মেডিক্যাল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটি। আজ দুপুর ৩টেয় করুণাময়ী মোড় থেকে শুরু হবে মিছিল। শেষ হবে CBI-এর CGO কমপ্লেক্সের অফিসে গিয়ে।

RG Kar Case : আজ দুপুর ৩টেয় করুণাময়ী মোড় থেকে শুরু হবে মিছিল

আর জি কর মেডিক্যালে ধর্ষণ, খুনের ঘটনায়, CBI-এর প্রথম চার্জশিটে একজনের নাম কেন, সেই প্রশ্ন তুলে বুধবার, CBI অফিস অভিযানের ডাক দিয়েছে ডাক্তার-নার্সদের ৩টি সংগঠন --- সার্ভিস ডক্টর্স ফোরাম, মেডিক্যাল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটি। আজ দুপুর ৩টেয় করুণাময়ী মোড় থেকে শুরু হবে মিছিল। শেষ হবে CBI-এর CGO কমপ্লেক্সের অফিসে গিয়ে।

প্রেক্ষাপট

কলকাতা : অনশনের ৩দিন পার, এবার ষষ্ঠীতে কলকাতায় 'অভয়া পরিক্রমা'। উত্তর থেকে দক্ষিণ-বিচারের দাবিতে আজ মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা । আর জি কর থেকে জয়নগর-ম্যাটাডোরে প্রতীকী মূর্তি নিয়ে 'অভয়া পরিক্রমা'। 


অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের অনশনের প্রেক্ষিতে কর্মবিরতির হুঁশিয়ারি দিন একাধিক চিকিৎসক সংগঠন। রাত ১২টা থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দেয় একাধিক চিকিৎসক সংগঠন। 'অনশনরত চিকিৎসকদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ করুক রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসে জট কাটাক সরকার' মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন করল একাধিক চিকিৎসক সংগঠন।    


আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে পঞ্চমীর কলকাতাতেও হল জোড়া মিছিল। রাস্তায় নামলেন জুনিয়র থেকে সিনিয়র ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল কলেজ ও SSKM হাসপাতাল থেকে বেরিয়ে এদিন দুটি মিছিলই গিয়ে মেশে ধর্মতলার অনশনস্থলে। অন্যদিকে, বায়ো টয়লেট, চৌকির পর মঙ্গলবার সকালে জুনিয়র ডাক্তারদের অনশনস্থলে জলের গাড়ি আনতেও বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.