RG Kar News Live : মুখ্যমন্ত্রীকে অনশনমঞ্চে আসার বার্তা অপর্ণা সেনের 

আর ষষ্ঠী। মায়ের বোধন। সেই সঙ্গে কলকাতায় 'অভয়া পরিক্রমা'। বিচারের দাবিতে আজ মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা ।

ABP Ananda Last Updated: 10 Oct 2024 12:54 AM

প্রেক্ষাপট

কলকাতা : অনশনের ৩দিন পার, এবার ষষ্ঠীতে কলকাতায় 'অভয়া পরিক্রমা'। উত্তর থেকে দক্ষিণ-বিচারের দাবিতে আজ মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা । আর জি কর থেকে জয়নগর-ম্যাটাডোরে প্রতীকী মূর্তি নিয়ে 'অভয়া পরিক্রমা'। অন্যদিকে,...More

Ratan Tata Demise: প্রয়াত শিল্পপতি রতন টাটা

প্রয়াত শিল্পপতি রতন টাটা। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রতন টাটা