সন্দীপ সরকার, কলকাতা: ডাক্তার মেয়ের ধর্ষণ ও খুনের বছর পূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার মা-বাবা। অভিযোগ সেখানে মার খেতে হয়েছে সন্তান হারা মা-কে। নবান্ন অভিযানে আহত অভয়ার মা, এবার থানায় অভিযোগ অভয়ার বাবার।
পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ অভয়ার বাবার। শেক্সপিয়র সরণি থানায় ইমেলে অভিযোগ অভয়ার বাবার। অভিযোগে বলা হয়েছে, 'কিড স্ট্রিট-জওহরলাল নেহরু রোড ক্রসিংয়ে পুলিশের টানা হেঁচড়া। অভয়ার মায়ের হাত ধরে টানা হেঁচড়া শুরু করে পুলিশ। অভয়ার মায়ের ডান হাতের শাখা ভেঙে যায়। অভয়ার মায়ের মাথা ও পিঠে লাঠি দিয়ে মারে পুলিশ। এটা ইচ্ছাকৃত ও পূর্ব পরিকল্পিত হামলা। আমার স্ত্রীকে গুরুতর আঘাত করার জন্যই হামলা। আমার স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারত। আমার অভিযোগের ভিত্তিতে দ্রুত FIR করা হোক', শেক্সপিয়র সরণি থানায় ইমেলে অভিযোগ অভয়ার বাবার।
এদিকে, নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছেন। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন আর জি কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের মা। শনিবারই তড়িঘড়ি নিহত চিকিৎসকের মাকে ই-এম বাইপাসের মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এরপরই মারাত্মক অভিযোগ করলেন নিহত চিকিৎসকের বাবা। তাঁর অভিযোগ, সরকারের চাপে অভয়ার মাকে ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। শনিবার সারারাত জরুরি বিভাগে পর্যবেক্ষণে থেকে স্থিতিশীল ছিলেন অভয়ার মা। রবিবার সকালে জরুরি বিভাগ ও স্নায়ু বিভাগের চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। তিনি নতুন কোনও সমস্যার কথা জানাননি। সুতরাং চিকিৎসকরা আগের সিদ্ধান্ত মতোই পরামর্শ দিয়েছেন যে, বাড়িতেই তাঁর চিকিৎসা চলতে পারে।
অন্যদিকে, নিহত তরুণীর চিকিৎসকের বাবার একটি ভিডিও শেয়ার করে সোমবার সোশাল মিডিয়ায় আক্রমণ শানান কুণাল ঘোষ। কুণাল ঘোষ লিখেছেন, মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। সবাই জানে CBI-কে নিয়ন্ত্রণ করে বিজেপি। উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান। আপনার প্রতি সম্মান, সহমর্মিতা রেখেই বলছি, CBI নিয়ে আমাকে জড়িয়ে এইসব মিথ্যাচার হল ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার।