কলকাতা: আরজিকর কাণ্ডে প্রতিবাদে সরব সারা দেশ। এই প্রতিবাদে সামিল হয়েছেন টলি পাড়ার অভিনেতা-অভিনেত্রীরাও। আরজি করের মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে কেউ রাস্তায় নেমেছেন। কেউবা সোশ্যালে ক্ষুরধার মন্তব্যে। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা ও প্রশাসন। সাধারণ মানুুষের মুখে We Want Justice. । তবে যখন অভিনেতা-অভিনেত্রী-সংগীত শিল্পীদের মুখে 'বিচাই চাই' বলে দাবি, ঠিক তখনই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছে রাজ্যের বিরোধী দল। আরজি করের ঘটনায় প্রশ্ন তুলেছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। এদিকে এমন এক পরিস্থিতিতেই আজ মুক্তি পেয়েছে The Diary of West Bengal . আর বলাইবাহুল্য পুরোপুরি রাজনৈতিক ডায়াফ্রামে, এই ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, 'বাংলার ভাবমূর্তি নষ্ট করতে আজ এই ছবির মুক্তি। বাংলা ইন্ডাস্ট্রি প্রতিবাদ করবে না?' এমন এক আবহে এবার মুখ খুললেন অভিনেতা। এবিপি আনন্দ এর কাছে বিশেষ সাক্ষাৎকার দিলেন এবার পরমব্রত চট্টোপাধ্যায়।
এদিন পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, আজকে আমার মনে হয়, কুণাল বাবু যে কথাগুলি বলছেন, লার্জলি অপ্রাসঙ্গিক। কারণ তিনি অন্য সিনেমাগুলিকে টেনে যে কথাগুলি বলছেন, নিশ্চয়ই বাংলাকে নিয়ে কিছু ফেক নিউজ বা মিথ প্রচারিত হয়। যারা তৃণমূল কংগ্রেস করেন, শাসকদলের সদস্য যারা, তাঁরা কীভাবে সেটার দাবি জানাবেন, কীভাবে সেটাকে কাটবেন, সেটার শিক্ষা কিন্তু সেই দলকেই দিতে হবে। তাঁদেরকে রাজনৈতিকভাবে পরিপক্ক করে তুলতে হবে। আর আমরা যারা সুশীল সমাজ বা সিভিল সোসাইটির গর্বিত সদস্য বলে দাবি করি, তারা কিন্তু সবচেয়ে বেশি এই ধরণের ডিবাঙ্কিং গুলি করে থাকি। সেটা কুণাল বাবু হয়তো খবর রাখেন না।'
আরও পড়ুন, 'মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ভয় পাচ্ছেন..', RG কর কাণ্ডে মন্তব্য লকেটের
পরমব্রত-র সংযোজন,' আবারও বলছি, নন্দীগ্রাম মুভমেন্টের সময়, তখনকার শাসকদল আমাদের বলেছিল , বিরোধীদলের ঘনিষ্ঠ হওয়ার জন্য এরা এটা করছে। ২০১৯ সালে আমরা যখন এনআরসি- এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম, তখন কেন্দ্র বলেছিল, রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ বলে আমরা এটা করছি। আজকে যখন আমরা আরজিকর কাণ্ডের সমালোচনা বা প্রতিবাদ যখন করছি, তখন শাসকদল বলছে আমরা নাকি বিরোধী পক্ষ রাম-বাম-এর হয়ে কাজটা করছি। তো এই মেরুকরণটা যত এরা করতে থাকবেন, শাসকদলের মুখপাত্র করতে থাকবেন, ততই শাসকদল ও বিরোধী পক্ষের মধ্যে ফারাকটা মিটে যেতে থাকবে, বোঝা যাবে যে, রাজনীতিতে যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।