কলকাতা : আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে সোমবার ফের পথে নামছে 'অভয়া মঞ্চ' । কলকাতা থেকে জেলা, অভয়া মঞ্চের 'জ্বালাও আলো, দ্রোহের আলো' কর্মসূচি পালন করবে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। এরই মাঝে 'অভয়া দিদি'র জন্য ভাইফোঁটায় বিশেষ বার্তা আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার।
৯ নভেম্বর আর জি কর কাণ্ডের তিন মাস পার হয়ে যাবে। এখনও পর্যন্ত বিচার অধরা। তাই ফের নামছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। ঘটনার পর থেকেই জুনিয়র ডাক্তাদের প্রতিবাদে মুখর হতে দেখা গিয়েছে। আর তাঁদেরই অন্যতম মুখ চিকিৎসক আসফাকুল্লা নাইয়া। 'অভয়া দিদি'র প্রতি ঘটে যাওয়া নৃশংস ঘটনার দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবিতে ভাইফেঁটায় বিশেষ বার্তা দিয়েছেন তিনি। বলেছেন ভাইফোঁটার সঙ্গে জড়িয়ে থাকা যম যমুনার গল্প, কীভাবে বোনের জন্য ভাইয়ের মন কাঁদে। সেই গল্পের উল্লেখ করে ডা. নাইয়া তাঁর 'অভয়া দিদি'কে স্মরণ করেছেন।
চিকিৎসক আসফাকুল্লা লিখেছেন, 'পুরাণ মতে, সূর্যদেবের যমজ সন্তান হলেন যম ও যমুনা। বড় হওয়ার পরে একে অপরের থেকে অনেক দূরে চলে যান যম ও যমুনা। দীর্ঘদিন দুই ভাইবোনের মধ্যে বন্ধ দেখা সাক্ষাৎ। এদিকে ভাইকে না দেখে খুব মন খারাপ যমুনার। শেষে আর থাকতে না পেরে, যমুনা যমকে মর্ত্যে আসার আহ্বান জানায়। সেই নিমন্ত্রণ পেয়েই বোনের বাড়িতে এসে উপস্থিত হন যমরাজ। বাড়িতে ভাই এলে তাঁকে যথাসাধ্য আপ্যায়ন করেন দিদি যমুনা। লুচি, পায়েস, সন্দেশ, মিষ্টি সুস্বাদু খাবার দিয়ে সাজিয়ে আপ্যায়ন করেন তাঁকে। যমুনা ভাইয়ের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে, ফোঁটা দিয়ে প্রার্থনা করেন। সেই থেকেই এই দিন ভাইফোঁটা উৎসব পালনের রীতি।'
যম ও যমুনার ভাই-বোনের সম্পর্কের এই আজন্ম টানের কথাই ভাইফোঁটার প্রার্থনায় প্রতিবছর উচ্চারিত হয় । 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা'। না, বোন বা দিদি অভয়াকে বাঁচাতে পারেননি ভাইরা। সেই আফশোস চিরকালীন। সেই কথা মনে করেই চিকিৎসক নাইয়া লিখলেন, ' আমরা আমাদের বোন,দিদি 'অভয়া 'কে অনেকদিন দেখছিনা, তারাদের দেশে চলে গেল । আর কখনো দেখতে পাবোনা । তাই ভাইফোটার এই ভালোবাসার উৎসবে বিচার চেয়ে আমরা ভাই এরা ফোঁটা নিলাম । বাংলার সমস্ত দিদি ,বোন দের থেকে।'
দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবিতে সোমবার ফের পথে নামছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি পালন করবে অভয়া মঞ্চ। কিন্তু কবে 'অভয়া দিদি বিচার পাবে, সেই উত্তরের অপেক্ষাতেই বাংলার ভাই-বোনেরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে