কলকাতা: আন্দোলনের ৩৬ দিন, অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের বৈঠক। কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু জুনিয়র ডাক্তারদের। ২ স্টেনোগ্রাফারকে নিয়েই বৈঠকে ঢুকেছেন ডাক্তাররা। ফলে মনে করা হচ্ছে ডাক্তারদের শর্তে সায় দেওয়া হয়েছে। ডাক্তারদের পক্ষের স্টেনোগ্রাফারদের সঙ্গে নিয়েই বৈঠকে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 


এদিন বাসে করে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছন ডাক্তাররা। এদিন প্রোটোকল ভেঙে ডাক্তারদের বাসের জন্য উঠল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের ব্যারিকেড। মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ডাক্তারদের বাস ঢুকে যায়। সেখান থেকে ৩০ জন ডাক্তার নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে যাবতীয় প্রোটোকল মেনে রেজিস্টারে সই করেন। মুখ্য়মন্ত্রীর বাড়িতে ঢোকেন। ৫ দফা দাবি রয়েছে আন্দোলনকারী ডাক্তারদের। সেইগুলি কি আজ মেনে নেওয়া হবে? আন্দোলন এবং কর্মবিরতি চলছে, আজ মিটিংয়ের পর কর্মবিরতি কি উঠে যাবে? এমন আশা করা হচ্ছে। এতদিন ধরে বারবার ভেস্তে যাচ্ছিল বৈঠক। এবার বৈঠক শুরু হয়েছে বলে সূত্রের খবর, তাহলে কি এবার জট কাটবে?  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: 'মুখ্যসচিবের ইমেলে ধোঁয়াশা, অবস্থান স্পষ্ট করুক সরকার', ফের কেন ইমেল করলেন ডাক্তাররা?