কলকাতা: আর জি কর-কাণ্ডের (RG Kar Protest) ৮৪ দিন পার। এখনও অধরা বিচার। আর এরই মধ্যে ফের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যার পাল্টা এবার জবাব দিয়েছেন জুনিয়র ডাক্তাররাও। বুঝিয়ে দিলেন ন্যায়বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে।
আর এবার কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যের পাল্টা জবাব দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ। এদিন তিনি বলেন, "কলেজের যে তদন্ত কমিটি হয়েছিল, সেখানে ছেলেমেয়েরা তাঁদের নিজেদের বয়ান দিয়েছে। কেউ কেউ ব্যক্তিগতভাবেও আমাকে বলেছে যাঁদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। যদি উনি সত্য়িই প্রমাণ চান, তাহলে একদিন আসুন আরজি কর মেডিক্যাল কলেজে। যাঁদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাঁদের সঙ্গে কথা বলুন। তাহলেই বুঝতে পারবেন। আন্দোলন কারও হাতে পড়েনি। আমাদের আন্দোলন ফিনিশ হয়ে গেছে মানেটা কী! আন্দোলন যেভাবে শুরু হয়েছিল সেভাবেই আছে। ন্য়ায় বিচারের যে আন্দোলন সেটার কপিরাইট WBJDF নিয়ে রাখেনি। WBJDF নিজেদের মতো করে আন্দোলন করেছে। যতক্ষণ না ন্যায়বিচার আসবে ততক্ষণ আন্দোলন করে যাবে। যাঁরা বলছেন আন্দোলন শেষ হয়ে গেল, তাঁরাও নিজেদের মতো করে আন্দোলন করুক সেটাই চাই।''
কী বলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
এদিন শ্রীরামপুরের সাংসদ বলেন, "কোনও প্রমাণ দিতে না পেরে চিৎকার করছে। থ্রেট কালচার নিয়ে ভিত্তিহীন অভিযোগ। সিপিএমের হাতে পড়ে এরা সবাই ফিনিশ। থ্রেট কালচারের কথা মুখে বললে হবে না, প্রমাণ চাই। বলছে কাঁচিতে মরচে, আর গ্লাভসে রক্তের দাগ। কোনটা রক্ত আর কোনটা কেমিক্যাল সেটাই জানে না।'
আর জি কর কাণ্ডে তিন মাস হচ্ছে আগামী ৯ নভেম্বর। আর তার আগে এবার একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তররা। পাশাপাশি ফের CBI-এর চার্জশিট নিয়ে প্রশ্ন আন্দোলনরীরা। বিচারের দাবিতে ৯ নভেম্বর বিভিন্ন মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারির ডাক দেওয়া হয়েছে। ওইদিন আন্দোলন নিয়ে জনমত সংগ্রহ অভিযান রয়েছে জুনিয়র ডাক্তারদের। বিকেল ৩টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিলের ডাক দিয়েছে WBJDF। ৯ নভেম্বর জেলায় জেলায় নাগরিক সমাজকে পথে নেমে প্রতিবাদের আহ্বানও দিয়েছেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।