সন্দীপ সরকার, কলকাতা: এবার কলকাতার ৫টি মেডিক্যাল কলেজে চালু হল সেন্ট্রাল রেফারাল সিস্টেম (Central Referral System)। এনআরএস হাসপাতালে চালু হয়েছে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর। কলকাতায় বেড খালি থাকলে, তবেই জেলা থেকে রেফার করা যাবে। কলকাতায় বেড খালি কি না, অনলাইনে রোগীর তথ্য দিয়ে দেখবে জেলার হাসপাতাল।  


চালু হল সেন্ট্রাল রেফারাল সিস্টেম: ১০ দফা দাবি সামনে রেখে আন্দোলন তারপর ধর্মতলায় আমরণ অনশন করেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের দাবিগুলির মধ্যে রয়েছে, অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা চালু করতে হবে। সেই দাবিকে মান্যতা দিয়ে এবার ৫টি মেডিক্যাল কলেজে চালু হল। এদিন এনআরএস-এ দেখা যায় হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর কাজ করছে। এনআরএসে পা রাখলেই ডিজিটাল বোর্ডে দেখা যাচ্ছে, কোন ওয়ার্ডে কত রোগী, কত বেড খালি। এর আগে গত ৭ অক্টোবর মুখ্যসচিব মনোজ পন্থ জানান, "যেটা দেখা যাচ্ছে সিস্টেম তৈরি হয়েছে, ১৫ তারিখ থেকে আমরা একটা পাইলট প্রোজেক্ট শুরু করব। এবং পাইলট প্রোজেক্টের পর আশা করছি, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আমরা এটাকে পুরো রাজ্যে চালু করব। বেড পাওয়ার বিষয়টিও এর সঙ্গে যুক্ত রয়েছে।'' 


কীভাবে করবে কাজ? 


সূত্রের খবর, কলকাতা মেডিক্যাল কলেজ, NRS, SSKM, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজের সঙ্গে যে যে জেলা হাসপাতাল যুক্ত রয়েছে, সেখান থেকে রোগীকে রেফারের প্রয়োজন পড়লে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে রিক্যুইজিশন পাঠানো হবে। কলকাতায় সংশ্লিষ্ট বিভাগে বেড খালি আছে কিনা তা প্রথমে অনলাইনে রোগীর তথ্য দিয়ে দেখবে জেলার হাসপাতাল। পোর্টালে সবুজ সঙ্কেত দেবে কলকাতার মেডিক্যাল কলেজ। এরপর নির্দিষ্ট করা হবে বেড। বেড চিহ্নিত করার পর জেলা থেকে রেফার করা হবে রোগী। যদি বেড খালি না থাকে সেটাও জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে রওনা করানো হবে না জেলা থেকে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ধাপে ধাপে রাজ্যের সর্বত্র চালু হবে সেন্ট্রাল রেফারাল সিস্টেম।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: Patuli Blast: তীব্র শব্দে কেঁপে উঠল এলাকা, বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, খাস কলকাতায় আতঙ্ক