শুভেন্দু ভট্টাচার্য, সৌরভ বন্দ্যোপাধ্যায়, রাজীব চৌধুরী, কলকাতা : ১৪ অগাস্ট মধ্যরাতে মহিলাদের আন্দোলনের ডাকে যখন সারা দেশে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছিল, তখন যে তৃণমূল নেতারা তীর্যক মন্তব্য করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কুণাল ঘোষ, উদয়ন গুহরা। সেদিন উদয়ন বলেছিলেন,  'স্বামীরা মারলে রাতে যেন কোনও মহিলা ফোন করে আমার কাছ থেকে সাহায্য না চায়।' এবার আরও একধাপ এগিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী  বললেন, 'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ আঙুল তুললে আঙুল ভেঙে দিতে হবে'


 আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে : উদয়ন
আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের প্রতিবাদ সভা থেকে প্রকাশ্যে আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেওয়ার হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। ' যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে, সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। নাহলে পরে এরা বাংলাকে একটা নতুন করে বাংলাদেশ করার চেষ্টা করবে। কিন্তু ওরা জানে না, হাসিনা যে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবে না, করেনি। তাই আরজি করে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি, পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না।' 


সহজ নয়, অত সহজে হবে না : কল্যাণ
আর জি কর কাণ্ডে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুলছেন বহু বিক্ষোভকারী। দিকে দিকে ছড়িয়ে পড়ছে আন্দোলনের ঢেউ। এই সময় হুঁশিয়ারির সুর শোনা গেল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। রাম-বাম চক্রান্তের অভিযোগ তুললেন তৃণমূল নেতা। বললেন, 'অনেক কিছু গালাগাল দিচ্ছেন। সামলাতে পারবেন তো?'। কল্যাণ আরো বলেন, 'ভাবলেন গান করে আর স্প্যানিশ গিটার বাজিয়ে পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জিকে উৎখাত করে দেব? অত সহজ নয়, অত সহজে হবে না।' 


আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড়। তার মধ্যেই এবার আন্দোলনকারীদের হুমকি-হুঁশিয়ারি দিলেন তৃণমূলের দুই নেতা! আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রাক-স্বাধীনতার মধ্য়রাতে মেয়েদের রাত দখল কর্মসূচি নিয়ে ভিন্ন সুর শোনা গিয়েছিল তৃণমূলের অন্দরেই। কুণাল ঘোষ, উদয়ন গুহরা যখন 'রাত দখল' নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন, 
তখন তৃণমূলেরই সুখেন্দুশেখর রায়,  শান্তনু সেন, প্রতিমা মণ্ডল, মনোরঞ্জন ব্যাপারীরা আন্দোলকারীদের সমর্থন জানান। 


সেই আবহেই এবার আরজি কর-কাণ্ডে তৃণমূলের প্রতিবাদ সভা থেকে প্রকাশ্যে আন্দোলনকারীদের হুমকি-হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  



আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার