অরিত্রিক ভট্টাচার্য, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনে সুবিচারের দাবি করে রাজ্য সরকারের অনুদান ফেরাল আরও একটি পুজো কমিটি। সমস্তটাই নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এভাবেই সর্বস্তর থেকে প্রতিবাদ আসবে, পুজো কমিটিগুলোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাল বাম-বিজেপি।                                                                    


আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচার চেয়ে রাজপথে যখন প্রতিবাদের ঝড়, তখন দুর্গাপুজোর সরকারি অনুদান ফেরাতে শুরু করেছে একের পর এক পুজো কমিটি। উত্তরপাড়ায় শক্তি সংঘের পর এবার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি। মেয়ের বিচারের দাবিতে মায়ের পুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান করল তারা।


গতমাসেই বাংলায় পুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮৫ হাজার করে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আর জি কর মেডিক্যালে নারকীয় ঘটনার প্রতিবাদে এবার সেই সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি।                                                 



কিছুদিন আগেই, একইভাবে অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয় হুগলির উত্তরপাড়ার শক্তি সঙ্ঘ।গত বছর সরকারি অনুদান নিলেও,  ২২ তম বছরে হাইল্যান্ড পার্ক উৎসব কমিটির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত নেন, এবার তাঁরা রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান নেওয়ার জন্য আবেদন করবেন না।


আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার


এই প্রসঙ্গে সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'পুজো কমিটির সিদ্ধান্তকে সমর্থন করব। সকলেই এভাবে প্রতিবাদ করছে।' আর মাস দেড়েক পরেই ঢাকে কাঠি পড়তে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। তার আগে বাংলার মেয়ের এই মর্মান্তিক পরিণতি ঘিরে প্রতিবাদে সরব হচ্ছেন সর্বস্তরের মানুষজন।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে