কলকাতা: সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদ (RG Kar Protest)। ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত নিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। আর জি করকাণ্ডে দ্রুত সাপ্লেমেন্টারি চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সিনিয়র চিকিৎসকদের সংগঠনের দাবি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে এনওসি দিক রাজ্য সরকার। ১৭ থেকে ২৬ ডিসেম্বর ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 


ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত: রাস্তাই কি ফের রাস্তা দেখাবে? আর জি কর-কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের কি শুরু হতে চলেছে আন্দোলন? ৯০ দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায়, আর জি কর-কাণ্ডে শুক্রবার জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এই ঘটনাই যেন ফের একবার আলোড়ন ফেলে দিয়েছে চিকিৎসক থেকে শুরু করে নাগরিক সমাজের মধ্যে। প্রশ্ন উঠছে, যে সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ-সহ ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়ার দাবি করেছে, তারপরেও কীভাবে জামিন পেয়ে যেতে পারেন তাঁরা? এই অবস্থায় ফের একবার পথে নামছে চিকিৎসক-সংগঠন ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স’।                           


প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, ১৭ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর, এই ১০ দিন ডোরিনা ক্রসিংয়ে শান্তিপূর্ণ অবস্থান করা হবে। এবিষয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, "ধর্নায় বসতে চাইছি। পুলিশ অনুমতি না দিলে আদালতে যাব।'' এর আগে বিচার চেয়ে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তারপর শুরু হয় অনশন। নাগরিক সমাজের বিপুল সাড়া মেলে। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠকের পর, অবশেষে ২১ অক্টোবর রাতে অনশন প্রত্যাহার করে নেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসক কৌশিক বিশ্বাস বলেন, "যারা সিবিআই তদন্ত চেয়েছিলেন তারা এখন কী বলবেন। রাজ্য ৪ দিনে যেটা পেরেছে, সিবিআই এতগুলো দিনেো সেটা পারেনি।''

ফের সলতে পাকছে আন্দোলনের। ফের চলছে কোমরবেঁধে আন্দোলনে নামার প্রস্তুতি। আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে, সোম ও মঙ্গলবার থেকে সোদপুর থেকে বারাসাত পর্যন্ত জাস্টিস মার্চে নামছে বাম ছাত্র-যুবরা। এদিকে, আরজি কর তদন্ত নিয়ে CBI-এর ব্যর্থতার দিকে আঙুল তুলে রবিবার বেহালায় সাইকেল মিছিল করা হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন:  Rabindranath Tagore's Statue Broken: ভাঙল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, পুরুলিয়া পুরসভার সিদ্ধান্তে বিতর্ক