কলকাতা : কলকাতা থেকে জেলা, শহর থেকে শহরতলি, হাওড়া থেকে হাবড়া, আরামবাগ থেকে আসানসোল, শিলিগুড়ি থেকে শান্তিনিকেতন, মালদা থেকে মেদিনীপুর, বাঁকুড়া থেকে জলপাইগুড়ি, স্বাধীনতার মধ্যরাতে রাস্তার দখল নেবে মেয়েরা। রাতের শহরে ভয়ে আর গুটিসুটি নয়, নির্ভয়-দিনের আহ্বান জানাবে বাংলার মেয়েরা। আর জি করের নির্যাতিতার জন্য ন্যায়ের দাবিতে পথে নামবে মেয়েরা। আর সেই উদ্যোগে সাড়া মিলছে ঘর ঘর থেকে। কোনও রাজনৈতিক রং নয়, আট থেকে আশির মেয়েরা নামবেন পথে। কিন্তু আর জি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের 'রাত দখলে'র ডাক নিয়ে এরই মধ্যে তৃণমূলের ভিন্ন মত প্রকাশ্যে এসেছে। এই আন্দোলনকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। আন্দোলনের পিছনে সিপিএম-বিজেপির মদতের অভিযোগ করেছেন তিনি। অথচ তৃণমূলেরই প্রবীণ নেতা সুখেন্দু শেখর রায় নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনিও থাকছেন এই 'রাতদখলের' আন্দোলনে।
সুখেন্দু শেখর রায় লিখেছেন, সুখেন্দুশেখর লিখেছেন, 'কালকে প্রতিবাদে আমিও যোগ দেব। কারণ, লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও মেয়ের বাবা, নাতনির দাদু .... আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। চলুন জোট বেঁধে প্রতিরোধ করি। যাই হোক না কেন।'
প্রতিবাদের এই রাতে পা মেলানোর ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের পরিবারের অনেকেই। ফেসবুকের পোস্ট বা স্থানীয় সূত্রে মিলছে খবর। তবে সরাসরি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট দিয়ে শাসক দলের কোনও নেতা এভাবে পথে নামার কথা ঘোষণা করেননি, যা করলেন সুখেন্দুশেখর। যদিও রাজনৈতিক পরিচয় থেকে নয়, সুখেন্দুশেখর পথে নামবেন মেয়ের বাবা বা নাতনির দাদু হিসেবে।
অন্যদিকে তাঁর দলেরই নেতা কুণাল ঘোষ লিখেছেন, ' আর জি করের প্রতিবাদী আমরাও, কিন্তু ধানতলা, বানতলা, উন্নাও, হাথরস, মণিপুরের সমর্থকরাই রাতের নাটক করছেন তাদের সঙ্গে কিছু সেলফি তোলার নেশাড়ু। বাংলায় রাত মহিলাদের দখলেই থাকে। বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বাংলাকে ছোট করার চেষ্টা হচ্ছে। ' সোশাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ কুণাল ঘোষের ।
অন্যদিকে, সুখেন্দুশেখরের পোস্টকে কটাক্ষ করেছে বিজেপি। অমিত মালব্য লিখেছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কৌশল। অপর্ণা সেন, সুখেন্দু শেখরের মতো লোককে আন্দোলনে পাঠিয়ে আসলে তৃণমূল আন্দোলনের দখল নিতে চাইছে।
তবে রাজনৈতিক চাপানউতোর সরিয়ে রেখে আপাতত নারীরা ন্যায় বিচার আদায়ের ডাক দিয়েছে। সারা বাংলা রয়েছে তাঁদের পাশে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।