ঝিলম করঞ্জাই, কলকাতা: ৫ দিন পর কাটল অচলাবস্থা। আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College) অবশেষে নিজের চেম্বারে ঢুকতে পারলেন নতুন অধ্যক্ষ। বিক্ষোভ-অবস্থান প্রত্যাহার করলেন আন্দোলনরত পড়ুয়ারা।


 বিভাজন দেখা গেছে তৃণমূলের মধ্যেই


অধ্যক্ষ বদলি ঘিরে বেশ কয়েক দিন ধরেই চাপানউতোর জারি চলছিল আর জি কর মেডিক্যাল কলেজে। একদিকে স্বাস্থ্য দফতরের বদলির সমর্থন ও অন্যদিকে প্রতিবাদের জেরে কার্যত বিভাজন দেখা গেছে তৃণমূলের মধ্যেই। শুক্রবারই, আরজি কর মেডিক্য়ালে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্য়ান শান্তনু সেন, রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের প্রেসিডেন্ট সুদীপ্ত রায়ের উপস্থিতিতে বিক্ষোভরত পড়ুয়াদের বৈঠক হয়। সেখানে ঠিক হয়, শনিবার পড়ুয়াদের তরফ থেকে নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং-এ তাঁর চেম্বারে নিয়ে যাওয়া হবে। 


 বেলা গড়াতেই শুরু হয় টানটান নাটক


কিন্তু, শনিবার বেলা গড়াতেই শুরু হয় টানটান নাটক। প্রাক্তন অধ্যক্ষের সমর্থনে পড়ুয়ারা পোস্টার নিয়ে বসে থাকায় নিজের চেম্বারে ঢুকতে পারেননি নতুন অধ্যক্ষ। উপাধ্যক্ষের ঘরে বসেই কাজ শুরু করেন। এরপর দুপুরে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্য়ান শান্তনু সেন এসে পৌঁছন আরজি কর মেডিক্য়াল কলেজে। অধ্যক্ষের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন আন্দোলনরত পড়ুয়ারাও।


পড়ুয়াদের পঠনপাঠন, রোগীদের অসুবিধা


আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল , রোগী কল্যাণ সমিতি, তৃণমূল সাংসদ ও চেয়ারম্যান শান্তনু সেন বলেন, না ঢুকতে দিলে সরকারি কাজে বাধা, তৃণমূলের সমর্থক হলে, তৃণমূল সরকারের নির্দেশ মানছে না। পড়ুয়াদের পঠনপাঠন, রোগীদের অসুবিধা। হাইকোর্ট জানিয়েছিল, রোগী পরিষেবা যেন ব্যাহত না হয়। প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং-এর সামনে এসে পৌঁছন নতুন অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া পড়ুয়ারা। যাঁরা প্রত্যেকে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক বলে সূত্রের দাবি।


আরও পড়ুন, আদালতে আত্মসমপর্ণের পরেই জেল হেফাজতে TMC নেতা আবু তাহের


বিক্ষোভের বিরুদ্ধে সরব হওয়া TMCP-রই একাংশ


অন্যদিকে, এসে পৌঁছন এই বিক্ষোভের বিরুদ্ধে সরব হওয়া TMCP-রই একাংশ। এরপর, আবার আরজিকর মেডিক্যাল কলেজে পৌঁছন রোগীকল্যাণ সমিতির চেয়ারম্য়ান শান্তনু সেন, রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের প্রেসিডেন্ট সুদীপ্ত রায় ও রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুশান্ত রায়। ছিলেন অ্যাডিশনাল মেডিক্য়াল সুপার ও আন্দোলনরত পড়ুয়ারা। এরপর, নতুন অধ্যক্ষকে তাঁর চেম্বারে নিয়ে যান পড়ুয়ারা। উত্তরীয়, মালা পরিয়ে তাঁকে স্বাগত জানান। জট কাটার পর যদিও এদিন সংবাদমাধ্যমের সামনে কিছুই বলতে চাননি নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়।