RG Kar Protests Live Updates: বিজেপির পর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 20 Oct 2024 03:26 PM

প্রেক্ষাপট

১) দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা। সন্ধেয় অনশন তুলে আলোচনায় বসার শর্ত বেঁধে জুনিয়র ডাক্তারদের ডাক সরকারের।সোমবার বৈঠকের জন্য সময়ও নির্দিষ্ট করে ইমেল। (RG Kar Protests Live Updates)২। জুনিয়র ডাক্তারদের...More

West Bengal Assembly By Elections: বিজেপির পর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

বিজেপির পর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। সিতাই: তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়, মাদারিহাট: তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো,
নৈহাটি: তৃণমূল প্রার্থী সনৎ দে, হাড়োয়া: তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম, মেদিনীপুর: তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, তালডাংরা: তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।