কলকাতা: আর জি কর-মামলায় চিকিৎসক ধর্ষণ-খুনে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড।  এদিন 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে, এবিপি আনন্দ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-এর কাছে এসে, আরজি কর মামলায় রায়ের পর ক্ষোভে ফেটে পড়লেন নির্যাতিতার মা। কথা বলতে গিয়ে এবিপি আনন্দের স্টুডিয়োতেই চোখ ভিজে এল তাঁর। 


সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে : এর আগে মুখ্যমন্ত্রী ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলেছিলেন। আপনারা পরিষ্কার বলেছিলেন, আগে বিচার পাই, তারপরে ক্ষতিপূরণের প্রসঙ্গ। আজকে মাননীয় বিচারক ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা বললেন, আপনারা এজলাসে বসে বললেন, ক্ষতিপূরণ চাই না, বিচার চাই। 


নির্যাতিতার মা: এই ক্ষতিপূরণ কেউ করতে পারবে না আমার। ভগবান আমাকে একটা হিরে দিয়েছিলেন, সেটা আমি রাখতে পারিনি।  আমাকে এই সমাজ চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, শুধু মেধা থাকলেই, সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানো যাবে না। তাতে বাবা-মায়েরও প্রভাবশালী হতে হবে।আমি প্রভাবশালী নই হয়তো, সেই জন্যই আমি আমার হিরে ধরে রাখতে পারিনি। আমি যদি হয়তো কোনও প্রভাবশালী হতাম, কালোবাজারি হতাম, হয়তো আমার মেয়েকে ছুয়ে দেখার সাহসও দেখাতো না। আজকে আমরা অতি সাধারণ তাই, আমার মেয়েটাকে তাঁর কর্মস্থলে প্রাণ বিসর্জন দিতে হয়েছে, এইভাবে নৃশংসভাবে।  


আরও পড়ুন, RG কর-মামলায় রায়ের পর প্রতিক্রিয়া অভিষেকের, 'করের টাকা নষ্ট করে জেলবন্দি রাখার অর্থ নেই, ফাঁসিই একমাত্র পথ..' !


আর জি কর-কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড। চিকিৎসক ধর্ষণ-খুনে সিভিক ভলান্টিয়ারের আমৃত্যু কারাদণ্ড। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, এদিন বলেন বিচারক । নিহত চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন। 'কর্মস্থলে চিকিৎসকের মৃত্যু, তাই রাজ্যকে আর্থিক সাহায্য দিতে হবে', সরকারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ আদালতের। যদিও  রায়ের পরেই ক্ষোভে ফেটে পড়লেন চিকিৎসকের মা-বাবা।' আমরা কোনও আর্থিক সাহায্য চাইনি। ক্ষতিপূরণ নয়, বিচার চাই', বিচারককে বললেন নিহত চিকিৎসকের পরিবার।বিচারের নামে প্রহসন, রায় নিয়ে তীব্র ক্ষোভ চিকিৎসকদের। আর জি কর-কাণ্ডে শিয়ালদা কোর্টের রায়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রীও ।  


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)