কলকাতা : আরজি কর মে়ডিক্য়ালে চিকিৎসকের ধর্ষণ-খুনের পর থেকে ৩৫ দিন ধরে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার স্বাস্থ্যভবনের সামনে তাঁদের ধর্নার পঞ্চম দিন। আর এদিনই আচমকা, সোজা ধর্নাস্থলে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ঝড়-জল মাথায় নিয়ে জুনিয়র চিকিৎসকরা যখন আন্দোলন করছেন তখন বৃষ্টির মধ্যেই সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। আলোচনার আশ্বাস দিলেন। কর্মবিরতি তোলার অনুরোধ করলেন। সঙ্গে বললেন, 'যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে।' তাঁর এই মন্তব্য নিয়ে কার্যত নিরাশা প্রকাশ করলেন নির্যাতিতার মা।
কী বলেছিলেন মুখ্যমন্ত্রী ?
এদিন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্নাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, "যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়। দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যাঁরা ভাবছেন, কেউ আমার বন্ধু...আমি তাঁদের চিনিই না। আমি তাঁদের চিনি না, আমি তাঁদের জানি না। আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাঁরা এসেছেন প্রসেসের মাধ্যমে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা নিজেদের মধ্যে কথা বলে কাজে ফিরুন। আপনারা আমার ভাই-বোন। আমি কোনও অ্যাকশন নেব না।"
কী বললেন নির্যাতিতার মা ?
এ প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন, "উনি এখনও বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে। এরপরেও কী কারো আশা থাকে ? দোষী যে ...সব দোষী...পুলিশ-প্রশাসন-স্বাস্থ্য দফতর সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি। সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে সে সাজা পাবে। এটা আমার একদম খারাপ লেগেছে।"
তবে জুনিয়র চিকিৎসকদের ধর্নাস্থলে মুখ্যমন্ত্রীর যাওয়াকে স্বাগত জানিয়েছেন তিনি। বলেন, "এটা খুব ভাল। উনি যে গিয়েছেন, আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু, জুনিয়র ডাক্তারদের যে ৫ দফা দাবি আছে তা নিয়ে ওঁদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক, আমরা এটাই চাই। আমি চাইব, উনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের আন্দোলন ...ছাত্ররা এই যে কষ্ট পাচ্ছে, এটার যেন উনি দ্রুত সমাধান করেন।" প্রথম থেকেই নিজেদের দাবিতে অনড় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবিগুলির মধ্যে অন্যতম প্রধান হল, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফা এবং ডিসি নর্থ অভিষেক গুপ্ত, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।