হাওড়া: রিষড়ায় উত্তেজনা ও ঝামেলার কারণে প্রবল সমস্যায় নিত্যযাত্রীরা। রিষড়ার চার নম্বর রেল গেটের কাছে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে, বোমা ছোড়ারও অভিযোগ ওঠে। তারপরেই নিরাপত্তার প্রশ্ন তুলে ১০টা থেকে বন্ধ করা হয় ট্রেন চলাচল। তার জেরে হাওড়া স্টেশনে আটকে পড়েছেন বহু যাত্রী। বাড়ি ফেরত যেতে যেমন সমস্যা হচ্ছে। তেমনই আটকে পড়েছেন বহু দূরপাল্লার ট্রেনের যাত্রী।


শুধু হাওড়া স্টেশন নয়। রিষড়া, কোন্নগর-সহ আরও কিছু স্টেশনে এই বিক্ষোভ ছড়িয়েছে। কেন দ্রুত ট্রেন চালু করা যাচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। হাওড়া স্টেশন কার্যত জনসমুদ্র। হাওড়া থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস-ফেরত যাত্রীরা আটকে পড়েন হাওড়া ও বিভিন্ন স্টেশনে। প্রায় ২ ঘণ্টার উপর বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে প্রায় সাড়ে বারোটার একটু আগে আপ তারকেশ্বর লোকাল ছাড়া হয়। তার কিছুক্ষণ পরেই ছাড়ে আপ হাওড়া-বর্ধমান লোকাল। ফলে কিছুটা হলেও যাত্রী চাপ কমে। তবুও বহু সংখ্যক যাত্রী ট্রেনের অপেক্ষায় রয়েছে হাওড়া স্টেশনে।


ধাক্কা দূরপাল্লার ট্রেনেও:
হাওড়া থেকে প্রতি মূহূর্তে দূরপাল্লার ট্রেন ছাড়ে। রাতের বেলাও অনেক ট্রেন ছাড়ে। এই ঝামেলার কারণে দূরপাল্লার ট্রেনও থমকে গিয়েছে।


পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'রাত ১০টা থেকে শ্রীরামপুরের দিকে যাওয়ার গেট বন্ধ করতে পারছি না। তাই ট্রেন চালাতে পারছি না। রাত ১০টা থেকে হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধ। দূরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা পরিষেবা বন্ধ রেখেছি। দুন এক্সপ্রেস, কাঠগুদাম এক্সপ্রেস আটকে রয়েছে। আমরা চাই না কারও কোনও ক্ষতি হোক। যতক্ষণ না আমরা গেট বন্ধ করতে পারছি ততক্ষণ ট্রেন চালাতে পারব না।'


নতুন করে অশান্ত রিষড়া, অশান্তির জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন বন্ধ। রিষড়ায় ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টি, বোমাবাজির অভিযোগ। রিষড়ার ৪ নম্বর রেল গেটে ট্রেন লক্ষ্য করে হামলার অভিযোগ। রেল লাইনের উপর উঠে বিক্ষোভ, বন্ধ মেন লাইনে ট্রেন চলাচল। বিক্ষোভকারীদের হঠাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এদিন পুলিশের দিকেও পাথর ছোড়া হয়। পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। চন্দননগর পুলিশ কমিশনারেট এবং জেলার পুলিশের তরফে বিপুল বাহিনী রাস্তায় নেমেছে। বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যাচ্ছে পুলিশকে।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে অসিত মজুমদারকে 'হুঁশিয়ারি', পোস্টার পড়ল চুঁচুড়ায়