সুমন ঘরাই, কলকাতা : বুদ্ধ পূর্ণিমায় নিউটাউনে বিবেক তীর্থর (Viveka Tirtha) উদ্বোধন। উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ। এই উৎকর্ষ কেন্দ্রে উচ্চ শিক্ষায় গবেষণা, আইপিএস, আইএএস হওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। দরিদ্র মানুষকে আইনি সহায়তা দেওয়ার কেন্দ্রও গড়ে তোলা হবে বিবেক তীর্থে।

রামকৃষ্ণ মিশনের ১২৫ বছররামকৃষ্ণ মিশনের ১২৫ বছরে বুদ্ধ পূর্ণিমার পুণ্যলগ্নে নিউটাউনে রামকৃষ্ণ মিশনের নতুন অডিটোরিয়াম বিবেক তীর্থর উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ।রামকৃষ্ণ মিশন সেন্টার ফর হিউম্যান এক্সসেলেন্স অ্যান্ড সোশাল সায়েন্সেসের অংশ হিসেবে সোমবার বিবেকানন্দ অডিটোরিয়ামের উদ্বোধন করেন তিনি। রামকৃষ্ণ মিশনের তরফে জানানো হয়েছে, এই উৎকর্ষ কেন্দ্রে যেমন উচ্চ শিক্ষার গবেষণার ব্যবস্থা থাকবে। তেমনই দেওয়া হবে IPS ও IAS  হওয়ার প্রশিক্ষণ। 

বিবেক তীর্থে  কী কী আছেএছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ , উন্নত কারিগরি শিক্ষা, গরিব মানুষকে আইনি সহায়তা দেওয়ার কেন্দ্র থাকবে এই প্রতিষ্ঠানে। এর পাশাপাশি বিবেক তীর্থে - লাইব্রেরি, কনফারেন্স হল, এগজিবিশন হল এবং সন্ন্যাসী-অতিথি ও কর্মীদের জন্য থাকার কোয়ার্টার তৈরি হচ্ছে।

রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানালেন, আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোর আদলে তৈরি এই অডিটোরিয়াম নির্মাণে ৫ একর জমি দিয়েছে রাজ্য সরকার। আর্থিক সহায়তা করেছে টাটা কনসাল্টেন্সি সার্ভিস বা TCS। এখনও বিবেক তীর্থের একাংশের কাজ বাকি। অতি দ্রুত কাজ সেরে এই উৎকর্ষ কেন্দ্র চালু করার পরিকল্পনা আছে রামকৃষ্ণ মিশনের।