মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু (Paschim Bardhaman Road Accident)। এবারের ঘটনাস্থল ৬০ নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বর বিলপাহাড়ি মোড় সংলগ্ন এলাকা। এদিনের দুর্ঘটনায় ২ জনের প্রাণ যায়, জখম ১।


কী ঘটেছিল?
সূত্রের খবর, শুক্রবার ভোরে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে একটি বাইক (bike accident) দ্রুত গতিতে রানিগঞ্জের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় রাস্তা পার করছিলেন এক যুবক।  বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারলে গুরুতর জখম হন ওই পথচারী। ঘটনার জেরে বাইকও ছিটকে পড়ে জাতীয় সড়কের এক পাশে। বাইকে থাকা দুজনেই  আহত হন। পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ওই পথচারী এবং এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। মৃত পথচারীর নাম  শুভম বাউরী। তিনি বীরভূমের ময়না ডালের বাসিন্দা। বাইকে যে দু'জন যুবক ছিলেন, তাঁদের নাম কৃষ্ণ শুক্লা  ও বিকি কোল। তাঁরা লাউদোহার মামা কুটি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। জখমদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হয়। কিন্তু বারবার ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। 


বার বার শিরোনামে...
গত রবিবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় বাঁকুড়ার বিষ্ণুপুরে মৃত্যু হয়েছিল তিন জনের। এর মধ্যে একটি ঘটনায় নাম উঠে আসে ৬০ নম্বর জাতীয় সড়কের। তাতে মারা যান বাবা-ছেলে। জানা যায়, পেশায় প্রাথমিক শিক্ষক আনন্দ মোহন শো দশ বছরের ছেলেকে বাইকে চাপিয়ে গ্রামের বাড়ি বিষ্ণুপুর ব্লকের হেত্যাগড়া থেকে বিষ্ণুপুর শহরের শালবাগানে ফিরছিলেন। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে ফেরার সময় মড়ার ৩ নম্বর ক্যাম্পের কাছে একটি ট্রাকের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন দু'জনই। জখম দুজনকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় বাবা ও ছেলের। তার আগে, মার্চ মাসে ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে বাঁকুড়ারগঙ্গাজলঘাটির ধবনী এলাকায় তুলকালাম বাধে। সেবারও শিরোনামে এসেছিল ৬০ নম্বর জাতীয় সড়ক, যা।অবরোধ করে ঘণ্টাদুয়েক বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাজলঘাটি থানার ধবনী গ্রামের বাসিন্দা পেশায় ছোট মাছ ব্যবসায়ী শ্যামাপদ মাজি। অন্যান্য দিনের মতোই সেদিন সকালেও সাইকেল নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্লভপুরে মাছ আনতে যাচ্ছিলেন। ঘটকগ্রামের কাছাকাছি মেজিয়া থেকে দুর্লভপুরগামী একটি ডাম্পার তাঁকে পিছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, মৃত্যু হয় বছর পঞ্চাশের ওই ব্যবসায়ীর।


আরও পড়ুন:ব্রাত্যর ক্রীতদাস শব্দের প্রয়োগে তপ্ত রাজনীতি, পাল্টা আক্রমণ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর