কলকাতা: তিলতিল করে গড়ে তোলা সঞ্চয় হারিয়েছিলেন হাজারে হাজারে মানুষ। দীর্ঘদিন বাদে এবার ক্ষণিক আশার আলো দেখছেন রোজভ্যালির আমানতকারীরা। এবার দ্বিতীয় দফায় রোজভ্যালির আমানতকারীদের (Rose Valley Money Refund) প্রায় ৪৫০ কোটি টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করল অ্য়াসেট ডিজপোজাল কমিটি।


টাকা ফেরতের প্রক্রিয়া শুরু: কেউ টাকা জমাচ্ছিলেন মেয়ের বিয়ের জন্য। কেউ আবার প্রতিদিন ১০ টাকা করে গচ্ছিত রেখেছিলেন রোজভ্যালিতে। কিন্তু স্বপ্ন চুরমার হয়ে গেছে। দীর্ঘদিন বাদে একটু আশার আলো। দ্বিতীয় দফায় রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করল অ্য়াসেট ডিজপোজাল কমিটি। আমানতকারীদের প্রায় ৪৫০ কোটি ফেরত দেওয়া হবে। দ্রুত শুরু হবে সেই প্রক্রিয়া। টাকা ফেরতের ঘোষণার পর আমানতকারীদের প্রশ্ন কীভাবে ফেরত পাওয়া যাবে টাকা? অ্যাসেট ডিসপোজাল কমিটির চেয়ারপার্সন ও অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ বলেন, "যারা এখনও দরখাস্ত করেননি, তারা তাড়াতাড়ি দরখাস্ত করুন। ওড়িশা থেকে যে টাকা পাওয়া গেছে, সেই টাকা সমস্ত আমানতকারীদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। যখনই সেই টাকা ADC- র হাতে এসে পৌঁছবে। যে কোনও সাইবার ক্যাফেতে গিয়ে, রোজভ্যালির ওয়েবসাইটে গিয়ে, ADC- র ওয়েবসাইট rosevalleyadc.com-এ তে গিয়ে যেন আপলোড করেন। সেখানে সমস্ত প্রক্রিয়া বলা আছে, কীভাবে দরখাস্ত করতে হবে, এবং কী কী তথ্য লাগবে সেগুলো সব সেখানে দেওয়া আছে।''                  

গত বছরের অগাস্টে, প্রথম দফায় ১৯ কোটি ৪০ লক্ষ টাকা তুলে দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রোজভ্যালিকাণ্ডে প্রতারিতদের হাতে সেই টাকা তুলে দিয়েছিল অ্যাসেট ডিসপোজাল কমিটি। ইডি সূত্রে খবর, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রোজভ্য়ালির বহু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫০ কোটি টাকা। এবার সেইসব সম্পত্তি বিক্রি করেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। আর তাতেই আশার আলো দেখছেন আমানতকারীরা। লেকটাউনের পল্লিশ্রী কলোনীর দাস পরিবার ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতি মাসে ৩৪০০ টাকা করে জমা করেছিলেন রোজভ্যালিতে। টাকা ফেরতের আগে একদিন হঠাৎই উল্টোডাঙার অফিসে তালা ঝুলতে দেখেন। রোজভ্য়ালিতে প্রতারিত আমানতকারী দেবী দাস বলেন, "মেয়ের বিয়ে ছিল। ধারদেনা করে, এজেন্টও জানায়নি। এখন টাকা ফেরত পেলে ভালোই হয়।''


আরও পড়ুন: Weather Update: গরম-অস্বস্তির মাঝেই কালবৈশাখীর পূর্বাভাস বঙ্গে, দুর্যোগের আশঙ্কা এই জেলাগুলিতে