কলকাতা : বিতর্কের মধ্যেই ফের ট্যুইট করলেন মহুয়া মৈত্র। সেখানে স্পষ্টতই বিজেপিকে তীব্র খোঁচা দিলেন বিজেপিকে। অন্যদিকে তাঁর মন্তব্যকে 'ব্যক্তিগত মত' বলার পর তৃণমূলকেও ট্যুইটারে আনফলো করলেন মহুয়া।  মহুয়া মৈত্রর এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করে চলেছে গেরুয়া শিবির। সুকান্ত-দিলীপ থেকে শুভেন্দু, সকলেই একের পর এক ট্যুইটে বিদ্ধ করছেন তৃণমূল সাংসদে। মা কালী নিয়ে মহুয়া মৈত্রর মন্তব্যের প্রতিবাদ করে, বিক্ষোভে নেমেছে বিজেপি। বউবাজার থানায় ডেপুটেশন জমা দেন  বিজেপি মহিলা মোর্চার কর্মীরা।


মা কালীর প্রসঙ্গে বিজেপির প্রতিক্রিয়াকে কটাক্ষ করে মহুয়া মৈত্র ফের ট্যুইট করেন, '' আমি কালীর উপাসক। আমি কোনও কিছুকে ভয় পাই না। তোমাদের মত মূর্খদের ভয় পাই না। তোমাদের গুণ্ডাদের ভয় পাই না। তোমাদের পুলিশকে ভয় পাই না। এবং অবশ্যই তোমাদের ট্রোলকেও ভয় পাই না। সত্যের আলাদা করে পিছন থেকে কোনও মদতের প্রয়োজন হয় না। '' 






মহুয়া আরও একটি ট্যুইটে লেখেন, বাঙালি যে দেবীর পুজো করেন, তিনি নির্ভীক !  






যদিও এ প্রসঙ্গে তৃণমূলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, মহুয়া মৈত্রর মন্তব্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং দল কোনওভাবে ওই মন্তব্য সমর্থন করে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ ধরনের মন্তব্যের কড়া নিন্দা করছে বলেও ট্যুইট বার্তায় জানিয়েছে শাসকদল ।