ঝাড়গ্রাম: বেলপাহাড়ির পর এবার কাঁকড়াঝোড়ে বাঘ। ৫ বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক ! ওড়িশার সিমলিপাল থেকে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গলে ঢোকে যমুুনা নামে ওই বাঘিনী। গলায় লাগানো রেডিও কলারের মাধ্যমে জানা যায়, গতকাল দিনভর বেলপাহাড়িতে কাটিয়ে সন্ধেয় এলাকা ছাড়ে বাঘিনী যমুনা।আজ সকালে কাঁকড়াঝোরের ময়ূরঝর্ণার জঙ্গলে তার সন্ধান মেলে।


বন দফতর সূত্রে খবর, মহারাষ্ট্র থেকে বেশ কয়েকটা বাঘ সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে যমুনা ও জিনাত নামে দুটি বাঘিনী পালায়। এর মধ্যে জিনাতের খোঁজ মেলে ঝাড়খণ্ডে। আর যমুনা পাড়ি দেয় বাংলায়। সেই যমুনারই খোঁজ মিলেছে ঝাড়গ্রামে। গ্রামবাসীদের সতর্ক করছে বন দফতর। ওড়িশা ও বাংলা, দুই রাজ্যের বন দফতরের কর্মীরাই নজরদারি চালাচ্ছেন।


সম্প্রতি কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় ফের প্রাণ যায় এক মৎস্যজীবীর। কোনওরকমে পালিয়ে বেঁচেছিলেন অন্যরা। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল মৈপীঠের বৈকুণ্ঠপুর এলাকায়। কীভাবে বাঘের শিকার হয়েছিলেন ওই মৎস্যজীবী, খতিয়ে দেখা শুরু করে বনদফতর। সুন্দরবনের খাঁড়িতে নৌকা নিয়ে গিয়েছিলেন কাঁকড়া ধরার আশায় রুজিরুটির সংস্থানের আশায় ঝুঁকি নিয়েই ঢুকেছিলেন গভীর জঙ্গলের মধ্যে সেই যাওয়াই কাল হল মৈপীঠের বৈকুণ্ঠপুরের বাসিন্দা বর্ণধর মণ্ডলের।


আচমকা বাঘের হামলায় মৃত্যু হল মৎস্যজীবীর। কোনওরকমে প্রাণ হাতে করে গ্রামে ফিরে এলেও আতঙ্ক কাটছে না বর্ণধরের সঙ্গীদের। মৃত মৎস্যজীবীর সঙ্গী শঙ্কর মণ্ডল বলেছিলেন, সকালে ৯টার দিকে বেরিয়ে ছিলাম। বেড়ি ফেলা হচ্ছিল। হাত চারেক দূরে দাঁড়িয়ে ছিলাম আমি। বাঘ আড়ালে ছিল, ঝাঁপ মেরে পুরো ঘাড়ে এসে ধরেছিল। 


আরও পড়ুন, 'মেয়র পারিষদ দেবরাজের নামে টাকা তুলতেন TMC কাউন্সিলর সমরেশ..'! বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে


স্থানীয় সূত্রে খবর এসেছিল,সকালে, বৈঠাভাঙা জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন বর্ণধর ও তাঁর ৫ সঙ্গী।  সেই সময় আচমকায একটি বাঘ নৌকায় থাকা বর্ণধরের উপর লাফিয়ে পড়ে।বর্ণধরকে বাঁচাতে নৌকোয় থাকা লাঠি নিয়ে বাঘের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সঙ্গীরা। মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে গ্রামে আসতে না আসতেই, নৌকাতেই মৃত্যু হয়েছিল মৎস্যজীবীর। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে দিশাহারা বর্ণধরের পরিবার। কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁরা।


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।