Viral News: আড়াই কোটি নগদ, প্রচুর সোনা-রুপোর গয়না উদ্ধার হয়েছে মধ্যপ্রদেশের পরিবহণ দফতরের প্রাক্তন এক কনস্টেবলের বাড়ি থেকে। লোকযুক্ত স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট বা এসপিই- এর ভোপাল শাখা একটি অভিযানে মধ্যপ্রদেশের সড়ক পরিবহণ দফতরের ওই প্রাক্তন কনস্টেবলের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা, সম্পত্তি এবং বাড়ির স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার করেছে। সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার জিনিস উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন এসপিই- র আধিকারিকরা। ভোপালের অন্যতম উন্নত এলাকা অ্যারেরা কলোনিতে ওই প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে হানা দিয়েছিল এসপিই- র দল। জানা গিয়েছে, যে ব্যক্তির বাড়ির থেকে এই বিপুল পরিমাণ টাকাপয়সা, অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর নাম সৌরভ শর্মা। লোকযুক্ত- র এডিজি জয়দীপ প্রসাদ জানিয়েছে, সৌরভের দুটো বাড়িতেই তল্লাশি চালানো হয়েছে। 

চলতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ সৌরভ শর্মার বাড়িতে লোকযুক্ত স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট বা এসপিই- এর ভোপাল শাখার দু'টি টিম অভিযানে বেরিয়েছিল। সৌরভ শর্মার এক সহকারী চন্দন সিং গৌড়ের বাড়িতেও বাড়িতেও অভিযান চালিয়েছে পুলিশ। সৌরভ শর্মা নামের ওই প্রাক্তন কনস্টেবল একটি হোটেলের মালিক ছিলেন। সেই হোটেলেও তল্লাশি চালায় এসপিই- এর ভোপাল শাখার টিম। আগে থেকেই অভিযোগ ছিল ভোপালের সড়ক পরিবহণ দফতরের এই কনস্টেবলের বিরুদ্ধে। আর তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত। এরপরই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। 

১২ বছর চাকরি করার পর বছর খানেক আগে অবসর নিয়েছেন সৌরভ শর্মা। বর্তমানে রিয়েল এস্টেটের ব্যবসায় যুক্ত ছিলেন তিনি। তবে সরকারি চাকরি করার সময়েও নাকি তিনি যুক্ত ছিলেন সম্পত্তি সংক্রান্ত ব্যবসায়। সৌরভের বাড়ি থেকে যেসব নথি উদ্ধার হয়েছে, সেখান থেকেই প্রমাণ পাওয়া গিয়েছে, ভোপাল-সহ মধ্যপ্রদেশের একাধিক জেলায় সম্পত্তি রয়েছে সৌরভ শর্মার। একটি স্কুল এবং হোটেলেও বিনিয়োগ রয়েছে তাঁর, এমন তথ্যও এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে। 

আরও পড়ুন- ৫ ঘণ্টার কোটিপতি ! বিপুল টাকা অ্যাকাউন্টে এসেও ভ্যানিশ নিমেষে 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।