ঝিলম করঞ্জাই, কলকাতা : বিধানসভা ভোটের আগে এরাজ্য়ে অন্য়তম প্রধান ইস্য়ু দু'টি। বাংলাদেশি অনুপ্রবেশ এবং বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা। বিজেপি যেখানে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরব, সেখানে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগকে অস্ত্র করেছে তৃণমূল। এই আবহে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে এবার সামনে এল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অবস্থান। RSS সূত্রে দাবি, ভাষা নিয়ে কোনও বিরোধ তারা সমর্থন করে না। সকলে মিলেমিশে থাকাকেই তারা সমর্থন করে।
কী বলছে RSS ?
অন্য়দিকে RSS সূত্রে দাবি, বিভিন্ন বিষয়ে তৃণমূল সরকারের অবস্থানেও তারা সন্তুষ্ট নয়। সূত্রের দাবি, RSS শীর্ষনেতৃত্ব মনে করেন, তৃণমূল সরকার নাগরিকদের একটা বড় অংশকে বঞ্চিত করছে। সকলের জন্য এক আইন, জনকল্যাণ এবং সুরক্ষা কাম্য় হলেও, তৃণমূল সরকার তা দিচ্ছে না।
স্বয়ংসেবক সঙ্ঘের ১০০ বছর পূর্ণ হবে শিগগিরিই
এবার বিজয়া দশমীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ১০০ বছর পূর্ণ হচ্ছে। আর সঙ্ঘের শতবর্ষ যেদিন হবে, সেই বিজয় দশমীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগে ২০১৮ সালে, নাগপুরে RSS-এর সদর দফতরে প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন আরেক প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়। আদ্যোপান্ত কংগ্রেসি হয়েও ২০১৮-য় সকলকে চমকে দিয়ে আরএসএসের আমন্ত্রণে নাগপুরে গিয়ে ভাষণ দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। বিশেষজ্ঞদের অনেকের কথায়, রাজীব গান্ধীর সঙ্গে মতান্তরের জেরে ১৯৮৬ সালে কংগ্রেস ছেড়ে পৃথক দল গঠন করা যদি প্রণব মুখোপাধ্যায়ের রাজনীতির এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়, তাহলে অবশ্যই আরেক চমকে দেওয়ার মতো ঘটনা হল ২০১৮ সালে আরএসএসের আমন্ত্রণে নাগপুরে যাওয়া এবং ভাষণ দেওয়া ।
শতবর্ষে কী কী কর্মসূচি RSS এর?
শতবর্ষ উদযাপনকে সামনে রেখে সারা দেশে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে RSS। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত-সহ শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় ঘুরছেন। সংগঠনের অবস্থান দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। কোন কোন বিষয়ে প্রচার করতে হবে, তা নিয়ে সদস্য়দের সচেতন করা হচ্ছে।
বিধানসভা ভোটের আগে RSS-এর কী কী কর্মসূচি ?
অন্য়দিকে, বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গেও RSS-এর তৎপরতা বাড়ছে। বাংলায় এসে ১১ দিন থেকে গেছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। হাওড়ার উলুবেড়িয়ায়, দু-দিন ব্যাপী বিশেষ সমন্বয় বৈঠকও করেছে RSS। সেখানে হাজির ছিলেন রাজ্য বিজেপির শীর্ষস্তরের নেতানেত্রীরা।