কলকাতা: আগেও বহুবার। এবার ফের। কবিতার মাধ্যমেই তৃণমূলকে (TMC) ফের একবার নিশানা করলেন বিজেপি (BJP) নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একইভাবে সাদাকালো ফ্রেমে রেকর্ড করে পোস্ট করলেন তাঁর কবিতা। এবারের বিষয়ে উঠে এল নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের রায় (Recruitment Scam)। কী বললেন তিনি?


নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের রায়ের পর কী বলছেন রুদ্রনীল ঘোষ?


মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। ক্যাপশনে লিখলেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী'। ভিডিওয় লেখা, 'চাকরি বাতিল'। আবৃত্তির শুরুতেই তাঁকে বলতে শোনা গেল, 'নমস্কার মাননীয়া মুখ্যমন্ত্রী। মাননীয়া মুখ্যমন্ত্রী, শুনুন বলছি, কেমন আছেন? ভাল? তা রোদ্দুরে, না আদালতের রায়ে মুখটা কালো? মুখ্যমন্ত্রী সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল, কাদের লোভে আদালতে ২৫ হাজার চাকরি বাতিল। ২৫ হাজার চাকরি গেল এই আপনাদেরই লোভে। টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে। ভাসল ২৫ হাজার ছেলেমেয়ের লক্ষ পরিবার। হাত নিশপিশ করছে সবার, বলুন কাকে ধরিবার? অযোগ্যদের সাথে বাতিল যোগ্য চাকরি যত। আম আমড়া মিশিয়ে দিলেন আর এখন থতমত।'


এভাবেই কবিতার ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভাকে দুষলেন রুদ্রনীল। তাঁর কবিতার মাধ্যমে বলে চলেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী, ধন্য আপনি, ধন্য আপনি, ধন্য আপনার ক্যাবিনেট, সরকারিভাবে চুরি হল সুপারনিউমারিকের গেট। ১৭ হাজার মিশিয়ে দিলেন জালি ৫ হাজারের সাথে, ১৭ হাজার মিশিয়ে দিলেন জালি ৫ হাজারের সাথে, আচ্ছা এরপরেও ঘুম কি আসে আপনার প্রতি রাতে?' প্রায় ৪ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওয় তৃণমূলকে রীতিমতো আক্রমণ শানালেন রুদ্রনীল।


 



আরও পড়ুন: Actor Rahul Roy: 'আশিকি' খ্যাত রাহুল রায় এবার বাংলা ছবিতে, থ্রিলার ঘরানার 'মিহিরা' আসছে


ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। গতকালই নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে আদালত। আবার নতুন করে তৈরি হবে প্যানেল। সেখানে নির্দিষ্ট পদ্ধতিতে হবে নতুন প্যানেল। হবে নতুন নিয়োগ। এই নির্দেশে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হতে চলেছে। গ্রুপ C, গ্রুপ D এবং নবম-দশম, একাদশ-দ্বাদশের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি, চার সপ্তাহের মধ্যে অতিরিক্ত শূন্যপদে চাকরিপ্রাপকদের ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৩ লক্ষ পরীক্ষার্থীর OMR শিট পুনর্মূল্যায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ, নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। যাকে প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে তারা। এর পাশাপাশি, টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে SSC-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৮১ পাতার নির্দেশে রয়েছে ৩৭০টি অনুচ্ছেদ।


এই মর্মেই, তৃণমূল ও সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে ফের সোশ্যাল মিডিয়ায় সরব রুদ্রনীল ঘোষ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।