আশাবুল হোসেন, কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অমান্য করে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) বাধা দেওয়া হয়েছে, দাবি পরিবার সূত্রে। গত অক্টোবরে রুজিবার আমেরিকা সফরে কোনও আপত্তি করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুধু তাই নয়। সূত্রের খবর, ৫ জুন থেকে ১৩ জুন পর্যন্ত রুজিরার দুবাই-যাত্রার কথা ই-মেল মারফৎ জানানো হয়েছিল ইডিকে। কিন্তু সেই ই-মেলের পরও কোনও আপত্তি করেনি ইডি। তা হলে আজ কেন কলকাতা বিমানবন্দরে বাধা দেওয়া হল তাঁকে? তৃণমূল সাংসদের স্ত্রীর পরিবার সূত্রে দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এটি। আগামী ৮ তারিখ তাঁকে ফের সিজিও কমপ্লেক্সে তলবও করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

কেন বেআইনি?
কয়লাপাচার কাণ্ডে গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল দিল্লিতে। পাশাপাশি তলবের তারিখ রাখা হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এদিকে ছোট বাচ্চা নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে মেলও করা হয় রুজিরার তরফে। কেন কলকাতার অফিসে জেরা নয় ? এনিয় প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করেন অভিষেক। এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট কলকাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরেই তলবের নির্দেশ দেয়। যদিও একাধিকবার তলবের ইস্যুতে, অভিষেক গতবছর বলেছিলেন, এটা 'রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।' তবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশে মেনেই সেবার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে, শীর্ষ আদালতে ৫ সেপ্টেম্বরের শুনানিতে উঠে আসে, 'অভিষেক-রুজিয়ার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। অভিষেক-রুজিরার বিদেশযাত্রাতেও কোনও নিষেধাজ্ঞা নেই।কিন্তু তা হলে কোন যুক্তিতে এদিন অভিষেক-পত্নীকে আটকাল ইডি? প্রশ্ন তুলেছে পরিবার।


কী জানা গেল?
এদিন দুবাই যাওয়ার পথে আটকানো হয় ডায়মন্ড হারবারের সাংসদের স্ত্রীকে। শুধু তাই নয়। বিমানবন্দরেই তাঁকে নোটিস ধরায় ইডি। সকাল ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছেছিলেন রুজিরা। একটি মামলায়  লুক আউট সার্কুলার থাকার কারণ দেখিয়ে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে রুজিরাকে, এমনই খবর। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বিমানবন্দর থেকে বেরিয়ে যান রুজিরা। বিদেশ যাওয়ার আগে চিঠি দিয়ে জানাতে হবে ইডিকে, শর্ত দিয়েছিল সুপ্রিম কোর্ট। রুজিরার পরিবার সূত্রে খবর, ইডিকে চিঠি দিয়েই বিদেশযাত্রার কথা জানানো হয়। গোটা ঘটনার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানা গিয়েছে। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্য় মত, করমণ্ডল দুর্ঘটনা থেকে নজর ঘোরাতেই এই তলবের চক্রান্ত।


 


আরও পড়ুন:কোথা থেকে শুরু বিশ্ব পরিবেশ দিবস উদযাপন? কেনই বা গুরুত্বপূর্ণ এই দিন?