শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের (North Bengal Development Department) গুরু-দায়িত্বের পাশাপাশি সংগঠনের ভার। উত্তরবঙ্গে বিজেপির (BJP) মোকাবিলায় উদয়ন গুহকেই (Udayan Guha) সামনে রেখে এগোতে চাইছে শাসকদল (Trinamool Congress) ? তুঙ্গে জল্পনা। যদিও উদয়নের উদয়ে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।


উদয়ন গুহকেই সামনে রেখে এগোতে চাইছে তৃণমূল? তৃণমূলের ‘মিশন’ উত্তরবঙ্গ (North Bengal)। মুখ কি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ? সাম্প্রতিক রদবদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন উদয়ন গুহ। কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়কের গুরুত্ব বৃদ্ধিতে, রাজনৈতিক মহলে এই জল্পনা জোরদার হয়েছে। উদয়ন নিজেও বলছেন, মন্ত্রিত্বের গুরুদায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে সংগঠনের কাজেও তাঁর নজর থাকবে।


এপ্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, “মন্ত্রী মানেই শুধু প্রশাসনের। দলেরও একটা ব্যাপার থাকে, সাংগঠনিক ব্যাপারটাও সাথে সাথে দেখতে হবে আর উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী মানে তাঁকে উত্তরবঙ্গের ৮টি জেলাতেই ঘুরতে হবে। ২৩ তারিখ থেকে জেলাগুলো ঘোরা শুরু করব, জেলায় কোথায় কী সমস্যা আছে, সেগুলো যেমন বুঝবার চেষ্টা করব। সেগুলো হয়ে যাওয়ার পরে আমার যে সাংগঠনিক কাজ আছে, আমি সেটা করবার চেষ্টা করব।


পরিসংখ্যান বলছে, ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ৮টি আসনের মধ্যে একটিও জিততে পারেনি তৃণমূল। ২০২১-এর বিধানসভা নির্বাচনেও, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে প্রাধান্য ছিল বিজেপিরই। উত্তরবঙ্গের মোট ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩০টিতেই জয়লাভ করেছিল বিজেপি। তৃণমূল পেয়েছিল ২৩টি।


এবার বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ২০২৪-এ লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যে এখন থেকেই ঘর গোছাতে চাইছে শাসকদল। বিশেষ নজর কোচবিহারে। সেখানে উদয়ন গুহকে যেমন গুরুত্ব দিয়ে তুলে এনে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তেমনই জেলা সভাপতি বদলে অপেক্ষাকৃত নতুন মুখ অভিজিৎ দে ভৌমিককে দেওয়া হয়েছে দায়িত্ব। বিজেপি অবশ্য কটাক্ষ করে বলছে, এসব করে তৃণমূলের লাভ হবে না বিশেষ কিছুই।


এদিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) নিশানায় কোচবিহারের সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। তাঁর কথায়, "দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীই যেখানে ডাকাতির অভিযোগে জেল খাটেন, সেখানে দু’একটা গরু পাচার হবে, তাতে আর আশ্চর্যের কী !'' যদিও এই বিষয়ে নিশীথ প্রামাণিকের প্রতিক্রিয়া মেলেনি। তবে গরু পাচার ইস্যুতেই উদয়নকে পাল্টা নিশানা করেছে বিজেপি ।


আরও পড়ুন: Fraud Case: সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেফতার ২