বিশ্বজিৎ দাস, খড়গপুর (পশ্চিম মেদিনীপুর): যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে ঘরে ফিরল খড়গপুরের (Kharagpur) এক ছাত্র। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১৫ নম্বর ওয়ার্ডের ওই ছাত্রের নাম প্রবীন কুমার। তিন বছর আগে সে ইউক্রেনে যায় মেডিক্যাল পড়ার (Medical Studies) জন্য। কিন্তু যুদ্ধের কারণে সেখানে তিনি বাঙ্কারে আটকে পড়েছিলেন। কেন্দ্র ও রাজ্য সরকারের মদতে ২ মার্চ রাতে খড়গপুরে নিজের বাড়িতে পৌঁছে খুব খুশি তিনি। আজ তাঁকে খড়গপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংবর্ধনা জানাতে গিয়েছিলেন।


প্রবীন কুমার বলেন, 'আমি যেখানে ছিলাম সেখানে বোমাবাজি চলছিল। ওখানে বাঙ্কারে ছিলাম। সেখানে ৩০ সেকেন্ড হর্ন দেওয়ার পর এক দেড় ঘণ্টার জন্য সময় পেতাম। তখন আমরা হোস্টেলে গিয়ে কিছু খাবার ব্যবস্থা করে নিতাম। প্রচুর ভয় দিন কাটিয়েছি। কেন্দ্র ও রাজ্য, দুই সরকারই খুব ভাল কাজ করেছে। কেন্দ্রীয় সরকার আমাদের নিয়ে এসে দিল্লিতে পৌঁছে দেওয়ার পর রাজ্য সরকার সেখান থেকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছে। ২৪ তারিখ যুদ্ধ যখন শুরু হয় সেদিন আমার কিউব যাওয়ার জন্য ফ্লাইট ছিল। তখন কিউবে বোমাবাজি চলছিল। সেই কারণে ফ্লাইটও বাতিল হয়ে যায়। আমি যেখানে থাকতাম সেখানে সকাল সাড়ে আটটার সময় বোম পড়া শুরু হয়। ৩ বছর হল ইউক্রেনে গিয়েছি মেডিক্যাল পড়ার জন্য। এটা আমার তৃতীয় বছর চলছিল। ওখানে আমার বহু বন্ধুরা আটকে আছে। যত তাড়াতাড়ি হয় তাদের উদ্ধার করলে ভাল হয়। ২ মার্চ রাতে আমি বাড়ি ফিরেছি। বাড়ি পৌঁছে খুব ভাল লাগছে।'


১৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর বনথা মুরলীধর রাও বলেন, 'আমার ওয়ার্ডে প্রবীনের মা, বাবা থাকেন। ও তিন বছর আগে মেডিক্যাল পড়ার জন্য ইউক্রেনে যায়। এই যুদ্ধবিধ্বস্ত সময়ে পেরিয়ে ফিরে এসেছে তাই আজ প্রবীনকে সংবর্ধনা দিয়েছি এবং তার পাশে সবসময় আছি বলেও জানিয়েছি। ওর খুশি দেখে আজ বুঝলাম বাড়ি ফিরলে মানুষ কত খুশি হয়।'


আরও পড়ুন: Russia Ukraine War: রাশিয়ায় ব্যবসা বন্ধের সিদ্ধান্ত মাস্টারকার্ড এবং ভিসার, ‘বয়েই গেল’, বলল মস্কো


অন্যদিকে আজ ফের আড়াই ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। মারিউপোল, ভলনোভাখায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয় ভারতীয় সময় বেলা ১২.৩০ থেকে দুপুর ৩ পর্যন্ত। গতকাল ৭ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া।