কলকাতা : কেটে গেছে আটদিন। ভয়াবহতা কমা তো দূর অস্ত ! দিন দিন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তীব্রতা বাড়ছে। এরই মধ্যে জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করেছে রাশিয়া। স্বাভাবিকভাবেই, ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ-পরিস্থিতি। এই অবস্থায় কলকাতায় শান্তির দাবিতে মিছিল। যুদ্ধ নয়, শান্তি চাই-স্লোগান তুলে কলকাতায় মিছিল এআইপিএসও-র। হো চিন মিন সরণি থেকে ধর্মতলা পর্যন্ত র‍্যালির আয়োজন।


মিছিলে সামনের সারিতে থাকা রবীন দেব বললেন, সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার পক্ষ থেকে এই মিছিল। ইউক্রেনে সংঘর্ষ চলছে, অনেক প্রাণনাশ হচ্ছে। সেই সংঘর্ষ অবিলম্বে বন্ধ করা হোক। আলোচনার মধ্যে দিয়ে এই যুদ্ধ বন্ধ হোক। আমেরিকা ন্যাটোর মাধ্যমে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে। রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলিতে সেনা মোতায়েন করছে। যুদ্ধের আরও পরিবেশ তৈরি করছে আমেরিকা ও ন্যাটো-ভুক্ত দেশগুলি। 


প্রসঙ্গত, দিন আটেক আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে একের পর এক শহর দখলের দাবি রাশিয়ার। যদিও ইউক্রেনও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। এই পরিস্থিতিতে  জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে রাশিয়া। এর আগেই রুশ হামলায় ইউক্রেনের জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে যায়। তেজস্ক্রিয়তার আশঙ্কা আছে গোটা ইউরোপে, এমনই জানান জেলেনস্কি।


বিস্ফোরণ হলে তা হবে চেরনোবিলের থেকে দশগুণ বেশি ভয়ানক, আশঙ্কা প্রকাশ করেন ইউক্রেনের বিদেশমন্ত্রী। রাশিয়া পারমাণবিক সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করে ইউক্রেন। জাপানের প্রধানমন্ত্রীকে রাশিয়ার পারণমানবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে নিরাপত্তায় যে সঙ্কট তা বুঝতে পেরেছি আমরা, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর জানালেন জেলেনস্কি।


এই পরিস্থিতিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে জরুরি ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তরফেও ইউক্রেনের কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়।