সমীরণ পাল, দেগঙ্গা (উত্তর ২৪ পরগনা): নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের পর এবার, উত্তর চব্বিশ পরগনার (North 24 Paraganas) দেগঙ্গার (Deganga) MSK স্কুল।ফের স্কুলেই সংঘর্ষে জড়ালেন দুই শিক্ষক (Fight Between Two Teachers) । টাকা ফেরত দেওয়া নিয়ে মারামারি। ক্লাসের মধ্যেই রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। সহকারী শিক্ষকের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
বকেয়া টাকাকে কেন্দ্র করে স্কুলের মধ্যে ছাত্রছাত্রীর সামনেই দুই শিক্ষক হিতাহিত জ্ঞান হারিয়ে মারামারিতে জড়িয়ে পড়লেন ।প্রধান শিক্ষক সহকারী শিক্ষককে মেরে নাক ফাটিয়ে দিলেন। দুই শিক্ষকের রণংদেহী মেজাজ দেখে আতঙ্কিত হয়ে ক্লাসরুম ছেড়ে পালাল ছাত্রছাত্রীরা। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর উত্তর পাড়া এলাকায় এমএসকে স্কুল চত্বরে।
ওই স্কুলের প্রধান শিক্ষক জয়দেব ঘোষের কাছে সহকারি শিক্ষক কার্তিক পাল ৫০০০০ টাকা পেতেন। দীর্ঘ দুই বছর ধরে সেই টাকা ফেরত দিচ্ছেন না। এমনই অভিযোগ সহকারি শিক্ষকের। সেই টাকা চাইতে গেলে প্রধান শিক্ষক কার্তিক ঘোষের উপরে অত্যাচার করেন। আজ সকালে তিনি স্কুলে গিয়ে পাওনা টাকা চান। আর পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে বচসা শুরু হয়। এরপর প্রধান শিক্ষক কার্তিক ঘোষের নাক ফাটিয়ে দেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সহকারি শিক্ষক স্কুল চত্বরে পড়ে যান। দুই শিক্ষকের মারামারির খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় ও অভিভাবকরা। তাঁরাই এসে আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতালের চিকিৎসক বারাসত হাসপাতালে স্থানান্তরিত করেছেন। অভিভাবক এবং স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত প্রধান শিক্ষককে স্কুলে তালা মেরে আটকে রাখেন। দেগঙ্গা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করেছে।
উল্লেখ্য, কিছুদিন আগে স্কুল খোলার আগের দিন দুই শিক্ষকের হাতাহাতি, মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে (Krishnanagar Collegiate School)। সূত্রের খবর, বেতনের স্টেটমেন্টের দাবিতে প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাসের ঘরের সামনে অবস্থানে বসেন ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার। আচমকা সেই সময় ভূগোলের শিক্ষকের ওপর চড়াও হন প্রধান শিক্ষক। তারপরই দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এরপর অন্য শিক্ষকরা এসে দু’জনকে সরিয়ে দেন।