Sagardighi Bypoll 2023 Result Live: ২২ হাজার ৯৮০ ভোটে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস
By Election Result: আজ সাগরদিঘি বিধানসভা আসনেও ভোটের ফলাফল বেরোবে। সেখানে মোট বুথের সংখ্যা ২৪৬। এর মধ্যে একটি অক্সিলিয়ারি বুথ। মহিলা পরিচালিত একটি বুথও রয়েছে।
পিনকন চিটফান্ড-মামলায় আলিপুরের আইনজীবীর বাড়িতে ইডি-র তল্লাশি শেষ হল সাড়ে ২৮ ঘণ্টা পর।
বাংলার মুখ্যমন্ত্রী সংখ্যালঘু তাস খেলছেন আর মোদির দালালি করছেন। মোদির দালালি যিনি করবেন, তাঁকে বাংলার মানুষ ক্ষমা করবেন না। সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের জয়ের পর প্রতিক্রিয়া অধীর চৌধুরীর।
সাগরদিঘিতে তৃণমূল প্রার্থী পেলেন ৩৪.৯৪ শতাংশ ভোট। সাগরদিঘিতে বিজেপি প্রার্থী পেলেন ১৩.৯৪ শতাংশ ভোট।
২০২১-র ভোটের পরে বিধানসভায় যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধি।
সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস পেলেন ৪৭.৩৫ শতাংশ ভোট।
তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রায় মানুষের। জয়ের পর প্রতিক্রিয়া সাগরদিঘির জয়ী কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের।
সাগরদিঘি উপনির্বাচনে বাজিমাত বাম-কংগ্রেস জোটের। তা নিয়ে প্রতিক্রিয়া জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-কংগ্রেস জোট অনৈতিক বলে দাবি করলেন তিনি। জানালেন, পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে উপনির্বাচনে জয় হাসিল করলেও, আদতে বাম-কংগ্রেসের নৈতিক হার হয়েছে। বাম এবং বিজেপি-র ভোট কংগ্রেসে চলে গিয়েছে বলেও মন্তব্য করেন মমতা।
সাগরদিঘিতে উৎসবের মেজাজ তুঙ্গে বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকদের।
২২ হাজার ৯৮০ ভোটে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।
সাগরদিঘিতে ১৪ রাউন্ডের শেষে এগিয়ে ২২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।
১১ রাউন্ডের শেষে সাগরদিঘিতে প্রায় ১৮ হাজার ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস, পিছিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়।
অষ্টম রাউন্ড গণনার শেষে ১২ হাজার ভোটে এগিয়ে বায়রন বিশ্বাস
সপ্তম রাউন্ডের শেষে আট হাজার ভোটে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী।
পঞ্চম রাউন্ডের শেষে পাঁচ হাজার ভোটে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস
চতুর্থ রাউন্ড গণনা শেষে সাগরদিঘিতে ২ হাজার ৮৫০ ভোটে এগিয়ে বায়রন বিশ্বাস।
তৃতীয় রাউন্ডের গণনার শেষে ১ হাজার ৯৫৯ ভোটে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।
প্রথম রাউন্ডে ৪২ শতাংশ ভোট পেলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।
দ্বিতীয় রাউন্ড শেষে ২ হাজার ৮০ ভোটে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।
সাগরদিঘিতে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বায়রন বিশ্বাস। প্রথম রাউন্ডের শেষে ৫১৫ ভোটে এগিয়ে বায়রন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সাগরদিঘির বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী।
সাগরদিঘিতে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। প্রথম রাউন্ডের শেষে ৫২১ ভোটে সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস এগিয়ে।
পোস্টাল ব্যালটের গণনা চলছে সাগরদিঘিতে।
'২ নম্বরে ছিলাম, এবারও ২ নম্বরেই থাকার সম্ভাবনা বিজেপির', সাগরদিঘিতে ফল বেরোনোর আগেই বলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
সাগরদিঘি উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ এসেছিল। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই ৭৫ নম্বর সাহেবনগর টিকটিকিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১১৭ নম্বর বুথের বাইরে জমায়েত হয়েছিল। এই নিয়ে উত্তেজনা ছড়ায়।
উপনির্বাচনে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন। উপনির্বাচন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
সাগরদিঘি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা ২৪৬। এর মধ্যে একটি অক্সিলিয়ারি বুথ। মহিলা পরিচালিত একটি বুথও রয়েছে।
প্রেক্ষাপট
আজ তিন রাজ্য়ের বিধানসভা (Assembly Election Result) ভোটের ফল প্রকাশ। সকাল আটটা থেকে শুরু হবে গণনা। ত্রিপুরা (Tripura), মেঘালয় (Meghalaya), নাগাল্য়ান্ডের (Nagaland) পাশাপাশি জানা যাবে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও।
সাগরদিঘিতে (Sagardighi) তৃণমূলের প্রার্থী (TMC Candidate) দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ সাহা। কংগ্রেস (Congress) দাঁড় করিয়েছে বায়রন বিশ্বাসকে। কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছে বামেরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -