কলকাতা: কাটল জট, কাল দুপুরে বিধায়ক বায়রন বিশ্বাসের শপথ। কাল দুপুর ১টায় বিধানসভায় বায়রন বিশ্বাসের শপথ। ভোটের ফলপ্রকাশ ২০দিনের মাথায় কাল বিধায়ক পদে শপথ। সাগরদিঘিতে (Sagardighi By Election 2023) তৃণমূলকে হারিয়ে ২৩ হাজার ভোটে জয়ী বায়রন। ২৩ হাজার ভোটে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস (Bayron Biswas)। 


বিধায়ক বায়রন বিশ্বাসের শপথ: ২ মার্চ মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (Sagardighi Bypolls) ফল প্রকাশিত হয়েছে। আর তাতে সব হিসেব-নিকেশ উল্টে দিয়েছেন এই বায়রন, বায়রন বিশ্বাস। জোড়াফুল আর পদ্মের দাপাদাপির মাঝে পিষে যেতে যেতে, মাথা তুলে দাঁড়ানো  কংগ্রেসের প্রার্থী তিনি। জোটের শর্ত মেনে তাঁকে পিছন থেকে সমর্থন জুগিয়েছে বামেরাও। আর তাতেই বছর দুয়েক আগে ৫০ হাজারেরও বেশি ভোটে জিতে আসা তৃণমূলকে ধরাশায়ী করেন তিনি। ২২ হাজার ৯৮০ ভোটে সাগরদিঘিতে জিতলেন বায়রন। আগামীকাল বিধানসভায় বায়রন বিশ্বাসের শপথ। 


বায়রন বিশ্বাসের জয়ের মধ্য়ে দিয়ে, বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেস। সাগরদিঘি (Sagardighi) বিধানসভা উপনির্বাচনের (Assembly By Poll 2023) ফল ঘোষণার পর বেশ কয়েকদিন কেটে গেলেও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি জয়ী কংগ্রেস প্রার্থী। কেন দেরি? জানতে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করেন বায়রন বিশ্বাস  (Bayron Biswas)। রাজ্যপাল দিন ঠিক করবেন। জানান অধ্যক্ষ এবং পরিষদীয় মন্ত্রী। সাধারণত বিধানসভায় অধিবেশন চলাকালীন, জয়ী প্রার্থীদের শপথের আয়োজন করা হয়। বিধানসভায় বাজেট অধিবেশন চলার মধ্যেও বায়রন বিশ্বাসের শপথ হচ্ছে না কেন, এই প্রশ্ন তুলেছে কংগ্রেস।


গত ১১ মার্চ সাগরদিঘির জয়ী প্রার্থীকে নিয়ে বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করেন, কংগ্রেস নেতা অসিত মিত্র এবং নেপাল মাহাতো। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, জয়ী প্রার্থী কবে শপথ নেবেন, তা ঠিক করেন রাজ্যপাল। রাজভবনের তরফ থেকে এখনও সেরকম কোনও বার্তা আসেনি। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা রাজ্যপাল চূড়ান্ত করেন, তার তরফ থেকে নোটিস এলেই আমরা বিষয়টি দেখে নেব।’’ অন্যদিকে পরিষদীয় মন্ত্রী জানিয়েছেন, বায়রন বিশ্বাসের শপথ গ্রহণের দিন চূড়ান্ত করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে, রাজভবনের কাছে আর্জি জানানো হয়েছে।পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “রাজভবনে একটা কাগজ পাঠাতে হয়, সেটা পাঠিয়েছি, রাজভবন ঠিক করবে কবে শপথগ্রহণ হবে, এতে কোনও বিতর্ক নেই।’’


আরও পড়ুন: Malda: মালদার গাজোলে স্কুলেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ