কলকাতা: সাগর দত্ত মেডিক্যাল কলেজে (Sagore Dutta Hospital) থ্রেট কালচারের অভিযোগ, এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। মামলাকারীর অভিযোগ, কলেজের Anti - Ragging কমিটির কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। কলেজ কর্তৃপক্ষের রিপোর্ট তলব করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ১৯ নভেম্বরের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। 


'থ্রেট কালচারে' হাইকোর্টে মামলা: আর জি কর-কাণ্ডের পরই, একাধিক সরকারি মেডিক্য়াল কলেজ থেকে সামনে এসেছে থ্রেট কালচারের অভিযোগ। যার মধ্য়ে অন্য়তম সাগর দত্ত মেডিক্য়াল কলেজ। এবার, সাগর দত্ত মেডিক্য়াল কলেজে থ্রেট কালচারের অভিযোগে, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আর জি কর কাণ্ড নিয়ে চতুর্দিকে যখন তোলপাড় চলছে, তখনই সাগর দত্ত মেডিক্য়াল কলেজে থ্রেট কালচারের অভিযোগ সামনে আসে। এই থ্রেট কালচারের অভিযোগ নিয়ে, গত ৪ সেপ্টেম্বর, সাগর দত্ত মেডিক্য়ালে, কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়। সেই বৈঠক ঘিরে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। প্রিন্সিপালের ঘরে ঢুকে কার্যত তাণ্ডব চালানো হয়।

হাসপাতালের চিকিৎসকদের একাংশের অভিযোগ, হামলাকারীরা বিরূপাক্ষ বিশ্বাসেরই অনুগামী। সম্প্রতি, মনোজিৎ মুখোপাধ্য়ায় নামে এক চিকিৎসক অভিযোগ করেন, সাগর দত্ত মেডিক্য়ালে থ্রেট কালচার নিয়ে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মিলছে না। কলেজের অ্য়ান্টি-র‍্যাগিং কমিটির কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মামলা দায়ের করেন। তাতে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ১৯ নভেম্বরের মধ্য়ে কলেজ কর্তৃপক্ষের রিপোর্ট তলব করেছেন বিচারপতি।


দিনহাটা মহকুমা হাসপাতালের ভিতরে ঢুকে ২ চিকিৎসককে রীতিমতো হুমকি দিয়ে এলেন পুরসভার ভাইস চেয়ারম্যান। সরকারি হাসপাতালের ভিতরে আরও একবার উঠল থ্রেট কালচার চালানোর অভিযোগ। ভাইস চেয়ারম্যানের সঙ্গ দিলেন তৃণমূল ব্লক সভাপতিও।  আর তাতে পূর্ণ সমর্থন জানিয়ে তাঁদের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। এদিকে হাসপাতালের তরফ থেকে এই নিয়ে এখনও পর্যন্ত দায়ের করা হয়নি কোনও অভিযোগই।                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: Tab Controversy: ট্যাবের টাকা ভিনরাজ্যে ! হ্যাকড সরকারি পোর্টাল ? কী ব্যবস্থা নিচ্ছে সরকার ?