West Bengal Live Blog: বড়বাজারকাণ্ডের জের, কলকাতায় আপাতত বন্ধ সমস্ত রুফটপ রেস্তোরাঁ

West Bengal News: রাজ্য় থেকে জেলা, দেশ থেকে বিদেশ, সব খবর সবার আগে, জেনে নিন এক ক্লিকে

ABP Ananda Last Updated: 02 May 2025 11:55 PM

প্রেক্ষাপট

কলকাতা: ফের অগ্নিকাণ্ড শহরে। এবার সেক্টর ফাইভে অগ্নিকাণ্ড। সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন। ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুলিশ কমিশনার। অন্যদিকে, আজ বেরিয়েছে মাধ্যমিকের...More

Fire Update: শিলিগুড়ির হিলকার্ট রোডে গুদামে আগুন

শিলিগুড়ির হিলকার্ট রোডে গুদামে আগুন। গুদামে মজুত ছিল বিপুল পরিমাণে পরিত্যক্ত জিনিসপত্র: সূত্র। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। আগুন নেভাতে হাত লাগান এসএসবির জওয়ানরাও। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত হননি কেউ, বলে সূত্রের খবর