West Bengal Live Blog: বড়বাজারকাণ্ডের জের, কলকাতায় আপাতত বন্ধ সমস্ত রুফটপ রেস্তোরাঁ
West Bengal News: রাজ্য় থেকে জেলা, দেশ থেকে বিদেশ, সব খবর সবার আগে, জেনে নিন এক ক্লিকে
ABP Ananda Last Updated: 02 May 2025 11:55 PM
প্রেক্ষাপট
কলকাতা: ফের অগ্নিকাণ্ড শহরে। এবার সেক্টর ফাইভে অগ্নিকাণ্ড। সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন। ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুলিশ কমিশনার। অন্যদিকে, আজ বেরিয়েছে মাধ্যমিকের...More
কলকাতা: ফের অগ্নিকাণ্ড শহরে। এবার সেক্টর ফাইভে অগ্নিকাণ্ড। সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন। ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুলিশ কমিশনার। অন্যদিকে, আজ বেরিয়েছে মাধ্যমিকের রেজাল্ট। মাধ্যমিকে প্রথম। জীবনের প্রথম পরীক্ষায় বিরাট সাফল্য । ভাল রেজাল্টের প্রত্যাশা থাকলেও, একেবারে শীর্ষ স্থান? না, ভাবেনি সে। মেধাতালিকায় উপরের দিকে থাকলেই স্বাভাবিক ভাবে পড়ুয়ার কাছে প্রশ্ন যায়, কত ঘণ্টা পড়তে ? কী হতে চাও ? সেই সঙ্গে আদৃতকে প্রশ্ন করা হয়েছিল, পড়ার পাশাপাশি চারিপাশে ঘটে যাওয়া ঘটনার উপর নজর রাখা হয়? মেধাবী ছাত্রের উত্তর, হ্যাঁ। তাঁর মুখেও শোনা গেল, ২৬ হাজার শিক্ষকের চাকরি খোয়ানোর প্রসঙ্গ। আদৃত বলছেন, ' আমরা এখন দেখছি ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে গেল। আমাদের স্কুলের কয়েক জনেরও চাকরি চলে গিয়েছে। সেই টিচারদের কাছে পড়েছি আমি। ক্লাস টেন-এও গাইডেন্স পেয়েছি। এটা খুবই আনফরচুনেট। আমি চাইব, তাদের যেন যোগ্য পোস্টে তাড়াতাড়ি ফেরানো হয়'। চাকরি নিয়ে সঙ্কটে হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। একই সঙ্গে পড়ুয়াদের নিয়ে সঙ্কটে পড়েছে রাজ্যের হাজার হাজার স্কুল। অনেক ছাত্ররাই এই পরিস্থিতিতে পড়েছে মুশকিলে। শিক্ষকদের পরামর্শ পাওয়টা মিসও করছে তারা। তেমনই আদৃত। প্রিয় শিক্ষকদের হঠাৎ চাকরি হারানো নাড়া দিয়ে গিয়েছে তাকে। ২ মে প্রকাশিত হয়েছে, দুহাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার ফল। মেধা তালিকা থেকে পাসের হার, এবারও মাধ্যমিকে জেলার জয়জয়কার। মাধ্যমিক পরীক্ষার ৭০ দিনের মাথায় রেজাল্ট আউট হয়েছে। গতবারের তুলনায় বেড়েছে পাসের হার। এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ, গতবার তা ছিল ৮৬.৩১ শতাংশ। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, ৯৬.৪৬ পারসেন্ট। পাসের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, ৯৬.০৯ পারসেন্ট। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, ৯২.৩০ পারসেন্ট। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ৯০.৫২ পারসেন্ট। প্রকাশিত হল দুহাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার ফল। মেধা তালিকা থেকে পাসের হার, এবারও মাধ্যমিকে জেলার জয়জয়কার। মাধ্যমিক পরীক্ষার ৭০ দিনের মাথায় রেজাল্ট আউট হল। গতবারের তুলনায় বাড়ল পাসের হার। এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ, গতবার তা ছিল ৮৬.৩১ শতাংশ। পাসের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, ৯৬.৪৬ পারসেন্ট। পাসের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, ৯৬.০৯ পারসেন্ট। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, ৯২.৩০ পারসেন্ট। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ৯০.৫২ পারসেন্ট। মাধ্যমিকের ফলাফল দেখে নিনMadhyamik Result 2025 Live Updates: প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Fire Update: শিলিগুড়ির হিলকার্ট রোডে গুদামে আগুন
শিলিগুড়ির হিলকার্ট রোডে গুদামে আগুন। গুদামে মজুত ছিল বিপুল পরিমাণে পরিত্যক্ত জিনিসপত্র: সূত্র। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। আগুন নেভাতে হাত লাগান এসএসবির জওয়ানরাও। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত হননি কেউ, বলে সূত্রের খবর