কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভে গাড়ি উল্টে দুর্ঘটনা। গুরুতর আহত হন চালক-সহ চারজন। পুলিশ সূত্রে খবর, সকাল পৌনে ৬টা নাগাদ চিংড়িঘাটা থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল গাড়িটি। সেক্টর ফাইভে মেট্রোর পিলারে ধাক্কা মেরে সেটি উল্টে যায়। চালক-সহ চারজনকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান ট্রাফিক পুলিশ কর্মীরা। গতি বেশি থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।


কিছুদিন আগে রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি হয়েছিলেন এক বাইক আরোহী। ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে ওই দুর্ঘটনাটি ঘটেছিল। ডাকঘরের কাছে চন্দননগরে উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মেরে নিচে রাস্তায় পড়ে যান হেলমেটহীন বাইক চালক। বজবজ ইএসআই (ESI) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ২৩ বছরের সুদীপ মণ্ডল বেহালা পর্ণশ্রী থানা এলাকার বাসিন্দা। 


এর আগে চলতি মাসের গোড়াতেই ডিউটিতে যাওয়ার সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন এক  পুলিশ কর্মী (Police)। ওই দিন ভোর  সাড়ে পাঁচটা নাগাদ ইএম বাইপাসের (EM Bypass) উপর মেট্রোপলিটনের কাছে দুর্ঘটনা ঘটেছিল। সল্টলেকের দিক থেকে সাইন্স সিটির দিকে যাওয়ার সময় বেপরোয়া গাড়ি কমব্যাট ফোর্সের ওই পুলিশ কর্মীর বাইকে ধাক্কা মারে। পুলিশ কর্মীর অল্প আঘাত লাগলেও গুরুতর আহত  হন গাড়ির চালক। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেপরোয়া গাড়ির দুই আরোহীকে আটক করে  প্রগতি ময়দান থানার পুলিশ। 


কয়েকদিন আগেই পুরুলিয়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃতু হয় এক তরুণীর l গুরুতর আহত হন তিনজন l গত রবিবার সন্ধে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়কের লধুরকা পেট্রোল পাম্পের কাছে l জানা গিয়েছে একটি বাইকে চেপে পুরুলিয়া শহরের আমডিহার বাসিন্দা শুভজিৎ বিশ্বাস ও হুচুক পাড়ার বাসিন্দা ঋত্বিকা গুপ্তা বাইকে চেপে লক্ষণপুর থেকে পুরুলিয়া দিকে আসছিলেন l সেই সময় লধুড়কা পেট্রোল পাম্প থেকে তেল ভরে দুই যুবক রাস্তায় দাঁড়িয়ে ছিলেন l সেই সময় হঠাৎ দ্রুত গতিতে দাঁড়িয়ে থাকা বাইক আরোহীকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে l ঘটনাস্থলে জখম হন চার বাইক আরোহীl স্থানীয়দের তৎপরতায় তাঁদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে  নিয়ে আসা হলে বাইক আরোহী ঋত্বিকা গুপ্তা(২৩) কে মৃত ঘোষণা করে l