দীপক ঘোষ, কলকাতা : বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়ার।  রাজ্য সভাপতি নির্বাচনের দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। সুকান্ত মজুমদার যে দায়িত্ব সামলাচ্ছেন, আগামীতে তা কে সামলাবেন? ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির রাশ কার হাতে দেওয়া হবে, সেদিকে তাকিয়ে সকলেই। অনেকগুলি নামই সম্ভাবনা তালিকায় ছিল। তবে সবথেকে উজ্জ্বল শমীক ভট্টাচার্যের সম্ভাবনা, খবর ঘনিষ্ঠ সূত্রে। বুধবার  রাজ্য সভাপতি বাছাইয়ের নির্বাচন সংক্রান্ত বৈঠকের আগে দিল্লি থেকে কলকাতায় ফিরলেন শমীক।

বিজেপি সূত্রের খবর, বুধবারই মনোনয়নপত্র জমার পর্ব সেরে ফেলা হবে।  জল্পনা ছিল, শমীক ভট্টাচার্য মনোনয়ন জমা করতেই কলকাতায় এসেছেন। আর মনোনয়নপত্র জমা  না পড়লে বুধবারই স্থির হয়ে যেতে পারে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম। তবে, শমীক নিজে অবশ্য তা বলছেন না। এবিপি আনন্দকে তিনি জানালেন, দলের তরফে তাঁকে মনোনয়নপত্র জমা দেওয়ার কোনও নির্দেশ দেওয়া হয়নি। তিনি জানান, অতি সম্প্রতি তাঁর সঙ্গে কথা হয়েছে জে পি নাড্ডার। তবে তিনিও এই নিয়ে শমীককে কোনও নির্দেশ দেননি। সোমবার সন্ধেয় নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে যান শমীক ভট্টাচার্য। তারপর থেকেই আরও জোরদার হয় জল্পনা। তবে শমীক তা নিয়ে কিছু বলতে চাননি। বরং জানান, বুধবার, দলের নির্বাচিত জনপ্রতিনিধি, সব সাংসদ ও বিধায়কদের এই নির্বাচন প্রক্রিয়ার সময় থাকতে বলা হয়েছে। তিনি সেখানে থাকবেন। 

সূত্রের খবর, বুধবার মনোনয়নপত্র জমা নেওয়ার পরে হবে স্ক্রুটিনি। তারপরই চূড়ান্ত প্রার্থীতালিকা  সামনে আসতে পারে। সব ঠিকঠাক চললে, বুধ অথবা বৃহস্পতিবারই বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম জানা যেতে পারে।