Sheikh Shahjahan Arrested: শেখ শাহজাহানের পর শাগরেদ আমির আলি গাজি গ্রেফতার
Sandeshkhali Sheikh Shahjahan Arrested: পুলিশ সূত্রে খবর, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ধৃত তৃণমূল নেতাকে আনা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে।
'শাহজাহানের গ্রেফতারি নিয়ে বড় নাটক আছে, সব বেরোবে', মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।
ধর্ষণের অভিযোগে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার আমির আলি গাজি। মিনাখাঁ থেকে গ্রেফতার শেখ শাহজাহান, ঝাড়খণ্ডে পাকড়াও সঙ্গী।
শেখ শাহজাহানের পর শাগরেদ আমির আলি গাজি গ্রেফতার। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার শেখ শাহজাহানের শাগরেদ আমির আলি।
৫৬ দিনের মাথায় অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠাল বসিরহাট মহকুমা আদালত। তদন্তভার নিল সিআইডি। আনা হল ভবানীভবনে।
চাপের মুখে অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। ৫৫দিন পর অবশেষে সন্দেশখালিকাণ্ডের তদন্তে সিআইডি। ১০ দিনের পুলিশ হেফাজতে সন্দেশখালির বাহুবলী শাসক নেতা। শেখ শাহজাহানের গ্রেফতারিতে সন্দেশখালিতে অকাল উৎসব।
সন্দেশখালিতে মাত্র ৩০ কিমি দূরে মিনাখাঁতেই এতদিন লুকিয়ে? সন্দেশখালির এত কাছে থাকলে গ্রেফতারিতে কেন ৫৬ দিন? কেন গ্রেফতারে ৫৫দিন? আইনি বাধার যুক্তি এডিজি দক্ষিণবঙ্গের
শেখ শাহজাহান গ্রেফতারের পরেই সন্দেশখালিতে সন্দেশ বিলি।আতসবাজি ফাটিয়ে অকাল দীপাবলি পালন করছেন গ্রামবাসীরা। রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে সন্দেশখালির ঘোজাপাড়া এলাকা। মিষ্টিমুখ করাচ্ছেন স্থানীয় বাসিন্দারাই। উড়ল আবির।
চাপের মুখে অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। 'আগামী ১০ বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে', ৪-৫ জন জুনিয়র রাখতে হবে, শেখ শাহজাহানের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতির। এই ব্যক্তির জন্য আমার কোনও সমবেদনা নেই, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির।
ইডির ওপর হামলার ৫৬ দিনের মাথায় জালে শেখ শাহজাহান। মিনাখাঁ থেকে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড'। সন্দেশখালিতে মাত্র ৩০ কিমি দূরে মিনাখাঁতেই এতদিন লুকিয়ে? সন্দেশখালির এত কাছে থাকলে গ্রেফতারিতে কেন ৫৬ দিন?
৫৬ দিনের মাথায় অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠাল বসিরহাট মহকুমা আদালত। তদন্তভার নিল সিআইডি। আনা হল ভবানীভবনে।
চাপের মুখে অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান, তদন্তভার নিল সিআইডি। ১০ দিনের পুলিশ হেফাজতে সন্দেশখালির বাহুবলী শাসক নেতা। ইডির ওপর হামলার ৫৬ দিনের মাথায় জালে শেখ শাহজাহান। মিনাখাঁ থেকে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড'। সন্দেশখালিতে মাত্র ৩০ কিমি দূরে মিনাখাঁতেই এতদিন লুকিয়ে? সন্দেশখালির এত কাছে থাকলে গ্রেফতারিতে কেন ৫৬ দিন? আইনি বাধার যুক্তি এডিজি দক্ষিণবঙ্গের।
চাপের মুখে অবশেষে গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। এদিন শেখ শাহজাহানের আইনজীবী হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। প্রধান বিচারপতি তাঁকে উদ্দেশ্য করে বলেন, আগামী ১০ বছর এই মক্কেলের জন্য আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। ৪-৫ জন জুনিয়র রাখতে হবে। এই ব্যক্তির জন্য আমার কোনও সমবেদনা নেই। শেখ শাহজাহানের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এদিন শেখ শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে উপস্থিত হলে প্রধান বিচারপতি বলেন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। শেখ শাহজাহানের আইনজীবী সওয়াল করেন, আগাম জামিনের আবেদন ২ দিন আগে খারিজ হয়েছে। নিম্ন আদালতে এখনও ৃ৪টি আবেদন বিচারাধীন আছে। গতকাল মামলার কথা জানা ছিল না.
ইডি-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠাল বসিরহাট মহকুমা আদালত।
ইডি-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। রাতে বসিরহাট আদালতে এনে লক আপে রেখে কোর্টে পেশ। ন্যাজাট থানায় ইডি-র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। ১০ দিনের পুলিশি হেফাজত।
শেখ শাহজাহানের গ্রেফতারির পর ৪৯টি জায়গায় ১৪৪ ধারা জারি। তাঁর বিরুদ্ধে জমি জবরদখল, এলাকায় অশান্তি ছড়ানোর মতো একগুচ্ছ অভিযোগ । ইতিমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। আজই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে
ন্যাজাট থানার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন শেখ শাহজাহান। বসিরহাট মহকুমা আদালত চত্বরে সন্দেশখালির 'বেতাজ বাদশা'
অবশেষে প্রায় দু'মাসের মাথায় গ্রেফতার করা হল সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে।৫ জানুয়ারি ইডি, সিআরপিএফের ওপর হামলার পর থেকেই তাঁর হদিশ পাওয়া যাচ্ছিল না। এতদিন কোথায় ছিলেন তিনি? তা নিয়ে নানা দাবি শোনা গেছে বিরোধীদের মুখে। শেখ শাহজাহান কেন গ্রেফতার হচ্ছেন না, তা নিয়ে দায় ঠেলাঠেলিও চলেছে। এতদিন পর অবশেষে জালে পড়লেন তিনি।
শেখ শাহজাহানের গ্রেফতারির পর সন্দেশখালির ঘোজাপাড়ায় উৎসব, করানো হচ্ছে মিষ্টিমুখ। খুশির মেজাজ সন্দেশখালিজুড়ে।
শেখ শাহজাহানকে গ্রেফতারির পর সন্দেশখালিতে ফের জারি করা হল ১৪৪ ধারা। ৮টি গ্রাম পঞ্চায়েতের ২৩টি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শেখ শাহজাহানকে গ্রেফতারের পর অশান্তি ছড়াতে পারে সন্দেশখালির একাধিক এলাকায়, এমন আশঙ্কা করছে রাজ্য পুলিশ। সেই মোতাবেক ৮টি গ্রাম পঞ্চায়েতের ২৩টি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এর মধ্যে রয়েছে সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের ত্রিমণি বাজার, খুলনা ঘাট, ভোলাখালি ঘাট, সন্দেশখালি ঘাট ও পাত্রপাড়া, দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের গাববেড়িয়া বাজার, দাউদপুর ও ডুগডুগি বাজার, খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া বাজার, খুলনা বাজার ও হাটগাছা বাজার।
শেখ শাহজাহানকে গ্রেফতারের পরেই সন্দেশখালিজুড়ে দেখা গেল পুলিশি তৎপরতা। সকাল থেকে মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে। মাইকে প্রচার চালানো হচ্ছে।
শেখ শাহজাহানের গ্রেফতারির পর প্রেস কনফারেন্স করলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সন্দেশখালির ত্রাসের গ্রেফতারি নিয়ে ইডির কোর্টেই কার্যত বল ঠেললেন তিনি। বলেন, 'রাজ্য পুলিশের আইনি বাধ্যবাধকতা থাকলেও ইডি-র তা ছিল না। তা সত্ত্বেও, ইডি কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারল না, তা নিয়ে প্রশ্ন থাকবে'।
তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে আজই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। র্যাফ, পুলিশে ছয়লাপ বসিরহাট মহকুমা আদালত চত্বর। সন্দেশখালির বিভিন্ন অংশে মোতায়েন বাড়তি পুলিশ বাহিনী
জমি জবরদখল ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার শেখ শাহজাহান, খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে। ইতিমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে আজই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
ইডি-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার শেখ শাহজাহান। পুলিশ সূত্রে খবর, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ধৃত তৃণমূল নেতাকে আনা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। সেখানেই কোর্ট লক আপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে
প্রেক্ষাপট
বসিরহাট: নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ একগুচ্ছ অভিযোগ ছিলই। তাছাড়া জমি জবরদখল ও যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে। এবার ইডি-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার শেখ শাহজাহান। পুলিশ সূত্রে খবর, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ধৃত তৃণমূল নেতাকে আনা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। সেখানেই কোর্ট লক আপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে।
ইতিমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে আজই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে র্যাফ, পুলিশে ছয়লাপ বসিরহাট মহকুমা আদালত চত্বর। সন্দেশখালির বিভিন্ন অংশে মোতায়েন বাড়তি পুলিশ বাহিনী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -